পঞ্চায়েত হিংসায় বলির সংখ্যা ৫০, বিষ্ণুপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু BJP প্রার্থীর


Bengal Panchayat Violence : পঞ্চায়েত নির্বাচন পর্ব মিটে যাওয়ার পরেও নির্বাচনী হিংসায় মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে প্রতি নিয়ত। শুক্রবার বিকেলে দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবার হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন মৃত্যু হল এক BJP প্রার্থীর। মৃত বিজেপি প্রার্থীর নাম ভোলানাথ মণ্ডল (৪৫)। মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে আসেন BJP নেতৃত্ব। শেষ খবর অনুযায়ী, পঞ্চায়েত নির্বাচনী পর্বে এখনও পর্যন্ত ৫০ জনের মৃত্যু হয়েছে, যদিও এই সংখ্যা মানতে নারাজ নির্বাচন কমিশন।

Panchayat Election In Bhangar : ক্লাসরুম দখল বাহিনীর, লেখাপড়া শিকেয়
ভোট হিংসায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকা অবস্থায় বিষ্ণুপুরের বিজেপি প্রার্থীর মৃত্যু। শুক্রবার ডায়মন্ড হারবার হাসপাতালে তাঁর মৃত্যু হয় বলে খবর। বিষ্ণুপুর থানার দড়িকাওয়াডাঙা গ্রাম পঞ্চায়েতের ২০৯ নং বুথের বিজেপি প্রার্থী ছিলেন তিনি। মৃত্যুর খবরে ভেঙে পড়েছে তাঁর পরিবার। মর্মাহত বিজেপি কর্মী, সমর্থকরা।

WB Panchayat Election 2023 : নির্বাচন পর্ব মিটলেও জারি হিংসা! ফের কলকাতার উপকণ্ঠে রাজারহাট থেকে ৮ টি তাজা বোমা উদ্ধার
নিহত বিজেপি প্রার্থীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়, দড়িকাওয়াডাঙ্গা গ্রামের ২০৯ নং বুথের বিজেপি প্রার্থী ছিলেন ভোলানাথ মণ্ডল। ভোট পর্ব চলাকালীন তাঁর ওপর একাধিকবার হামলা চালানো হয়। অভিযোগের তির ছিল শাসক দলের প্রতি। বেশ কিছুদিন এলাকা ছাড়াও ছিলেন তিনি বলে পরিবার জানায়।

West Bengal Panchayat Election Result : &amp#39;পেটে ব্যালট আছে কিনা আল্ট্রাসোনোগ্রাফি করা হোক…&amp#39;, খোলা চ্যালেঞ্জ মহাদেবের
শুক্রবার ভোর বেলা অসুস্থ অবস্থায় ডায়মন্ড হারবার হাসপাতালে তাঁকে ভর্তি করেন পরিবারের লোকজন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মৃত্যু হয় বিজেপি প্রার্থী ভোলানাথ মণ্ডলের। বিজেপি প্রার্থীর এই মৃত্যুর ঘটনায় শাসক দলকে দায়ী করেছে বিজেপি। অন্যদিকে, বিজেপির তোলা অভিযোগ অস্বীকার করেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

Post Poll Violence : BJP-র পোলিং এজেন্টের বাড়ি লক্ষ্য করে গুলি-বোমা, উত্তেজনা বনগাঁয়
মৃত্যুর খবর পাওয়ার পর এদিন হাসপাতালে নিহতের পরিবারের সঙ্গে দেখা করতে যান বিজেপির ডায়মন্ড হারবার বিজেপির ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সহ সভাপতি দীপক হালদার। হাসপাতালে যান বিজেপির ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সভাপতি অভিজিৎ সর্দার।
এখনও পঞ্চায়েত নির্বাচন পর্বে মৃতের সংখ্যা পঞ্চাশ ছুঁয়ে গেল। এদিন সকালে মুর্শিদাবাদের এক তৃণমূল কর্মী সইদুর রহমানের মৃত্যুর খবর পাওয়া যায়। আশঙ্কাজনক অবস্থায় শুক্রবার তাঁকে কলকাতার এনআরএসে ভর্তি করানো হয়েছিল। এদিন চিকিৎসাধীন অবস্থায় সেখানে তাঁর মৃত্যু হয়। জানা যায়, গত শনিবার চরবাজিতপুর গ্রামের বাসিন্দা তথা মইদুল শেখ এবং সইদুর ভোট দিতে যাচ্ছিলেন।

WB Panchayat Election Result : ‘ব্যালট বাক্স আর পাওয়া গেল না’

অভিযোগ, সেই সময়ে সিপিএম-কংগ্রেস এবং বিজেপির দুষ্কৃতীরা তাঁদেরকে ঘিরে ধরে হামলা চালায় বলে অভিযোগ। পুরো ঘটনাতে তৃণমূলে সাতজন কর্মী আহত হন। এখনও পর্যন্ত মোট ৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। শুধুমাত্র ভোটের দিন ২১ জনের মৃত্যু হয় বলে খবর। যদিও এই সংখ্যাটা মানতে নারাজ রাজ্য নির্বাচন কমিশন। দুদিন আগেই কমিশন জানায়, পঞ্চায়েত নির্বাচনের দিনে ১০ জনের মৃত্যু হয়। কমিশনের কাছে এই তথ্য আছে বলে জানান হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *