ফের শিবির বদল! ভোটে জিতেই ঘাসফুলে নাম লেখালেন কংগ্রেস প্রার্থী


পঞ্চায়েত নির্বাচনের পরেই ফের দলবদল। এবার জেলা হাওড়া। কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান। ভোটে জিতেই ঘাসফুল শিবিরে নাম লেখালেন জয়ী কংগ্রেস প্রার্থী। বাগনানের জয়ী প্রার্থী হাসিনা বিবি তৃণমূলের যোগ দিলেন। পঞ্চায়েত নির্বাচনে বাগনান ১ নং ব্লকের হাটুরিয়া ১ নং গ্রাম পঞ্চায়েতের ১৪ টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছে ১০ টি আসন। কংগ্রেস ৩ টি এবং সিপিএম ১ টি আসন পেয়েছে। আর পঞ্চায়েতের বোর্ড গঠনের আগে কংগ্রেসের জয়ী প্রার্থী হাসিনা বিবি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন।

West Bengal Panchayat Election Result : পেটে ব্যালট! হাবড়ার সেই বুথ সহ ২০ জায়গায় পুনর্নির্বাচন
বৃহস্পতিবার বাগনানে এক অনুষ্ঠানে হাসিনা বিবির হাতে দলীয় পতাকা তুলে দেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধায়ক অরুনাভ সেন। এদিন বিধায়ক বলেন নির্বাচনের ফল ঘোষণার দিন কংগ্রেসের জয়ী প্রার্থী হাসিনা বিবি তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল। যদিও সেই সময় আমরা নির্বাচনের কাজে ব্যস্ত থাকায় এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারিনি।

Howrah Panchayat Result : ফল প্রকাশের পরই অশান্ত উলুবেড়িয়া, কংগ্রেস প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ
পরবর্তী সময়ে রাজ্য নেতৃত্বের সিদ্ধান্ত অনুযায়ী আজ আমরা হাসিনা বিবিকে দলে নিলাম। তবে জয়ী কোন নির্দল প্রার্থীকে দলে নেওয়া হবে না বলে স্পষ্ট করে জানিয়ে দেন বিধায়ক অরুনাভ সেন। অন্যদিকে, তৃণমূলে যোগ দেওয়া প্রসঙ্গে হাসিনা বিবি জানান আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব ভালোবাসি।

Howrah Panchayat Election Result : হাওড়ার জেলা পরিষদেও ফুল মার্কস তৃণমূলের, খাতাই খুলতে পারল না বিরোধীরা
এবার কংগ্রেসের হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। জয়লাভ করেছি। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়কে ভুলতে পারছি না। সেই কারণে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলাম। আগামী দিনে তৃণমূল কংগ্রেসের তরফে উন্নয়নের কাজ নিজের এলাকায় এগিয়ে নিয়ে যাবেন বলে জানান তিনি।

WB Panchayat Election Result : পঞ্চায়েতে জয়ী হতেই পদ্ম ছেড়ে জোড়াফুলে সলমা

অপরদিকে হাসিনা বিবি আতঙ্কে তৃণমূলে যোগ দিয়েছে বলে দাবি করেন হাওড়া জেলা কংগ্রেসের সভাপতি পলাশ ভান্ডারী। তিনি বলেন, ‘ওই অঞ্চলের কংগ্রেস নেতা অসুস্থ থাকার সুযোগে বুধবার রাতে তৃণমূল আশ্রিত দুস্কৃতীরা হাসিনা বিবির বাড়িতে চড়াও হয়ে তাকে হুমকি দেওয়ায় তিনি আতঙ্কে তৃণমূল কংগ্রেসের যোগ দিয়েছেন।’‌ তবে গোটা বিষয়টি নিয়ে রাজনৈতিক শোরগোল শুরু হয়েছে এলাকায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *