Bankura BJP Panchayat : তৃণমূলেকে কুপকাত করতে চাল! জয়ী নির্দলকে দলে নিয়ে শাসকের ঘাড়ে নিঃশ্বাস BJP-র – bankur bishnupur independent candidate joins bjp today


শক্তি ক্ষয়ের মাত্র ২৪ ঘন্টার মধ্যে এক নির্দল পঞ্চায়েত সদস্যকে নিজেদের দলে টেনে বিষ্ণুপুরের অযোধ্যা গ্রাম পঞ্চায়েতে শক্তি বৃদ্ধি করল বিজেপি। বৃহস্পতিবার দলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা দফতরে শ্যামল বন্দ্যোপাধ্যায় নামে নির্বাচিত ওই নির্দল সদস্যের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি বিল্লেশ্বর সিনহা।

১২ আসন বিশিষ্ট বিষ্ণুপুরের অযোধ্যা গ্রাম পঞ্চায়েতে এবার ৬ টি আসনে জয়লাভ করেছে তৃণমূল। বাকি পাঁচটির মধ্যে চারটিতে বিজেপি ও একটিতে ‘নির্দল’ প্রার্থী জয়লাভ করেন। এর আগে বুধবার সকালে বিজেপির প্রতীকে নির্বাচিত সলমা মুর্মু নামে এক পঞ্চায়েত সদস্যাকে নিজের দলে টেনে নেয় তৃণমূল। তবে নির্দলের বিজেপিতে যোগদানে কোনও প্রভাব পড়বে না বলেই দাবি শাসকদলের।

Bankura Panchayat Result : ফলপ্রকাশের পরই ভোলবদল! BJP ছেড়ে তৃণমূলে জয়ী পঞ্চায়েত সদস্য
এবার ‘প্রাক্তন’ তৃণমৃল কর্মী হিসেবে পরিচিত অযোধ্যা গ্রাম পঞ্চায়েতের ৪৬ নম্বর আসন থেকে জিতে আসা শ্যামলকে নিজেদের দলে টেনে শাসক দলকে ধাক্কা দেওয়ার চেষ্টা করল বিজেপি, এমনটাই মত রাজনৈতিক মহলের। যদিও এত সবের পরেই অযোধ্যা গ্রাম পঞ্চায়েতের দখল তৃণমূলের হাতেই থাকছে বলেই জানা গিয়েছে। এই নিয়ে স্থানীয় এলাকায় তুমুল চর্চা শুরু হয়েছে।

বিজেপিতে যোগ দেওয়া নির্দল প্রার্থী শ্যামল সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনমুখী প্রকল্পগুলিকে দেখে আমি মুগ্ধ। মানুষও মোদীজিতে সমর্থন করে। তৃণমূল নামের অত্যাচারী দলকে বাংলা থেকে উৎখাত করাই আমার লক্ষ্য। আমার উপরও অনেক অত্যাচার হয়েছে। বিজেপিই একমাত্র তৃণমূলকে হারাতে পারবেন। সেই কারণে আমি এই দলে যোগ দিয়েছি।’

Purba Medinipur Panchayat Results : অভিষেককে চ্যালেঞ্জ! ভোটে জিতেই মন্ত্রীর হাত ধরে ‘ঘর ওয়াপসি’ নির্দলদের
বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি বিল্লেশ্বর সিনহা বলেন, ‘অযোধ্যা গ্রাম পঞ্চায়েতে জয়ী নির্দল প্রার্থী শ্যামল বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন। ভারতীয় জনতা পার্টির পরিবারে তাঁকে আমি স্বাগত জানাই। আগামী এই জেলা সহ গোটা রাজ্যে তৃণমূলের দুর্নীতি ও স্বজনপোষণের বিরুদ্ধে আমরা লড়াই করব ও আমাদের আন্দোলন আরও জোরাল হবে। বাংলা থেকে তৃণমূলকে সরানোই আমাদের লক্ষ্য।’

WB Panchayat Result 2023 : বিক্ষিপ্ত জয়, তবে গোঁজ কাঁটা হয়ে উঠল না তৃণমূলের
তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সহ সভাপতি দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায় বলে, ‘কে কার আদর্শে অনুপ্রাণিত হবে সেটা আমাদের ভাবার বিষয় নয়’। মানুষ উন্নয়নের সঙ্গে ও আমাদের সঙ্গে রয়েছেন। বিজেপিতে ওঁর যোগদানে কোনও প্রভাব পড়বে না। আগেও মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের প্রতি আস্থা রেখেছেন। আগামী দিনেও তাঁর উপর ভর করেই আমরা নির্বাচনে লড়ব ও জিতব।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *