দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন?
বুধবারও বৃষ্টি নিয়ে কোনও খুশির খবর শোনাতে পারেনি আবহাওয়া দফতর। আলিপুরের হাওয়া অফিস জানিয়েছে, বুধবার দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলারই ঝেঁপে বৃষ্টি থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমান, নদিয়া ও মুর্শিদাবাদে এদিনও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া খুঁটিনাটি
বৃষ্টিবিমুখ উত্তরবঙ্গও। পঞ্চায়েত নির্বাচনের দিনও বৃষ্টি থেকে বঞ্চিত ছিল উত্তরবঙ্গের বিভিন্ন জেলা। বুধবারও সেই পরিস্থিতি বদলের সম্ভাবনা কম। আবহাওয়া দফতরের তরফে পাওয়া আপডেট থেকে জানা গিয়েছে, উত্তরবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দার্জিলিং, কালিম্পঙ, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা ও দুই দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার বদলে কোথাও কোথাও বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
কলকাতার আবহাওয়া কী বলছে?
আবহাওয়া দফতেরর পাওয়া তথ্য মন খারাপ করতে পারে কলকাতাবাসী। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার সাধারণভাবে কলকাতার বেশিরভাগ অংশে মেঘলা আকাশ থাকবে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৫ শতাংশ। আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকার সম্ভাবনা রয়েছে। কলকাতা কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে হাওয়া অফিস।
রাসবিহারী মোড়ে বাসের জন্য অপেক্ষারত কলেজ পড়ুয়া অনির্বাণ দাস বলেন, ‘এই গরমে বাসে করে যাতায়াত করা ঝক্কির। কবে থেকে আমরা বৃষ্টির জন্য অপেক্ষা করে বসে রয়েছি। কিন্তু বৃষ্টির দেখা নেই। কবে যে এই গরম দূরে সরিয়ে কলকাতায় বৃষ্টি নামবে জানি না। আর পেরে ওঠা যাচ্ছে না।’