Bhangar Panchayat Violence: মায়ের সঙ্গে রাগ করে বাড়ি ছেড়ে বেরনোই হল কাল! ভাঙড়ে ভোট সন্ত্রাসে বলি আরও ১ – bhangar panchayat election violence one local person lost life due to clash and firing election23


গণনার শেষলগ্নে ভয়াবহ সন্ত্রাস ভাঙড়ে। মঙ্গলবার রাতভর রণক্ষেত্র দক্ষিণ ২৪ পরগণার ভাঙড়। রাতভর গুলিবৃষ্টি বোমাবাজি ঝরল একাধিক প্রাণ। পুলিশ এবং আইএসএফ কর্মীদের খণ্ডযুদ্ধের মাঝে ভাঙড়ের এক সাধারণ বাসিন্দারও মৃত্যু হয়েছে বলে খবর মিলেছে। নিহতের নাম রাজু মোল্লা। ৩৫ বছরের ওই যুবক কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না বলে খবর। ঘটনাটি ঘটেছে ভাঙ্গড় টু চিনে পুকুর এলাকায়।

Bhangar Panchayat Violence Update : সন্ত্রাসের মুক্তাঞ্চল ভাঙড়ে মৃত্যু ISF কর্মীর, রাতভর খণ্ডযুদ্ধে গুলিবিদ্ধ অ্যাডিশনাল এসপি সহ ২ পুলিশকর্মী

বাড়ি থেকে ঝগড়া করে বেরনোই হল কাল। পরিবারের দাবি, রাজু মোল্লা কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন, কিন্তু মঙ্গলবার মায়ের সঙ্গে রাতে ঝগড়া করে দিদির বাড়িতে যাচ্ছিলেন ঘটকপুকুর এলাকায়। সেই সময় ভোট সন্ত্রাসের মাঝে পড়ে যান। গুলিবৃষ্টির ও বোমাবাজির মধ্যে পড়ে গিয়ে মৃত্যু হয় তাঁর। অনুমান, কাঁঠালিয়া এলাকায় যে গুলি বৃষ্টি চলছিল, সেই গুলিতে তাঁর মৃত্যু হয়েছে। তার পিঠেতে একটি গুলি লাগে বলে পরিবার জানায়। রক্তাক্ত অবস্থায় পুলিশ পরে কলকাতার হাসপাতালে নিয়ে যায় গুলিবিদ্ধ রাজীবকে। সেখানে চিকিৎসক তাঁকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।

Bhangar Agitation: ফের উত্তপ্ত ভাঙড়! পুলিশের সঙ্গে আইএসএফের সংঘর্ষে রাতভর বোমাবাজি, কয়েকজনের গুলিবিদ্ধ হওয়ার আশঙ্কা

বুধবার সকালে পুলিশের তরফ থেকে রাজীবের পরিবারকে তাঁর মৃত্যুর খবর জানানো হয়। দেহ কলকাতা হাসপাতালে আছে। রাজীবের মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়ে তাঁর পরিবার। দুষ্কৃতীদের চরমতম শাস্তির দাবি জানিয়েছে পরিবার।

মঙ্গলবার রাতে ভাঙড়-২ ব্লকের কাঁঠালিয়ার গণনা কেন্দ্রে গণনা চলাকালীন ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। আইএসএফ-এর অভিযোগ, তারা এগিয়ে থাকা সত্ত্বেও আচমকা বিডিও ঘোষণা করেন জেলা পরিষদের আইএসএফ প্রার্থী জাহানারা খাতুন হেরে গিয়েছেন। সেসময় ওখানে উপস্থিত ছিলেন আরাবুল ইসলাম। তাঁর অঙ্গুলিহেলনেই এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ আইএসএফ-এর। ভোট কারচুপির খবর ছড়াতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। গণনা কেন্দ্রের বাইরে প্রচুর ISF কর্মী সমর্থকেরা জড়ো হয়ে বিক্ষোভ দেখান।

Naushad Siddiqui : শাসকদলের চোখরাঙানি সত্ত্বেও ভালো ফল করেছে ISF: নওশাদ

পুলিশের অভিযোগ, আইএসএফ-এর কর্মীরা তাদের আক্রমণ করেন। এরপর গোটা এলাকায় শুরু হয়ে যায় বোমাবাজি। পালটা রবার বুলেট ছোড়ে পুলিশ। ফাটানো হয় কাঁদানে গ্যাসের সেল।

অভিযোগ এই বোমাবাজি ও গুলির লড়াইয়ে আহত হয় বহু আইএসএফ কর্মী। বুধবার সকালে মৃত্যু হয় দুজনের। নিহতেরা হলেন রেজাউল গাজি ও হাসান মোল্লা। আহত কয়েকজন পুলিশ কর্মীও। শেষ খবর পাওয়া পর্যন্ত, অ্যাডিশনাল এসপি খান সহ আহত হয়েছেন দুই পুলিশ কর্মী। অন্যদিকে অভিযোগ, মঙ্গলবার রাত থেকেই খোঁজ মিলছে না জেলা পরিষদের আইএসএফ প্রার্থী জাহানারা খাতুনের। আতঙ্কিত তাঁর পরিবার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *