Bhanagar Panchayat Election Results : ‘… আমি জানি না’, ভাঙড়ে ISF-র অভিযোগ নিয়ে মুখ খুললেন নির্বাচন কমিশনার – state election commissioner rajiva sinha gave statement about isf allegation on bhangar election23


পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বে একাধিকবার উত্তপ্ত হয়ে ওঠে দক্ষিণ ২৪ পরগণার ভাঙড়। তৃণমূল ও আইএসএফের সংঘর্ষে দুই দলের তিনজনের মৃত্যু হয়। পঞ্চায়েত ভোট দিন বড় কোনও ঘটনা ঘটেনি ভাঙড়ে কিন্তু। ভোট গণনার রাত থেকে ফের উত্তপ্ত এই এলাকায়া। ইতিমধ্যেই তিনজনের মৃত্যু, ওই দুই পুলিশকর্মীর গুলিবিদ্ধ হওয়ার খবর জানা গিয়েছে। জেলা পরিষদের আইএসএফ প্রার্থীকে জোর করে হারানো ও জয়ীর শংসাপত্র না দেওয়ার অভিযোগ নিয়ে উত্তপ্ত হয় ভাঙড়।

Bhangar Agitation: ফের উত্তপ্ত ভাঙড়! পুলিশের সঙ্গে আইএসএফের সংঘর্ষে রাতভর বোমাবাজি, কয়েকজনের গুলিবিদ্ধ হওয়ার আশঙ্কা
এবার ভাঙড় পরিস্থিতি নিয়ে মুখ খুললেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। বুধবার সরোজিনী নাইডু রোডে নির্বাচন কমিশনের দফতরে আসেন কমিশনার। তাঁর জন্য আগে থেকে অপেক্ষা করছিল সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। ভাঙড় পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে রাজীব বলেন, ‘কাকে সার্টিফিকেট দেওয়া হয়েছে, সেটা আমরা জানি না। তবে ভাঙড়ে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছে, তা পুলিশ তদন্ত করে দেখছে। যেখানে যেখানে শংসাপত্র না পাওয়ার অভিযোগ রয়েছে, সেখানে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

ভোট গণনাকে কেন্দ্র করে মঙ্গলবার রাত থেকে ভাঙড়-২ ব্লকের কাঁঠালিয়া এলাকা উত্তপ্ত। পুলিশ ও আইএসএফ কর্মী সমর্থকদের মধ্যে দফায় দফায় উত্তেজনা ছড়ায়। মুহুর্মুহু চলতে থাকে বোমাবাজি, গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়ায়। ইতিমধ্যেই দুই আইএসএফ কর্মীসহ তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। গুলিবিদ্ধ হয়েছেন জেলা পুলিশের এএসপি মাকসুদ আলম। তাঁর হাতে গুলি লেগেছে বলে জানা গিয়েছে। আরও এক পুলিশকর্মীর গুলিবিদ্ধ হয়েছে বলে খবর। সকাল থেকে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

Bhangar Panchayat Violence: মায়ের সঙ্গে রাগ করে বাড়ি ছেড়ে বেরনোই হল কাল! ভাঙড়ে ভোট সন্ত্রাসে বলি আরও ১
জানা গিয়েছে, ভোট গণনায় কারচুপির অভিযোগকে ঘিরেই উত্তেজনা। আইএসএফের অভিযোগ জেলা পরিষদের আসনে তাদের প্রার্থী জাহানারা খাতুন গণনার সময় থেকেই পাঁচ হাজার ভোটে এগিয়ে ছিলেন। পরে তাঁকে ৩৬০ ভোটে পরাজিত ঘোষণা করা হয়। এমনকী তাঁকে জয়ের শংসাপত্র দেওয়া হয়নি বলেও অভিযোগ ওঠে। তৃণমূল ও প্রশাসন কারসাজি করে তাদের প্রার্থীকে হারিয়েছে বলে দাবি আইএসএফের। পুনর্নিবাচনের দাবিতে সরব হয় নওশাদ সিদ্দিকির দল। যদিও আইএসএফের দাবি উড়িয়ে দিয়েছে তৃণমূল। এরপরই এলাকায় উত্তেজনা ছড়ায়। চলতে থাকে গুলি, শুরু হয় বোমাবাজি।

West Bengal Panchayat Election 2023 Live : ভোটের দিন অন্য ছবি! হিংসা সরিয়ে ভাঙড়ে গোলাপ বিলি-ফুটবল ম্যাচ
জানা গিয়েছে বুধবারের সংঘর্ষের ঘটনায় হাসান আলি নামে এক আইএসফ কর্মীর মৃত্যু হয়েছে। পরবর্তীকালে আরও এক আইএসএফ কর্মীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। রাজু মোল্লা নামে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তাঁর পরিবারের দাবি, রাজু কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। এলাকায় এখন বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *