Kolkata Metro: চালকদের মন ভালো রাখতে বড় সিদ্ধান্ত মেট্রোর – kolkata metro done a workshop for metro workers and their families


শতাব্দীর সবথেকে বড় ট্রেন দুর্ঘটনা বাহানাগায় করমণ্ডল বিপর্যয়। সেই দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে রেলের মতো সতর্ক মেট্রো। লাইনে সিগন্যালিং ব্যবস্থা, রেকের রক্ষণাবেক্ষণ ছাড়াও ট্রেনচালকদের মানসিক স্বাস্থ্য ভালো রাখতেও উদ্যোগী হল কলকাতা মেট্রো। এই ব্যাপারে সরাসরি কর্মীদের পরিবারের দ্বারস্থ কর্তৃপক্ষ। ট্রেন চালকদের শরীর ও মন ভালো রাখার জন্য তাদের পরিবারকে ডেকে ওয়ার্কশপ করাল কলকাতা মেট্রো।

Kolkata East West Metro : ঘুম বড় বালাই! বউবাজারে প্রতি রাতে ৪ ঘণ্টা বন্ধ থাকবে মেট্রোর খোঁড়াখুঁড়ি, ঠিক কোন সময়?

কর্তৃপক্ষের দাবি, ট্রেন চালানোর জন্য চালকদের মানসিক চাপমুক্ত থাকা সবার আগে দরকার। কারণ তাদের কাজে মস্তিষ্ক স্থির, গভীর মনসংযোগ দরকার। ট্রেনের সামনের ট্র্যাক খেয়াল রাখার সঙ্গে সঙ্গে লক্ষ্য রাখতে হয় সিগন্যালও। ক্ষণিকের ভুলে হতে পারে বড় বিপদ। মেট্রো চালক বা ট্রেন চালকদের উপর সমস্ত যাত্রীদের সুরক্ষার দায়িত্ব থাকে। তাই তাদের প্রতিটা পদক্ষেপই অত্যন্ত দায়িত্বের সঙ্গে নিতে হয়। তাই সবার আগে দরকার মানসিক শান্তি। সেই শান্তির জন্য পারিবারিক জীবন ঠিক থাকা সবার আগে দরকার। বাহানাগা সহ একাধিক ট্রেন দুর্ঘটনা বিশ্লেষণ করে চালকদের ক্লান্তি, অবসাদের বিষয়টি প্রকটভাবে উঠে এসেছিল। এবিষয়ে মেট্রো চালকদের আগেই সচেতন করেছিল কর্তৃপক্ষ। এবার তাদের পরিবারকেও সচেতন করার উদ্যোগ নিল কলকাতা মেট্রো এবং পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন।

Kolkata Metro : করমণ্ডল দুর্ঘটনা থেকে শিক্ষা! কলকাতা মেট্রোতে বড় বদলের সিদ্ধান্ত রেলের

সম্প্রতি চালকদের মানসিক স্বাস্থ্য রক্ষায় দুটি ওয়ার্ক শপের আয়োজন করেছিল মেট্রো ও পূর্ব রেল কর্তৃপক্ষ। উদ্দেশ্য ছিল, চালকদের কাজটার গুরুত্ব ও হাতে কলমে তাঁর সম্যক ধারণা দিতেই ডাকা হয়েছিল পরিবারকে। কর্মীদের পরিবারকে বোঝানো হয়, যাতে বাড়ি গিয়ে শিফটের পরে তারা উপযুক্ত বিশ্রাম পান। স্বাস্থ্যকর অভ্যেসের সঙ্গে সঙ্গে স্বাস্থ্যকর খাবারও তাদের অত্যন্ত প্রয়োজন। কাজে আসার সময়ে মানসিক কোনও অশান্তি চলতে থাকলে তা কর্মীর নিজের সঙ্গে সঙ্গে আরও মানুষের যে ক্ষতি ডেকে আনতে পারে, বিষয়টি গুরুত্ব দিয়ে বলা হয় পরিবারকে।

Kolkata Metro Time Table : রাতে আরও এক ঘণ্টা বাড়বে মেট্রোর সময়? অনলাইন পিটিশনে জবাব কর্তৃপক্ষের

Dumdum Metro Station: অপেক্ষার অবসান! কলকাতা ছোটা শুরু ডালিয়ান রেকের

তবে চালকদের ক্লান্তি-অবসাদের অন্যতম কারণ লোকবল বলে দাবি করছেন কর্মীরা। কারণ- রেল হোক বা মেট্রো দুই ক্ষেত্রেই প্রয়োজনের তুলনায় চালকের সংখ্যা কম বলে দাবি কর্মীদের। প্রায়ই চালকেরা আট ঘণ্টা কাজের পরেও পর্যাপ্ত বিশ্রাম পান না বলে সংশ্লিষ্ট সূত্রে খবর। তাই কর্মী অপ্রতুলতার উপরও জোর দিতে দাবি জানিয়েছেন মেট্রো কর্মীরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *