Purba Medinipur Panchayat Election Result 2023 : নন্দীগ্রামে শুভেন্দু ম্যাজিক, জেলায় তৃণমূলের সঙ্গে সমানতালে লড়াই BJP-র – purba medinipur panchayat election result 2023 bjp wins multiple gram panchayat seats in nandigram


West Bengal Panchayat Election Result : পূর্ব মেদিনীপুরে ভোট মানেই এখন গোটা দেশের নজর থাকে নন্দীগ্রামে। আর ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর আবার ২০২৩ সালের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে নন্দীগ্রামে দেখা গেল শুভেন্দু অধিকারী ম্যাজিক। তাঁর বিধানসভা কেন্দ্রে একাধিক গ্রাম পঞ্চায়েত আসনে জিতল BJP। সেই সঙ্গে সন্ধ্যে পর্যন্ত যা খবর, তাতে নন্দীগ্রামের পাশাপাশি গোটা জেলায় শাসক দল তৃণমূলের সঙ্গে আসনের নিরিখে পাল্লা দিচ্ছে BJP।

পূর্ব মেদিনীপুর জেলায় ২২৩ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে তৃণমূলের দখলে গিয়েছে ৪৪ টি ও BJP-র দখলে গিয়েছে ১৮ টি। পূর্ব মেদিনীপুরে মোট গ্রাম পঞ্চায়েত আসন ৪২৯০ টি। এর মধ্যে সন্ধ্যে পর্যন্ত তৃণমূল কংগ্রেসের ঝুলিতে গিয়েছে ১১২১ টি আসন। সেই সঙ্গে জোড়াফুল শিবির এগিয়ে রয়েছে ৬৪৫ টি আসনে।

Nandigram Panchayat Election Result: সুফিয়ান পারেননি, পারলেন না কুণালও! নন্দীগ্রামে শুভেন্দুর স্কোর ২-০
এর পিছনেই রয়েছে BJP। তাঁরা পেয়েছে ৭২৩ টি আসন। এছাড়াও এগিয়ে রয়েছে ৪৩৫ টি আসনে। এই দুই দলের ধরা ছোঁয়ার বাইরে অবস্থান করছে বাম ও কংগ্রেস। CPIM জয়ী হয়েছে ৩৭ টি আসনে ও এগিয়ে রয়েছে ৩৫ ট আসনে। কংগ্রেসের অবস্থা জেলায় বলার মতো নয়।

তবে জেলার সব আসন, সব এলাকা ছাড়িয়ে একটাই নাম বারবার উঠে আসছে, তা হল নন্দীগ্রাম। পঞ্চায়েতে নন্দীগ্রাম থেকে তৃণমূলকে সরানোর টার্গেট নিয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এখনও পর্যন্ত যা খবর, নন্দীগ্রাম-২ পঞ্চায়েত সমিতিতে শাসক দল তৃণমূলকে বেশ কিছুটা পিছনে ফেলে প্রথম স্থানে রয়েছে পদ্মশিবির।

Purba Medinipur Panchayat Election Result 2023 : ‘চিরদিন কাহার সমান নাহি যায়’, নজরুলগীতির লাইন ধরে তৃণমূলকে নিশানা শুভেন্দুর
বয়াল-১ ও বয়াল-২ উভয় গ্রাম পঞ্চায়েতেই এখনও পর্যন্ত প্রথমে রয়েছে BJP। বয়াল-১ গ্রাম পঞ্চায়েতে ১৩টি আসনের মধ্যে ৮ টিতে এগিয়ে BJP এবং ৫ টিতে এগিয়ে তৃণমূল। বয়াল – ২ গ্রাম পঞ্চায়েতে ১৬টি আসনের মধ্যে ৯টি আসনেই পদ্ম শিবিরের মুখে হাসি চওড়া হচ্ছে। তৃণমূল সেখানে এগিয়ে মাত্র ৬টি আসনে।

একুশের বিধানসভার আগে অমিত শাহের হাত ধরে তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তার আগে অবধি তৃণমূলের হয়ে পূর্ব মেদিনীপুরের একচ্ছত্র আধিপত্য ছিল তাঁর। স্বাভাবিকভাবেই শুভেন্দুর দলবদলের পর তৃণমূলের জেলা নেতৃত্বে বদল আসে।

Suvendu Adhikari : পুনর্নির্বাচন বুথের তালিকা I-PAC দিয়েছে, কমিশন অফিস থেকে হয়নি: শুভেন্দু
পাশাপাশি জেলায় তৃণমূল বনাম BJP প্রেস্টিজ ফাইট শুরু হয়ে যায়। বিধানসভা ভোটে অবশ্য নিজের কেন্দ্রে বিতর্কিত জয় বাদে বিশেষ কিছু করতে পারেননি বিরোধী দলনেতা শুভেন্দু। ২০১৮ সালে জেলার সব আসনগুলিতে একচেটিয়া আধিপত্য ছিল তৃণমূলের।

এবার সেই চিত্রে সামান্য় বদল এসেছে। তবে চূড়ান্ত ছবিটা এখনও সামনে আসতে অনেকটা সময় বাকি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *