Jhargram Panchayat Result : পদ্মকে সাফ করে জঙ্গলমহল ঢাকল ঘাসফুলে – jhargram panchayat election result 2023 latest update


অরূপকুমার পাল
জঙ্গলমহলে ২০১৮-র পঞ্চায়েত ভোটে ও ২০১৯-এর লোকসভা ভোটে বিজেপির কাছে হারানো জমির অনেকটা ২০২১-এর বিধানসভা ভোটে পুনরুদ্ধার করেছিল তৃণমূল। আর এ বারের পঞ্চায়েত ভোটে পদ্মফুলএক রকম সাফ হয়ে গেল রাঢ়বঙ্গের ওই অঞ্চল থেকে । জঙ্গলমহল এ বার ঢাকল ঘাসফুলে। শুধু বিজেপি নয়, বাম-কংগ্রেস জোটও উড়ে গেল সবুজ ঝড়ে। বিজেপির হারানো জমিতে নিজেদের প্রাধান্য প্রতিষ্ঠা করা এবং স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে দুর্নীতি-সহ বিভিন্ন কারণে আমজনতার একাংশের ক্ষোভকে কাজে লাগিয়ে ফের এগোতে চেয়েছিল সিপিএম তথা বামফ্রন্ট এবং তাদের সহযোগী কংগ্রেস। কিন্তু কাজের কাজ কিছুই হলো না।

Mamata Banerjee : বিরোধীরা জিতে গেলেও আসবে তৃণমূলে: মমতা
ঝাড়গ্রাম জেলার লালগড় গ্রাম পঞ্চায়েতে, ৮৪ নম্বর আসনে সিপিএম প্রার্থী ছিলেন শাশ্বতী বন্দ্যোপাধ্যায়। তৃণমূল প্রার্থী শকুন্তলা চালকের কাছে শাশ্বতী হেরেছেন ১৯৪ ভোটে। অথচ শাশ্বতীর শ্বশুর, লালগড়ের ডাকাবুকো সিপিএম কর্মী বলে পরিচিত তরুণ বন্দ্যোপাধ্যায় নিশ্চিত ছিলেন নিজের বৌমার জয় সম্পর্কে। গত শনিবার, ৮ জুলাই ভোটের দিনও লালগড় সিপিএমের তরফে জানানো হয়, ভোট পুরোপুরি শান্তিপূর্ণ, কোনও অভিযোগ নেই। লালগড় গ্রাম পঞ্চায়েত অনায়াসে জিতে নিয়েছে তৃণমূল? তা হলে? ভোটটাই বা তৃণমূলের কারা করালেন?

Mamata Banerjee : ভাণ্ডার ভরে আস্থা জানাল গ্রামবাংলা
এ দিন ওই সিপিএম কর্মী তরুণ বন্দ্যোপাধ্যায় বলছেন, ‘তৃণমূলের হয়ে ভোট করিয়েছেন এক জনই। মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সরকারের লক্ষ্মীর ভাণ্ডার, বিনা পয়সার চাল-ই তৃণমূলের জয় নিশ্চিত করেছে।’ তরুণের ব্যাখ্যা, ‘হাতির ভয়ে বেশ কিছু কাল যাবৎ এখন জঙ্গলে ঢোকা যাচ্ছে না। জঙ্গল থেকে রোজগার বন্ধ। আবার নদীর পাড় থেকে বালি তোলা-সহ বিভিন্ন রোজগারও বন্ধ। ভরসা বাড়ির মহিলাদের লক্ষ্মীর ভাতা আর বিনা পয়সার চাল। তৃণমূল টানা প্রচার করেছিল যে, ওরা হারলে এ সব বন্ধ হয়ে যাবে।’

Bengal Panchayat Election Results 2023 : বাড়ল সিট, তবু ধস ভোটব্যাঙ্কে, তাই কি মুখে সন্ত্রাস
ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর-সহ জঙ্গলমহলকে হাতের তেলোর মতো চেনা সিপিএমের প্রবীণ নেতা ডহরেশ্বর সেন বলছেন, ‘লক্ষ্মীর ভাণ্ডার বিরাট ফ্যাক্টর এই ভোটে। তৃণমূল সুকৌশলে ঘরে ঘরে প্রচার করেছে যে, তারা হারলে এই সরকারি প্রকল্প বন্ধ হয়ে যাবে।’ তবে সেই সঙ্গে সিপিএমের ওই বর্ষীয়ান নেতার বক্তব্য, ‘কুড়মি সমাজের প্রার্থী বহু জায়গায় দাঁড়িয়ে পড়ায় আমাদের যে ভোট পাওয়ার কথা ছিল, তা ভাগাভাগি হয়েছে। যার ফয়দা তুলেছে তৃণমূল। কুড়মি নেতৃত্বের একাংশ এক সময়ে মাওবাদী বা মাওবাদীদের সহযোগী ছিলেন। তাঁরা কেবলই সিপিএমের বিরোধিতা করেছেন।’

West Bengal Panchayat Election 2023 : পালানো ছেড়ে প্রতিরোধ, নয়া ট্রেন্ড বিরোধীর
এ বার জঙ্গলমহলের জেলাগুলিতে তৃণমূলের মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে যাঁরা উঠে এলেন, তাঁরা ‘সংগঠিত নির্দল’। সোজা কথায়, কুড়মি সমাজ। এই প্রথম ভোটের লড়াইয়ে নেমে যাঁরা ঝাড়গ্রাম থেকে পুরুলিয়া, সর্বত্রই পঞ্চায়েতে খাতা খুললেন।

WB Panchayat Vote 2023 : ভোররাতেও গ্রামবাংলার বুথে ভোটার, দশ বছর পর ফের ৮০% ভোট
তৃণমূলের ঝাড়গ্রাম জেলার সভাপতি দুলাল মুর্মু বলেন, ‘কুড়মিরা সামাজিক লড়াই লড়ছেন। তবে বেশিদিন থাকবে না।’ বিজেপির ঝাড়গ্রাম জেলার সহ-সভাপতি দেবাশিস কুণ্ডুর দাবি, ‘এই রায় চুরির রায়, ছাপ্পার রায়। জনগণের রায় নয়।’ কুড়মিদের তরফে অশোক মাহাতো বলেন, ‘বুঝিয়ে দিতে পেরেছি যে, আমরা জবাব দিতে পারি।’ বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরেও সবুজ ঝড়ের কোনও ব্যতিক্রম হয়নি। মাওবাদী আন্দোলনের ঘাঁটি ছিল যে সব জায়গা, সেগুলোর প্রায় সব ক’টা ২০১৮-র তৃণমূল হারালেও এ বার প্রায় সবগুলোয় জোড়াফুলের ঝড়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *