West Bengal Trending News : আর্চিজ় গ্যালারি পেরিয়ে গিফ্ট এখন ক্যাশ-কার্ডময় – gift giving process and things are now becoming changed for last some years


সোমনাথ মণ্ডল
চার দশক আগের কথা। তখনও কথায় কথায় অবসরে, অনুষ্ঠানে কেক কাটার চল ছিল না। সেই সময়ে অমিত চট্টোপাধ্যায়ের দশ বছরের জন্মদিনে কব্জি ডুবিয়ে মাংস-ভাতের আয়োজন হয়েছিল। অমিতের সেই জন্মদিনে উপহারের তালিকায় ছিল এভারগ্রিন ফেলুদা, প্রফেসর শঙ্কু, টেনিদা অথবা সুকুমার রায়ের অনেক বই। সঙ্গে বেশ ক’টা পেন। তার মধ্যে ছিল একটা ফাউন্টেন পেনও।

Sweta Mishra Birthday : লুচি- চিলি পনির দিয়ে দিন শুরু, বার্থডে প্ল্যান শেয়ার ইচ্ছে পুতুলের ময়ূরীর
স্বপ্নের সেই পেন ছুঁয়ে দেখার স্মৃতি আজও টাটকা অমিতের মনে। এক সপ্তাহের মধ্যেই টেনিদার ‘চার মূর্তির অভিযান’, ‘ঝাউবাংলোর রহস্য’ মুখস্থ হয়ে গিয়েছিল তাঁর। জন্মদিনের উপহারে পাওয়া বইগুলো পড়ে কখনও ফেলুদা হওয়ার ভূত মাথায় চেপেছিল, কখনও কল্পবিজ্ঞানের জগতে হারিয়ে গিয়ে প্রফেসর শঙ্কু হওয়ার স্বপ্ন দেখেছিল খুদে অমিত!

নব্বইয়ের দশক পর্যন্ত তো বটেই, এই শতকের গোড়ার দিকেও উপহারের তালিকা দখলে রাখত বই। আর যিনি উপহার দিচ্ছেন, সেই বইয়ে তাঁর এককলম লেখা। আর ছিল ফাউন্টেন পেন, দোয়াত। সেই সময় বদলেছে। পাল্টেছে উপহারের সংজ্ঞাও। বই-পেন-জ্যামিতি বক্সকে অনেক আগেই দশ গোল দিয়েছে বাহারি ফুলের বুকে, বেলজিয়াম-সুইস চকোলেট, আর্চিজ়ের কার্ড, টেডি। ‘ভালোবাসা মানে আর্চিজ় গ্যালারি’-ও এখন অতীত। তার জায়গা নিয়েছে নানা রকমের ‘গিফ্ট কার্ড’। উপহারে টাকা দেওয়ার চল তো রয়েইছে।

Panchayat Election 2023 : জায়গা হয়নি নিজের বাড়িতে, বৃদ্ধাশ্রমে থেকেও ভোটদানেও ‘ব্রাত্য’ ওঁরা! শোনালেন মন খারাপের গল্প
পাশাপাশি নগদের বদলে পছন্দের অ্যামাউন্ট ভরা গিফ্ট কার্ড কিনে দেওয়াটাই এখন সবচেয়ে বেশি পছন্দের। বিয়ে হোক বা জন্মদিন। অফিসের সাকসেস পার্টি হোক বা লাভ অ্যানিভার্সারি-উপহারের পছন্দের তালিকায় এখন ট্রেন্ডিং গিফ্ট কার্ড। এখানেই শেষ নয়, উপহার দেওয়ার পরিধিটাও বেড়েছে অনেকটাই। বড় বা সমবয়সিরাই নয়, বাবা-মায়ের বার্থডে অ্যানিভার্সারি, ফাদার্স ডে, মাদার্স ডে-তে ছোটরাও দিচ্ছে নানা উপহার।

Titan Submersible : মৃত্যু নিশ্চিত বুঝে অন্ধকারে কুঁকড়ে প্রিয় গান শুনতে শুনতে…! অভিশপ্ত টাইটানের যাত্রীদের শেষ মুহূর্তে কার্যকলাপ প্রকাশ্যে
সেই উপহার খুদে হাতে ‘মাই ড্যাডি রুলস দ্য কিংডম’ আঁকা কার্ড কিংবা পিগিব্যাঙ্ক ভেঙে মায়ের প্রিয় চকোলেট। আর একটু বড়রা গিফ্ট হিসেবে বেছে নিচ্ছে বাবা-মায়ের ডায়াবিটিস বা বিপির ওষুধের ইয়ারলি সাবস্ক্রিপশন। চাকরিওয়ালা ছেলে-মেয়েদের অনেকেই আবার বাবা-মায়ের অ্যানিভার্সারি বা বার্থ-ডে উপলক্ষ্যে সারপ্রাইজ গিফ্ট দিচ্ছে দেশ-বিদেশের ট্যুর প্যাকেজ। তবে গিফ্টের নিরিখে এখনও অনেকটাই এগিয়ে গিফ্ট কার্ড।

গিফ্টের এই পাল্টে যাওয়া ধারা নিয়ে মনোবিদ নীলাঞ্জনা সান্যালের বক্তব্য, ‘নানা কারণে সমাজ এখন আমিত্বময় হয়ে গিয়েছে। মূল্যবোধও বদলাচ্ছে। এখন হামেশাই দেখছি, কোনও শিশু বা টিনএজার বাবা-মাকে জিজ্ঞেস করছে, আমি বড় হয়ে কী হব? তখন বাবা-মা উত্তর দিচ্ছেন, এখন এ নিয়ে ভাবতে হবে না, পড়াশোনা কর।’

RBI Card Rules: রুপে, ভিসা নাকি মাস্টারকার্ড? বেছে নিতে পারবেন গ্রাহকেরা, বড় সিদ্ধান্তের পথে আরবিআই
তাঁর মতে, এটা ঠিক উত্তর নয়। ছোট থেকেই ছেলে-মেয়েকে দিশা দেখাতে হবে বাবা-মাকে। তাই তিনি মনে করছেন, যদি আগের মতো যদি বিভিন্ন বিষয়ের বই পড়ার অভ্যেস থাকত, তা হলে শিশু নিজেই হয়তো ঠিক করে নিতে পারত, সে কী হয়ে চায়। আগে উপহার পাওয়া বই পথ দেখাত। তা বদলে গিয়ে এখন চলছে গিফ্ট কার্ডের জমানা।

৪২ বছর আগে গোয়েন্দা হওয়ার স্বপ্ন দেখা সেই অমিত এখন কলকাতা পুলিশে কর্মরত। তাঁর কথায়, ‘উপহারের তালিকাটাই বদলে গিয়েছে। আমার ছেলে বা তার বন্ধুরা এখন ভিডিয়ো গেম নিয়েই ব্যস্ত। ওরা হ্যারি পটার, ফেলুদাকে সিনেমায় দেখে চিনেছে। গিফ্ট কার্ড পেলে ওরা বই কেনে না, স্মার্টফোন চায়।’ তবে গিফ্ট কার্ডের চল যে রসাতলে নিয়ে যাচ্ছে, এমনটা মনে করছেন না সাইকিয়াট্রিস্ট জয়রঞ্জন রাম।

Assam News : ‘সরি মা-পাপা!’ অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভাইরাল প্রেমিকের, অপমানে আত্মঘাতী তরুণী
তিনি বলেন, ‘বই-পেন দেওয়ার রীতি এখনও শেষ হয়ে যায়নি। তবে গিফ্ট কার্ডের বিষয়টিকে বিবর্তন বলা যেতেই পারে। এটার পজি়টিভ দিকও আছে। কারও যদি ইচ্ছে হয়, সে বই কিনবে। কারও যদি ইচ্ছে হয় সে ফুটবল কিনবে। সব কিছুই নির্ভর করছে বাড়ি এবং স্কুলের পরিবেশের উপরে। সে দিকে খেয়াল রাখতে হবে বড়দেরই।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *