বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন? রায়দিঘিতে পুকুর থেকে উদ্ধার TMC কর্মীর দেহ


South 24 Parganas Panchayat Result : পঞ্চায়েত নির্বাচনের ফলাফল প্রকাশের পরেও অশান্তি অব্যাহত বাংলায়। দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি অঞ্চলে পুকুর থেকে উদ্ধার এক তৃণমূল কর্মীর দেহ। মৃত তৃণমূল কর্মীর নাম বিপ্লব হালদার(৪০)। অভিযোগের তির স্থানীয় বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে। তবে অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে স্থানীয় BJP নেতৃত্ব।

Panchayat Election 2023 Result : তৃণমূলের জয়জয়কার, বিরোধীশূন্য নিউটাউন
তৃণমূল কর্মীর মৄত্যুকে ঘিরে উত্তেজনা রায়দিঘীর কাশীনগরে৷ পুকুর থেকে উদ্ধার এলাকার সক্রিয় তৃণমূল কর্মী বিপ্লব হালদার(৪০)-এর দেহ ৷ এই এলাকায় দলের সংগঠন তৈরিতে তাঁর গুরুত্বপুর্ণ ভূমিকা ছিল বলে দলের তরফে জানানো হয়েছে। তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ পরিবারের৷ তাঁর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে ৷

TMC West Bengal : &amp#39;উচ্ছ্বাস যেন কারও নিরানন্দের কারণ না হয়…&amp#39;, কর্মীদের সতর্ক করলেন শোভনদেব
ঘটনায় অভিযোগের তির বিজেপির দিকে ৷ এইবারের পঞ্চায়েত নির্বাচনে কাশীপুর পঞ্চায়েত দখল করেছে বিজেপি৷ পঞ্চায়েতের ১২টি আসনের মধ্যে তারা ৭টিতেই জয়লাভ করেছে৷ বিপ্লবের বুথেও জিতেছে বিজেপি৷ এক বিজেপি কর্মী বাপ্পা তাঁকে ফোন করে ডেকে নিয়ে যায় বলে দাবী পরিবারের৷

Bhangar Panchayat Violence: মায়ের সঙ্গে রাগ করে বাড়ি ছেড়ে বেরনোই হল কাল! ভাঙড়ে ভোট সন্ত্রাসে বলি আরও ১
ঘটনায় পরিবারের পক্ষ থেকে রায়দিঘি থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ দেহ আজই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রায়দিঘীর বিধায়ক অলোক জলদাতা জানান, পরিকল্পনা করে খুন করা হয়েছে বিপ্লবকে৷ তারা এই ঘটনার সঠিক তদন্ত চান ৷ যারা দোষী তাদের শাস্তির দাবী জানিয়েছেন তিনি ৷

West Bengal Panchayat Nirbachan:‘রক্তের খেলা বন্ধ করুন’! ‘ আক্রান্ত পুলিশ ’বিস্ফোরক ভিডিয়ো!

অন্যদিকে, অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। বিজেপি নেতা পলাশ রানা জানান, এর সঙ্গে বিজেপির কোনও যোগ নেই৷ আমরা প্রয়োজনে এই ঘটনার সিবিআই তদন্তের দাবী জানাচ্ছি। তবে গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। নির্বাচন পরবর্তী হিংসায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারাও।
প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্বের শুরু থেকেই দক্ষিণ ২৪ পরগনা জেলায় একাধিক অশান্তি, সন্ত্রাসের ঘটনা ঘটে চলেছে। মঙ্গলবার রাতে ভাঙড় বিধানসভা অঞ্চলেও স্থানীয় ISF কর্মীদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ লাগে। এক পুলিশ আধিকারিক সহ দুই পুলিশ কর্মী আহত হয়েছে বলে জানা যায়। অন্যদিকে, দুইজন ISF কর্মীর মৃত্যু হয়েছে বলে খবর। যদিও ফলাফলের দিক থেকে এই জেলায় নিরঙ্কুশ জয় পাচ্ছে তৃণমূল কংগ্রেস। জেলার প্রায় অধিকাংশ পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত দখলের পথে শাসক দল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *