Purulia Panchayat Election Result 2023 : শয়ে শয়ে ব্যালট পেপার ছড়িয়ে রয়েছে রাস্তায়! শোরগোল পুরুলিয়ায় – panchayat election result 2023 hundreds of ballot papers are spread on street dustbin in purulia


WB Panchayat Election Violence : হুগলি জেলার জাঙ্গিপাড়ার পর এবার পুরুলিয়া জেলা। ফের রাস্তার পাশে ঝোপঝাড় থেকে ব্যালট পেপার উদ্ধারের অভিযোগ উঠল। বিরোধীরা এই ঘটনাকে বলছেন ব্যালট পেপার ‘কেলেঙ্কারি’। পুরুলিয়া জেলার সাতুড়ি ব্লকের মুরাডি এসআরবিপি উচ্চ বিদ্যালয়ের সামনের ঝোপঝাড় এবং ডাস্টবিন থেকে পাওয়া গিয়েছে প্রচুর ব্যালট পেপার, এমনটাই জানা গিয়েছে।

ওই এলাকার CPIM-এর ব্লক সম্পাদক রাজেশ বাউরি বলেন, ‘প্রচুর CPIM ও BJP-র ব্যালট পেপার রাস্তায় ঝোপঝাড় থেকে উদ্ধার হয়েছে। এগুলো এখন মানুষের হাতে হাতে ঘুরছে। আমরা পুনরায় নির্বাচন চাই। এই ভাবে মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করা হয়েছে।’

West Bengal Panchayat Election Result : হাওড়া-হুগলিতে একাধিক পঞ্চায়েত আসনে নতুন করে নির্বাচন, জানুন কোথায়
উল্লেখ্য, এদিন ব্যালট পেপার উদ্ধারের পর সকাল ১১ টা থেকে সাতুড়ি ব্লকের বাইরে অবস্থান কর্মসূচি নিয়েছেন CPIM, BJP ও নির্দল দলের কর্মী সমর্থকরা। তাঁদের দাবি, পুনরায় নির্বাচন চাই। মানুষের রায়কে অগ্রাহ্য করে এই নির্বাচন করা হয়েছে বলে দাবি করেছেন তাঁরা। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ওই এলাকায়।

কোনোরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয় এক BJP নেতা অবস্থান কর্মসূচি থেকে বলেন, ‘এই ঘটনা থেকেই প্রমাণ হচ্ছে যে মানুষ এবার বিরোধীদের কেই ভোট দিয়েছেন। কিন্তু এই ব্যালট পেপারগুলি থাকলে তৃণমূল হেরে যাবে, সেই ভয়ে তাঁদের কর্মী সমর্থকরা প্রশাসনের সাহায্য নিয়ে এগুলি রাস্তার ধারে ফেলে দিয়েছে। ভেবেছিল কোনোদিন পাওয়া যাবে না এগুলি। আর তাঁরা চুপিসারে ভোটে জিতে বেরিয়ে যাবে।’

Uttar 24 Parganas Panchayat Result : নির্দলের কাছে হার! ফলাফল না মেনে ব্যালট পেপার পুকুরে ফেলল তৃণমূল প্রার্থীর এজেন্ট
তিনি আরও বলেন, ‘অবিলম্বে এই ভোট বাতিল করে নতুনভাবে পর্যাপ্ত নিরাপত্তা দিয়ে ভোটগ্রহণ করতে হবে। মানুষের রায় সঠিকভাবে নিতে হবে।’ প্রসঙ্গত উল্লেখ্য, বেশ কিছু জেলায় ভোট ও গণনার দিন লুঠ হয় বহু বুথের ব্যালট পেপার।

সেই সব ব্যালট পেপারের কোনওটিতে ছাপ্পা দেওয়া, কোনওটি খালি। হুগলি জেলা CPIM-এর অভিযোগ ছিল, প্রিসাইডিং অফিসারের সই করা কয়েকশো ব্যালট পেপার রাস্তায় পাওয়া গিয়েছে। জাঙ্গিপাড়া ডিএন হাইস্কুল সংলগ্ন রাস্তার ধারে সেগুলো গড়াগড়ি খাচ্ছিল বলে দাবি করে CPIM।

West Bengal Gram Panchayat: ব্যালটের হিসাব চেয়ে না মেলায় বক্স ছুড়ে ফেলা দেওয়া হল পুকুরে, অভিযোগ বনগাঁয়
বুধবার এমনই কিছু ব্যালট পেপার পেশ করা হয় কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। তাতে আবার প্রিসাইডিং অফিসারের সই ছিল। বিচারপতি অমৃতা সিনহা বিষ্ময় প্রকাশ করেন।

বিচারপতি নির্দেশ দেন, সই করা ব্যালট পেপার কিভাবে বাইরে এল, তা নিয়ে ব্যাখ্যা দিতে হবে স্থানীয় BDO-কে। ব্যালট পেপারগুলি যে ভোট কেন্দ্রের সেখানে কারা ভোট কর্মী ছিলেন সেই তালিকাও হাইকোর্টে পেশ করতে হবে বলে জানান তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *