Raiganj Panchayat Result : মেয়ে নির্দল প্রার্থী হওয়ায় গণনা কেন্দ্রে ঢোকার চেষ্টা! চোপড়ার বিধায়কের উপর পুলিশের লাঠিচার্জ – raiganj panchayat election result 2023 latest update


চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমান সহ তাঁর অনুগামীদের ওপরে পুলিশি লাঠিচার্জের প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল তৃণমূল। অভিযুক্ত পুলিশ কর্মীদের উপযুক্ত শাস্তির দাবিতে উত্তর দিনাজপুর জেলার চোপড়ার ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে চোপড়ার তৃণমূল নেতৃত্ব। উল্লেখ্য, মঙ্গলবার গভীর রাতে ইসলামপুর ব্লকের গণনাকেন্দ্র ইসলামপুর হাই স্কুল প্রাঙ্গণে চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমান ও অনুগামীদের ওপরে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় বিধায়ক সহ বেশ কিছু অনুগামী আহত হন।

Uttar Dinajpur Panchayat Election Result 2023 : ভোট গণনার মধ্যেই চলল গুলি! ফলপ্রকাশ হতেই প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব
তাঁদের ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। এবং বিধায়ক সহ তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের শিলিগুড়িতে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। তারই প্রতিবাদে বুধবার ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে চোপড়ার তৃণমূল নেতৃত্ব।

Panchayat Election 2023 : টিকিট না পেয়ে ক্ষোভ! নির্দল প্রার্থীদের বেধড়ক মারের মুখে তৃণমূল কর্মীরা, উত্তেজনা
তাঁদের দাবি, বিনা প্ররোচনায় অকারণে বিধায়কসহ তাঁর অনুগামীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। অভিযুক্ত পুলিশ অফিসারদের অবিলম্বে শাস্তির দাবি তুলেছে বিক্ষোভকারীরা। এই বিষয়ে চোপড়ার তৃণমূল ব্লক সভাপতি প্রীতি রঞ্জন ঘোষ বলেন, ‘উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বিধায়কের উপর এই হামলা চালানো হয়েছে।

West Bengal Election 2023 : নির্দল সমর্থককে পিটিয়ে খুন! ভোট শুরুর আগেই কদম্বগাছিতে মৃত্যু নিয়ে ধোঁয়াশা
তিনি ওখানে রাতে গণনা কেন্দ্র দখল করতে যাননি। গণনা কেন্দ্রে থাকা ভোটকর্মী থেকে শুরু করে তাঁর অনুগামীদের কোনও অসুবিধে হচ্ছে কিনা সেসবের খোঁজ নিতে গিয়েছিলেন। আর সেই সময়েই তাঁকে ও বেশ কিছু লোককে মারধর করা হয়। আজ তাঁরা ওই কারণে হাসপাতালে ভর্তি। দোষী পুলিশদের কড়া শাস্তি চাই আমরা’।

West Bengal Panchayat Election 2023 : ভোটের নামে প্রহসন! সন্ত্রাসের অভিযোগে জেলা জুড়ে বিক্ষোভ বিরোধীদের
দীর্ঘক্ষণ জাতীয় সড়ক অবরোধের ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চোপড়া থানার পুলিশ। পুলিশি আশ্বাসে প্রায় দুই ঘণ্টা পরে অবরোধ তুলে নেয় স্থানীয় তৃণমূল নেতৃত্ব। জানা গিয়েছে, উত্তর দিনাজপুর জেলা পরিষদের ৪ নম্বর আসন থেকে নির্দল প্রার্থী হয়েছেন হামিদুলের মেয়ে আরজুনা বেগম।

Panchayat Election 2023 : তৃণমূল-নির্দলের সংঘর্ষে তুলকালাম, কোলের শিশু সহ বের করে পুলিশি ধরপাকড়
ভোটগণনার সময় ফল দেখার জন্য অনুগামীদের নিয়ে গণনাকেন্দ্রে ঢোকার চেষ্টা করেন চোপড়ার তৃণমূল বিধায়ক । সেইসময় তাঁকে বাধা দেওয়া অভিযোগ ওঠে তৃণমূলেরই কয়েকজনের বিরুদ্ধে । বচসা, মারধর শুরু হয় । এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ । তাতেই বিধায়ক আহত হন বলে জানা গিয়েছে।

উত্তর দিনাজপুরে হামিদুলের অনুগামীদের ওপর তৃণমূলের ব্লক সভাপতি জাকির হোসেনের সমর্থকরা হামলা চালান বলেও অভিযোগ উঠেছে। ঘটনায় হামিদুল রহমানের সমর্থক হিসেবে পরিচিত এক ব্যক্তি গুলিবিদ্ধ হন বলে অভিযোগ। সব মিলিয়ে দলের মধ্যেই বেশ চাপের মুখে রয়েছেন চোপড়ার বিধায়ক।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *