Dakhin Dinajpur Panchayat Result: ‘সব স্বপ্ন ভেঙে গিয়েছে…’, দলের উপর দায় চাপিয়ে রাজনীতিকে বিদায় বালুরঘাটের কনিষ্ঠ প্রার্থীর – dakhin dinajpur panchayat election result 2023 hili specially able tmc candidate left heart broken and never wants to contest in election23


শারীরিক প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে চেয়েছিলেন প্রশাসনে যোগ দিয়ে মানুষের সেবা করতে। কিন্তু সেই আশা থেকেই পঞ্চায়েত ভোটে প্রতিদ্বন্দ্বিতা। কিন্তু মানুষ ভাবে এক হয় আরেক, এক লহমায় পালটে যায় জীবন। জয়ের আশা নিয়ে গণনা কেন্দ্রে গিয়েও হতাশ হয়ে ফিরতে হয় এবারের পঞ্চায়েত নির্বাচনে দক্ষিণ দিনাজপুর জেলার সব থেকে আলোচিত প্রার্থী চুমকি ঘোষকে। আর ৫ জন প্রার্থী থেকে অনেকটাই আলাদা চুমকি। বিশেষভাবে সক্ষম এই প্রার্থীকে নিয়ে জেলায় আগ্রহের অন্ত ছিল না। তারপরও সে মানুষের পাশে থাকতে গ্রাম পঞ্চায়েত নির্বাচনে লড়েছিলেন চুমকি। কিন্তু, ৭৬ ভোটে প্রতিদ্বন্দ্বী জ্যোৎস্না ঘোষের কাছে পরাজিত হন।

Bengal Panchayat Election Results 2023 : পরাজিত শাহরুখ খান! দাসপুরের ফলাফল নিয়ে তুঙ্গে তরজা

২৩ বছর বয়সী এই তরুণী হিলি থানার কনিষ্ঠ প্রার্থী ছিলেন। উচ্চতা প্রায় ২ ফুট। এমন একজনকে তৃণমূল প্রার্থী করে চমক দিয়েছিল। ‘দিদি’র আদর্শকে পাথেয় করে তৃণমূল কংগ্রেসের হয়ে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হয়েছিলেন হিলি গভর্নমেন্ট কলেজের শেষ বর্ষের ছাত্রী চুমকি। বাবা চঞ্চল ঘোষ। হাটের ছোট ব্যবসায়ী। মা চিত্রা ঘোষ গৃহবধূ। চুমকির এক বোন ছিল। তার বিয়ে হয়ে গেছে। পড়াশুনাতেও পারদর্শী চুমকি। হিলি ব্লকের ধলপাড়া গ্রাম পঞ্চায়েত চকমোহনের তৃণমূল প্রার্থী চুমকি ঘোষকে নিয়েই ভোটের আগে ব্যাপক আলোড়ন পড়ে। শারীরিক প্রতিবন্ধকতা জয় করেই পঠনপাঠনের পাশাপাশি ভোট প্রচার করেছিল।

Aparupa Poddar Husband: সাংসদ অপরূপা পোদ্দারের স্বামীর সাহায্যে জয়ী বিজেপি প্রার্থী, তৃণমূল নেতার খুঁজে দেওয়া ব্যালটেই ফল বদল

এবারের পঞ্চায়েত নির্বাচনে চুমকি পেয়েছিল ৩৪০ ভোট। সেখানে বিজেপি প্রার্থী জ্যোৎস্না ঘোষ ৪১৬ ভোট পেয়েছেন। ৭৬ ভোটে পরাজিত হন চুমকি। ভোটে পরাজয়ের কারণে মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন এই কনিষ্ঠ প্রার্থী। গণনা শুরুর আগে পর্যন্ত সকলে বলেছিল সে জিতবে। কিন্তু তা তো আর হয়নি।

Malda Panchayat Result : নিজের বুথেই গো-হারান হারলেন মন্ত্রী, পঞ্চায়েত দখল করে চমক কংগ্রেসের

এবিষয়ে চুমকি বলেন, ‘মানুষের পাশে থাকা ও তাদের হয়ে কাজ করার জন্য রাজনীতিতে নেমেছিলেন। ভোটে দাঁড়িয়েছিলেন। কিন্তু, জিততে পারেনি। মানুষই যদি আমাকে না চায় তাহলে রাজনীতিতে থেকে কী করব! আমার সব স্বপ্ন ভেঙে গিয়েছে। আমাকে লোক ভরসা করল না। লোক চায়নি আমি জিতি। এমনকি দলের অনেকেও শেষে চায়নি আমি জয়ী হই। কারও কাছে কিছু বলার নেই। আমি আর রাজনীতি করব না।’

Sujata Mondal News : কথা রাখেনি আরামবাগ, পুষিয়ে দিল জয়পুর! বিপুল ভোটে জয়ী সুজাতা
যদিও এবিষয়ে বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার বলেন, ‘মানুষ যাকে চেয়েছে সেই জয়ী হয়েছে। তবে ওর প্রতি আমাদের সকলের সহানুভূতি আছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *