Kolkata East West Metro : ইস্ট-ওয়েস্ট মেট্রোর এসপ্ল্যানেড স্টেশনের কাজ প্রায় শেষ, কবে চালু? – kolkata metro east west metro esplanade station may be opened by the end of this year


শহর কলকাতায় যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম মেট্রো। শুধু কলকাতা নয়, দিনভর পার্শ্ববর্তী জেলাগুলিরও বহু মানুষ যাতায়াত করেন এই পরিবহণ মাধ্যমেই। এই মুহূর্তে মোট ৩টি করিডরে চলছে মেট্রো। উত্তর-দক্ষিণ, অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে কবিসুভাষ। ইস্ট-ওটেস্ট, যা এখন সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত চালু রয়েছে। আর জোকা-এসপ্ল্যানেড করিডর, যেটি বর্তমানে জোকা থেকে তারাতলার পর্যন্ত চালু। এরমধ্যে সবচেয়ে বেশি মানুষ যাতায়াত করেন উত্তর-দক্ষিণ লাইনে। আর সেই লাইনের গুরুত্বপূর্ণ স্টেশন এসপ্ল্যানেড।

আর শধু তাই নয়, আগামীদিনে ইস্ট-ওয়েস্ট মেট্রে লাইনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ স্টেশেন হয়ে উঠতে চলেছে এসপ্ল্যানেড। ইতিমধ্যেই ইস্ট-ওয়েস্ট মেট্রোর জন্য আলাদ করে এই স্টেশন গড়ে তোলা হচ্ছে। এই প্রসঙ্গে কলকাতা মেট্রোর তরফে এক বিবৃতিতে জানান হয়েছে, ইস্ট-ওয়েস্ট মেট্রোর এসপ্ল্যানেড স্টেশনের নির্মাণ কাজ প্রায় শেষের দিকে। যেটুকু যা বাকি আছে, তা দ্রুত শেষ করার জন্য সর্বক্ষণ কাজ চলছে। চলতি বছরের শেষের দিকে স্টেশনটি চালু করা হতে পারে বলে আশা করছে মেট্রো কর্তৃপক্ষ। ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, একবার চালু হয়ে গেলে এই স্টেশনটি হয়ে উঠবে উত্তর-দক্ষিণ এবং পূর্ব-পশ্চিম মেট্রো করিডোরের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। সম্প্রতি স্টেশনটি পরিদর্শন করেছেন রেলমন্ত্রী অশ্বিণী বৈষ্ণবও।

Kolkata East West Metro : ঘুম বড় বালাই! বউবাজারে প্রতি রাতে ৪ ঘণ্টা বন্ধ থাকবে মেট্রোর খোঁড়াখুঁড়ি, ঠিক কোন সময়?
মেট্রোর সময়সীমা রাতে বৃদ্ধির দাবি
এদিকে এরই মাঝে আবার রাতে মেট্রোর সময়সীমা বাড়ানোর দাবিও উঠছে যাত্রীদের একাংশের থেকে। ইতিমধ্যেই এই মর্মে পিটিশনও আপলোড হয়েছে অনলাইনে। সেই পিটিশনে সাক্ষর করেছেন দেড় হাজারেরও বেশি মানুষ। চেঞ্জ ডট অর্গ-এ আপলোড হওয়া ওই পিটিশনে আবেদন জানান হয়েছে, রাতে মেট্রোর সময়সীমা ১ ঘণ্টা বাড়িয়ে দিলে নাগরিকদের আরও অনেকটাই সুবিধা হবে।

Kolkata Metro Time Table : রাতে আরও এক ঘণ্টা বাড়বে মেট্রোর সময়? অনলাইন পিটিশনে জবাব কর্তৃপক্ষের
অজয় মিত্তল নামে এক ব্যক্তি অনলাইনে এই পিটিশনটি করেছেন। গত মাসের ২৬ তারিখ পিটিশনটি অনলাইনে আপলোড করা হয়েছে। যদিও ঘটনার সূত্রপাত তারও ৩ সপ্তাহ আগে। একদিন দক্ষিণেশ্বর থেকে রাত ৯টা ২৮ মিনিটের শেষ মেট্রো ধরতে ব্যর্থ হন অজয়বাবু। তারপরেই করা হয় এই পিটিশন। ওই পিটিশনে আরও বলা হয়েছে, দিল্লি, চেন্নাই বা বেঙ্গালুরুতে মেট্রোর যে সময়সীমা তা কলকাতার চেয়ে বেশি।

Kolkata Metro : দিনেদুপুরে মেট্রোয় জোড়া ঝাঁপ, গুরুতর আহত অবস্থায় উদ্ধার
যদিও এই বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু জানায়নি কলকাত মেট্রো কর্তৃপক্ষ। এই প্রসঙ্গে অবশ্য মেট্রোর তরফে জানান হয়েছে, আগে সুনির্দিষ্ট প্রস্তাব আসতে হবে। তারপর বৈঠকের মাধ্যমে নেওয়া যেতে পারে সিদ্ধান্ত।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *