পঞ্চায়েতের ফলপ্রকাশের পরেই গ্রেফতার BJP নেতা কণিষ্ক পাণ্ডা, বাড়ি থেকে তুলে নিয়ে গেল পুলিশ


পূর্ব মেদিনীপুর জেলার BJP নেতা কণিষ্ক পাণ্ডাকে গ্রেফতার করল পুলিশ। তবে ঠিক কী কারণে তাঁকে গ্রেফতার করা হয়েছে, সে ব্যাপারে সংবাদ লেখা পর্যন্ত কোনও খবর পাওয়া যায়নি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে চাপে রাখতেই কি এই পদক্ষেপ? জেলায় শুরু হয়েছে জল্পনা।

Purba Medinipur Panchayat Election Result 2023 : ধস নামল তৃণমূলের আসন সংখ্যায়, পূর্ব মেদিনীপুরে ব্যবধান কমাল BJP!
পঞ্চায়েত ভোট মিটতে পূর্ব মেদিনীপুরের বিজেপি নেতা কণিষ্ক পাণ্ডাকে গ্রেফতার করল পুলিশ। জেলার রাজনীতিতে শুভেন্দু অধিকারীর অত্যন্ত আস্থাভাজন হিসাবে পরিচিত কণিষ্ক পণ্ডা বলেন অনেকেই। তাঁকেই আজ গ্রেফতার করল পুলিশ। বুধবার তাঁকে গ্রেফতার করা হয় বলে জানা গিয়েছে । রামনগর থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। তবে ঠিক কী কারণে গ্রেফতার তা এখন জানা যায়নি।

Kunal Ghosh on Suvendu : নন্দীগ্রাম জমজমাট! শুভেন্দুর কনভয় দেখেই কুণালের ইঙ্গিত!

Purba Medinipur Panchayat Election Result 2023 : নন্দীগ্রামে শুভেন্দু ম্যাজিক, জেলায় তৃণমূলের সঙ্গে সমানতালে লড়াই BJP-র
প্রসঙ্গত, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করার পরেই জেলার অনেক পদস্থ নেতা বিজেপিতে যোগ দেন। তৎকালীন তৃণমূল জেলা সম্পাদক পদে ছিলেন কণিষ্ক পাণ্ডা। পরবর্তী কালে জেলায় ‘আমরা দাদার অনুগামী’ বলে প্রচার শুরু করেছিলেন এই নেতা বলে দাবি করা হয়।

Nandigram Panchayat Election Result: সুফিয়ান পারেননি, পারলেন না কুণালও! নন্দীগ্রামে শুভেন্দুর স্কোর ২-০
জানা গিয়েছে, এদিন তাঁর বাড়িতে হানা দেয় পুলিশ। তাঁর বাড়ি ঘিরে ফেলা হয়। তাঁকে বাইরে বেরিয়ে আসতে বলা হয়। জানা গিয়েছে, তিনি প্রথমে বের হতে চাইছিলেন না। গ্রেফতারি কোনও পরোয়ানা আছে কিনা তা জানতে চান তিনি। এরপর তাঁর বাড়ির দরজা ভেঙে ঢোকার চেষ্টা করা হয় বলে অভিযোগ।

Purba Medinipur Panchayat Election Result 2023 : &amp#39;চিরদিন কাহার সমান নাহি যায়&amp#39;, নজরুলগীতির লাইন ধরে তৃণমূলকে নিশানা শুভেন্দুর
গ্রেফতারির পর তাঁকে মরিশদা থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। তবে ঠিক কী কারণে তাঁকে গ্রেফতার করা হল, তা এখনও জানা যায়নি। তাঁকে গ্রেফতারির পরেই জেলার রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। বিষয়টি বিজেপির তরফে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি।

Suvendu Adhikari : ‘গুলি করুক, চলো কালীঘাট… ইটগুলো খুলি’

প্রসঙ্গত, ফল প্রকাশের পরেই একের পর এক তৃণমূল নেতার আক্রমণের নিশানায় ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূল নেতা কুণাল ঘোষ টুইট করে লেখেন, ‘শুভেন্দু কাল গ্রাম পঞ্চায়েতের দুএকটা আসন দেখে বড় বড় বাতেলা মেরে বলেছিল,” নন্দীগ্রামে আমার স্ট্রাইক রেট একশো শতাংশের কাছাকাছি। নন্দীগ্রাম ওয়ানের তিনটে জেলা পরিষদ আসনের তিনটিই তৃণমূল জিতেছে। নে ভাই, তোর স্ট্রাইক রেট তোর ফুটো পকেটে রাখ।’ যদিও শুভেন্দু অধিকারী পঞ্চায়েত নির্বাচনের ফল নিয়ে জানান, এই পঞ্চায়েত নির্বাচনে জনগণের মতামত নেওয়া হয়নি। সে কারণে এই নির্বাচনের কোনও পর্যালোচনা করা যায় না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *