WB Flood Situation: প্রবল বৃষ্টিতে বানভাসি আলিপুরদুয়ারে গুড়িয়ে গেল ICDS-এর ঘর, জলে আটকে পড়া মানুষকে উদ্ধারে বায়ুসেনা – flood like situation on in alipurduar yellow alert issued as water level rised


প্রবল বৃষ্টিতে বানভাসি আলিপুরদুয়ার। বিপদসীমার উপর দিয়ে বইছে নদী। আলিপুরদুয়ার জেলার বিস্তর এলাকায় বন‍্যা পরিস্থিতি উদ্ভব হয়েছে।
ভুটান পাহাড়ে বৃষ্টি ও একইসঙ্গে গোটা আলিপুরদুয়ার এলাকায় ভারী বর্ষণের ফলে বন‍্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে জেলার বিভিন্ন এলাকায়।

রাতভর প্রবল বৃষ্টিতে বাঙরি নদীর জল বিপদ সীমার উপর দিয়ে বইছে। ফলে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট থেকে টোটোপাড়া যোগাযোগ বিচ্ছিন্ন। নদীর দুধারে আটকে রয়েছে বহু মানুষ। ইতিমধ্যে তোর্ষা নদীতে হলুদ সতর্কতা জারী করা হয়েছে। জলের তোড়ে ভেসে গেল মাদারিহাট বীরপাড়া ব্লকের হান্টা পাড়ার একটি আইসিডিএস সেন্টার। প্রবল বৃষ্টিতে গুঁড়িয়ে নদীতে ভেঙে পড়ল আইসিডিএস সেন্টারের ঘরটি।

West Bengal Weather Forecast : উত্তরবঙ্গের ৫ জেলায় আরও ২ দিন ভারী বৃষ্টি, জানুন আবহাওয়ার পূর্বাভাস

প্রবল বর্ষণে ভুটান সীমান্ত জয়ঁগা ও দলসিংপাড়া বিভিন্ন এলাকায় বন‍্যা পরিস্থিতি উদ্ভব হয়েছে। ভুটান গামী এশিয়ান হাইওয়ে দলসিংপাড়া এলাকায় প্রধান সড়কে হাটু জল বইছে। এলাকার প্রচুর ঘর জলমগ্ন। যাতায়াত বন্ধ, সমস্যায় সাধারণ মানুষ। বৃষ্টিতে জলমগ্ন রয়েছে আলিপুরদুয়ার পুরসভার বিস্তীর্ণ ওয়ার্ড এলাকা। পুরসভার ৩ ,৪ ৫ ,৭,৮,৯, ১৫, ১৮, ২০ নম্বর ওয়ার্ড জলমগ্ন। মোদীর বাঁধের ওপর শক্তিশালী বাম বসিয়ে জল নিকাশের কাজ চালাচ্ছে প্রশাসন।

Jalpaiguri Flood Alert : লাগাতার ভারী বৃষ্টিতে বানভাসী জলপাইগুড়ি, জারি রেড অ্যালার্ট

আলিপুরদুয়ার জেলায় জলমগ্ন মেচপাড়া। আটকে পড়া গ্রামবাসীদের উদ্ধার করতে উদ্ধার কাজে নামানো হয় বায়ু সেনাকে। জানা গিয়েছে, এদিন সকাল ১০ টা নাগাদ আচমকা হরপা বানে ওই গ্রামের মাঝ দিয়ে বইতে শুরু করে জল। নিমিষেই ছোট নালায় বিপুল পরিমাণ জল চলে আসায় নদীর আকার ধারণ করে। তাতে আটকে পড়েন এলাকার শতাধিক নাগরিক। এর পরেই বায়ু সেনার সাহায্য নেওয়া হয়। জানা গিয়েছে, এখনও পর্যন্ত মোট ৬৯ জনকে উদ্ধার করা হয়েছে।

Car Washed Away In Himachal Video : চোখের নিমেষে বিপাসা নদীতে তলিয়ে গেল আস্ত গাড়ি! দেখুন হিমাচলের হাড়হিম ভিডিয়ো

অন্যদিকে, রাতভর বৃষ্টিতে কালচিনি ব্লকের বিবাড়ি এলাকায় গোবরজ্যোতি নদীর জলে ভেসে গিয়েছে ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ের প্রায় পঞ্চাশ মিটার অংশ। গোবরজদি সেতুতে ওঠার মুখে রাস্তা ভেসে যাওয়ার দরুন আপাতত ভারত ও ভুটানের মধ্যে সড়ক পথে যোগাযোগ প্রায় বন্ধ হয়ে গিয়েছে। স্বাভাবিক কারনেই ওই আন্তর্জাতিক সড়ক বিচ্ছিন্ন হয়ে পড়ার দরুণ পথের দুই পাশে আটকে পড়েছে বহু যানবাহন। আটকে পড়েছেন যাত্রীরা। এছাড়াও জয়গাঁর ঝর্ণা বস্তিতে এদিন সকালে তোর্সা নদীর জলে ভেসে গিয়েছেন সহিদুল ইসলাম নামক এক ব্যক্তি।এখনও তাঁর কোনও হদিশ মেলেনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *