Bankura Panchayat Result : ফলপ্রকাশের পরই ভোলবদল! BJP ছেড়ে তৃণমূলে জয়ী পঞ্চায়েত সদস্য – bankura panchayat election result 2023 latest update


রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের ফল প্রকাশের মধ্যেই ফের দলবদল দেখল রাজ্যের মানুষ। ফলাফল প্রকাশের মাত্র কয়েক ঘণ্টার মধ্যে BJP ছেড়ে তৃণমূলে যোগ দিলেন সলমা মুর্ম্মু নামে সদ্য নির্বাচিত এক পঞ্চায়েত সদস্যা। বুধবার সকালে বিষ্ণুপুর শহরে বিধায়ক কার্যালয়ে স্থানীয় অযোধ্যা গ্রাম পঞ্চায়েতের ৪৯ নম্বর আসন থেকে BJP-র প্রতীকে নির্বাচিত ওই পঞ্চায়েত সদস্যার হাতে তৃণমূলের পতাকা তুলে দেন ‘দলবদলু’ বিধায়ক তন্ময় ঘোষ। প্রসঙ্গত, ১২ আসন বিশিষ্ট বিষ্ণুপুরের অযোধ্যা গ্রাম পঞ্চায়েতে এবার ৬ টি আসনে জয়লাভ করে তৃণমূল, পাঁচটিতে BJP ও একটিতে ‘নির্দল’ প্রার্থী জয়লাভ করেন।

Gram Panchayat Election : ভোটের আগের দিনেও দলবদল অব্যাহত, বাসন্তীতে BJP ছেড়ে তৃণমূলে যোগ শতাধিক
আর ওই পঞ্চায়েত নিজেদের দখলে নিতেই এক রাতের মধ্যে BJP পঞ্চায়েত সদস্যাকে তৃণমূল নিজের দলে টেনে নিল বলে রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন। এই বিষয়ে BJP ত্যাগী পঞ্চায়েত সদস্যা সলমা মুর্ম্মু বলেন, ‘মানুষের জন্য কাজ করতেই তৃণমূলে যোগ দিলাম’। কিন্তু যে দল টিকিট দিল, ভোটে জেতাল, এবার সেই দলকে কি বলবেন?

Mamata Banerjee : বিরোধীরা জিতে গেলেও আসবে তৃণমূলে: মমতা
এই প্রশ্নের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘বলার কিছু নেই। পঞ্চায়েত বোর্ড BJP গঠন করতে পারবে না। আর বিরোধী দলে থেকে এলাকায় উন্নয়ন করা সম্ভব নয়। তাই তৃণমূলের যোগ দিয়ে উন্নয়নের শরিক হতে চাই’। বিধায়ক তন্ময় ঘোষ এই প্রসঙ্গে বলেন, ‘মুখ্যমন্ত্রীর লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রীর মতো জনমুখী প্রকল্প গুলিকে সারা বাংলার মানুষ সমর্থন জানাচ্ছেন।

West Bengal Panchayat Election Results Highlights : হার ঠেকাতে ব্যালট ভক্ষণ, অনুব্রত গড়ে বিরোধীদের ‘পাউরি’! দেখে নিন পঞ্চায়েতের হাইলাইটস
উনিই আমাদের সঙ্গে যোগাযোগ করে বলেন, মুখ্যমন্ত্রীর কোনও বিকল্প নেই। উনি তৃণমূলে যোগ দিয়ে উন্নয়ন করতে চান মানুষের’। তাই মানুষের জন্য কাজ করতে তৃণমূলে যোগ দেওয়ার আবেদন তিনি জানিয়েছিলেন বলে জানান বিধায়ক।

Purba Bardhaman Panchayat Result : পূর্ব বর্ধমানেও ‘সবুজ ঝড়’! ‘কাঁটে কি টক্কর’ CPIM-BJP-র
যদিও এই বিষয়ে BJP -র বিষ্ণুপুর গ্রামীণ মণ্ডল-১ সভাপতি তপন মজুরি দাবি করে বলেন, ‘অযোধ্যা গ্রাম পঞ্চায়েতের ৪৯ নম্বর বুথে BJP-র প্রতীকে নির্বাচিত সদস্যাকে বিধায়ক তন্ময় ঘোষ ও তার দলবল ‘ভয় দেখিয়ে ও চাপ দিয়ে’ তৃণমূলে যোগ দিতে বাধ্য করেছেন’। কিন্তু এভাবে মানুষের রায় বদলানো যাবে না বলে তিনি দাবি করেন।

Bengal Panchayat Election Result Live: ৮টা থেকে শুরু গণনা, কড়া নিরাপত্তায় মোড়া গণনাকেন্দ্র
তিনি আরও বলেন, ‘এতদিন মনোনয়ন তুলে নেওয়ার জন্য হুমকি দেওয়া হত। এবার বিরোধীদের জয়ী প্রার্থীদের তৃণমূলে যোগ দেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে। এভাবে তৃণমূল কতদিন ক্ষমতায় থাকতে পারে, সেটাই রাজ্যের মানুষ দেখছেন। স্বচ্ছভাবে ভোট ও গণনা হচ্ছে মানেই তৃণমূল হারছে’।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *