keshiary Panchayat Result : ৫ বছরের ‘বঞ্চনা’! এবার পঞ্চায়েত সমিতি গঠন হবে কেশিয়াড়িতে? – keshiary paschim medinipur panchayat election result 2023 will panchayat samiti will build up this time


২০১৮ সালের পর আরও একটা পঞ্চায়েত নির্বাচন পেরোল। ফলাফলও প্রকাশিত। এবার পঞ্চায়েত সমিতি গঠন হবে তো? প্রশ্ন কেশিয়াড়ির মানুষজনের। বুঝলেন না তো? তাহলে বিষয়টা একটু খোলসা করেই বলা যাক। ২০১৮ সালের মে মাসে হয়েছিল গত পঞ্চায়েত নির্বাচন। ২৫ টি আসনের মধ্যে সেবার বিজেপি জেতে ১৩ টি আসনে। ১১ টি আসন পেয়েছিল তৃণমূল। আর একটি আসন গিয়েছিল নির্দলের ঝুলিতে। স্বাভাবিকভাবেই পঞ্চায়েত সমিতির দখল নেওয়ার কথা ছিল বিজেপির। তবে সমিতি গঠনের ঠিক আগের দিনই এলাকায় আইন-শৃঙ্খলার অবনতির দোহাই দিয়ে বন্ধ করে দেওয়া হয় বোর্ড গঠন প্রক্রিয়া। এরপর জল গড়ায় অনেকদূর। হাইকোর্ট বোর্ড গঠনের নির্দেশ দিলেও বাস্তবে তা গঠন করা সম্ভব হয়নি।

অবশেষে পাঁচ বছর পর আবার হল পঞ্চায়েত নির্বাচন। গতবার যে পঞ্চায়েত সমিতিতে সংখ্যাগরিষ্ঠ ছিল বিজেপি, এবার সেই পঞ্চায়েত সমিতি গিয়েছে তৃণমূলের দখলে। আসন পুনর্বিন্যাসের ফলে এবার কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতিতে আসন সংখ্যা ছিল ২৭। মঙ্গলবার নির্বাচনের ফল ঘোষণার পরই দেখা যায় ২৩টি আসনে গিয়েছে তৃণমূলের ঝুলিতে। চারটি আসন নিজেদের দখলে ধরে রাখতে পেরেছে বিজেপি। স্বাভাবিকভাবেই, একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতি গঠনে কোনও বাধা থাকছে না শাসক দল তৃণমূলের কাছে।

Paschim Bardhaman Panchayat Result : শিল্পাঞ্চলেও মমতা ম্যাজিক, পশ্চিম বর্ধমানে গ্রাম পঞ্চায়েতে বিজেপিকে টপকে এগল সিপিএম
কী বলছে তৃণমূল?
এই বিষয়ে জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরার দাবি, একদিকে সাংগঠনিক দুর্বলতা ও অন্যদিকে বিজেপির জয়ী প্রার্থীরা কাজ না করার জন্য পাঁচ বছরে পিছিয়ে পড়েছে কেশিয়াড়ি। বোর্ড গঠনের পর থেকেই কী ভাবে কেশিয়াড়িকে উন্নয়নের চূড়ান্ত শিখরে নিয়ে যাওয়া যায় তা নিয়ে ভাবনাচিন্তা শুরু হয়েছে।

Nadia Panchayat Result : নদিয়ায় প্রাথমিক ট্রেন্ডে অনেকটাই এগিয়ে তৃণমূল, তেহট্টে চাপে শাসকদল
যা বলছে বিজেপি…
অন্যদিকে বিজেপির দাবি, কেশিয়াড়িতে যেখানে গতবার তারা জিতেছিল, এবার সেখানে জোর করে হারানো হয়েছ। এই বিষয়ে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের অভিযোগ, গণনা পর্বে ভোট লুট করা হয়েছে।

Birbhum Panchayat Result : শক্তি বাড়াল BJP! অনুব্রতহীন বীরভূমে চমকে দেওয়ার মতো ফল গেরুয়া শিবিরের
তবে রাজনৈতিক তরজা যাই থাকুক না কেন, গত পাঁচ বছর পঞ্চায়েত সমিতি গঠন না হওয়ার কারণে সেখানকার মানুষই সবচেয়ে বেশি বঞ্চিত হলেন বলেই দাবি স্থানীয় বাসিন্দাদের অনেকের। এবার ফের একবার নতুন বোর্ড গঠন হওয়ার কথা। সেক্ষেত্রে দেখার নতুন বোর্ড আগামী ৫ বছরে বিগত দিনগুলির ঘাটতি পূরণ করতে পারে কি না। আপাতত সেই আশাতেই বুক বাঁধছেন কেশিয়াড়িবাসী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *