Malda Panchayat Result : জয়ী প্রার্থীদের সার্টিফিকেট না দেওয়ার অভিযোগ, মালদায় বিক্ষোভে BJP – malda panchayat election result 2023 latest update


জয়ী প্রার্থীদের সার্টিফিকেট না দেওয়ার অভিযোগ তুলে রাজ্য সড়ক অবরোধ ও ভোট গণনা কেন্দ্রের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করলেন উত্তর মালদার সাংসদ, বিধায়ক সহ BJP কর্মীরা। ‘তৃণমূলের দালাল চোর BDO’ স্লোগান তুলে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। উত্তর মালদার BJP সাংসদ খগেন মুর্মু বলেছেন, ‘মালদা জেলা পরিষদের ৩ নং আসনের দিপালী বলা এবং ৪ নং আসনের সোনালী টুডু, ৫ নং আসনের তারাশঙ্কর রায়, এই BJP প্রার্থীদের উইনিং সার্টিফিকেট দেওয়া হয়নি’।

Bengal Panchayat Election Result Live: ৮টা থেকে শুরু গণনা, কড়া নিরাপত্তায় মোড়া গণনাকেন্দ্র
এই অভিযোগ তুলে বুধবার সকাল বেলা হবিবপুর ব্লকের মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন BJP কর্মীরা। পরে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী আসে এবং পথ অবরোধ উঠিয়ে দেয়। পরে বুলবুলচন্ডী GSV হাই স্কুল ভোট গণনা কেন্দ্রের সামনে অবস্থান বিক্ষোভ করেন BJP কর্মীরা।

Panchayat Election 2023 Result : জয়ী প্রার্থীদের জোর করে হারানোর অভিযোগ! স্ট্র্যাটেজি ফাঁস করে বিস্ফোরক BJP
এরপরে মালদা জেলা পরিষদের ৩ নং আসনের দিপালী বলা এবং ৫ নং আসনের তারাশঙ্কর রায় কে উইনিং সার্টিফিকেট হাতে তুলে দেওয়া হয়। যদিও মালদা ৪ নং আসনের সোনালী টুডুকে উইনিং সার্টিফিকেট না দেওয়ার জন্য দীর্ঘক্ষণ ধরে চলে অবস্থান বিক্ষোভ।

Howrah Panchayat Result : বিরোধী এজেন্টদের ঢুকতে বাধা! পথ অবরোধের জেরে হাওড়ায় তুলকালাম, আটকাল দিলীপ ঘোষের গাড়ি
BJP-র দাবি, হবিবপুর ব্লকে জেলা পরিষদের ৪ নম্বর আসনে ১২০০ ভোটে জয়ী হন তাদের প্রার্থী সোনালি টুডু। অভিযোগ, ব্লক প্রশাসন অন্যায়ভাবে তৃণমূল প্রার্থী রেজিনা মুর্মুকে জয়ী ঘোষণা করে। এর প্রতিবাদেই সকাল ৮টা থেকে হবিবপুরে গণনা কেন্দ্রের সামনে নেতা, কর্মীদের নিয়ে ধরনায় বসেন মালদা উত্তরের BJP সাংসদ খগেন মুর্মু।

West Bengal Panchayat Election 2023 : ভোটের নামে প্রহসন! সন্ত্রাসের অভিযোগে জেলা জুড়ে বিক্ষোভ বিরোধীদের
এর আগে মিনিট দশেক মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে BJP। খগেন মুর্মু বলেন, ‘চূড়ান্ত দলবাজি চলছে। জয়ী না হয়েও তৃণমূল প্রার্থীকে জয়ী ঘোষণা করা হচ্ছে। এভাবেই গোটা জেলা তথা রাজ্যে আসন বাড়াচ্ছে তৃণমূল। কিন্তু আমরা তা হতে দেব না।

West Bengal Panchayat Election 2023 : ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত কর্মীরা! রাজ্য জুড়ে প্রতিবাদ BJP-র
যতক্ষণ না আমাদের সব জয়ী প্রার্থী শংসাপত্র পাচ্ছেন, আমাদের আন্দোলন জারি থাকবে’। উল্লেখ্য, শনিবার ভোটের দিনেও ধরনায় বসেন তিনি। স্ট্রংরুমে হিসেব মিলছে না একটি ব্যালট বক্সের, এরই প্রতিবাদে গাজোলের স্ট্রংরুমের সামনে ধরনায় বসেন BJP সাংসদ খগেন মুর্মু।

পঞ্চায়েত ভোটের কারচুপি করার অভিযোগ করতে গিয়ে ওখানেই থেমে থাকেননি খগেন মুর্মু। চাঁছাছোলা ভাষায় আক্রমণ করেন তৃণমূলকে। আর এই কারচুপির অভিযোগ তিনি দলের কেন্দ্রীয় নেতৃত্বকেও জানান।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *