Mamata Banerjee: ভোট সন্ত্রাসে হতদের পরিবারের একজনকে চাকরি ও আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর – mamata banerjee announces compensation and job for election violence victim family election23


পঞ্চায়েতে দারুণ ফলের পরও কুৎসা সমালোচনার নিশানায় তৃণমূল কংগ্রেস। সেই নিয়ে এদিন নবান্নের সভাঘর থেকে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ‘আমি কী দোষ করেছি। আমার অপরাধটা কোথায়?’

হতাশা-ক্ষোভ উগরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি দোষ করলে, অপরাধ করলে শাস্তি দিন, কিন্তু এত কুৎসা! এত মিথ্যে! দোষ করলে মা-মাটি মানুষকে শাস্তি দিন মেনে নেব। কিন্তু মিথ্যে সহ্য করব না। যখন বিরোধী ছিলাম, তখন মেরে মেরে শেষ করে দেওয়ার চেষ্টা করেছে। এখন ক্ষমতায় এখন অ্যাটাক, সেই অপমান। আমার উপর এত কিসের রাগ আপনার। আমি গরিব পরিবারের মেয়ে বলে! আমি সমাজের নীচু তলার জন্য লড়াই করি বলি? আমি সবসময় শান্তি-সংস্কৃতির জন্য কলম ধরেছি। তাহলে এত রাগ কীসের। আমার কুৎসা করছেন করুন। আমাকে থাপ্পড় মারতে হয় মারুন। আমার পরিবারকে আক্রমণ করতে হয় করুন, কিন্তু আমার মাটিকে অপমান করবেন না, বাংলাকে অপমান করবেন না। ‘

Mamata Banerjee : ‘বাংলার মানুষের হৃদয়ে তৃণমূলই…’, পঞ্চায়েত ভোটের ফল নিয়ে মুখ খুললেন মমতা

বিজেপিকে আক্রমণ

এবিষয়ে বিজেপিকে দায়ী করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘যবে থেকে ক্ষমতায় বিজেপির বিদ্বেষ মূলক আচরণ। কথায় কথায় আক্রমণ। ভায়োলেন্স ভায়োলেন্স করে গোটা দেশে আমাদের বদনাম করলেন। বাংলার বদনাম করলেন। আবার ফ্যাক্ট ফাইন্ডিং টিম আনা হয়েছে। কথায় কথায় এজেন্সি। এভাবে দেশ চলে না। তবে তবুও বলব আপনাদের কুৎসা আমাদের আরও শক্তিশালী করেছে। শুধু কয়েকটা প্রাণ চলে গেল সেটাই দুঃখ। ‘ এখানেই শেষ নয়, অসম, মণিপুর ও উত্তরপ্রদেশের ঘটনায় কোথায় ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি প্রশ্ন তুললেন মমতা। একইসঙ্গে সংবাদমাধ্যমের উদ্দেশেও উগরে দেন ক্ষোভ। অভিযোগ করেন, তারা বিজেপির অঙ্গুলি হেলনে চলছে।

Adhir Ranjan Chowdhury Panchayat Election: ‘এত মৃত্যু! ২-১টা সিট কম পেলে আপনার পদ চলে যেত না…’, মমতাকে আক্রমণ অধীরের

পঞ্চায়েতে হিংসার শিকার পরিবারের জন্য বড় ঘোষণা

পঞ্চায়েতে মৃতদের জন্য দুঃখপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে তিনি ঘোষণা করেন, পঞ্চায়েতের নোটিফিকেশ পর থেকে রাজ্যে সন্ত্রাসে মৃত মানুষদের পরিবারের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। নিহতদের পরিবারের একজনকে হোমগার্ডের চাকরি ও ২ লাখ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে কোনও দলের রঙ দেখে নয়, পঞ্চায়েতে হিংসার কারণে মৃতদের সবাইকেই সাহায্য করা হবে বলে জানান তিনি। একইসঙ্গে তাঁর দাবি, পঞ্চায়েতে হিংসায় মৃতদের মধ্যে অধিকাংশই তৃণমূল কর্মী।

Mamata Banerjee : ভাণ্ডার ভরে আস্থা জানাল গ্রামবাংলা

২১ জুলাই এবছর শ্রদ্ধা দিবস

এবছর একুশে জুলাইকে একটু অন্যভাবে পালনের ইচ্ছা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তিনি বলেন, ‘এবছর বিজেপির হাতে, সিপিএম-এর আমলে যাদের মৃত্যু হয়েছে, তাদের আমরা স্মরণ করব। একুশে জুলাই, ভোটের হিংসায় বিজেপি আমাদের অনেক কর্মীকে মেরেছেন। তাদের আমরা শ্রদ্ধা জ্ঞাপন করব ওইদিন। বেলা ১২ টায় ওই দিন জমায়েত ডাকা হয়েছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *