সোনামুখী কৃষিবিজ্ঞান কেন্দ্রের অভিনব উদ্যোগ, চাষিদের জন্য বিশেষ ব্যবস্থা বাঁকুড়ায়


বাঁকুড়ার চাষিদের (Bankura Agriculture) জন্য অভিনব উদ্যোগ। সোনামুখী কৃষিবিজ্ঞান কেন্দ্র (Sonamukhi Krishi Vigyan Kendra) ও ICR CRIJAF এর যৌথ উদ্যোগে ৩০০ জন তপশিলি জাতির চাষি ভাই-বোনদের ১৬.৬ মেট্রিক টন সংশোধিত উন্নত মানের ধান বীজ প্রদান করা হলো। কৃষকদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে সোনামুখী কৃষি বিজ্ঞান কেন্দ্র সারা বছরই বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করে থাকেন । এবার আরো এক দৃষ্টান্তমূলক পরিকল্পনা গ্রহণ করল সোনামুখী কৃষি বিজ্ঞান কেন্দ্র।

Bankura News : পাচারের আগেই বাঁকুড়ার উদ্ধার ৩ নাবালিকা, গ্রেফতার এক মহিলা
সোনামুখী কৃষি বিজ্ঞান কেন্দ্র ও ICR CRIJAF এর যৌথ উদ্যোগে ছাতনা ও জয়পুর ব্লকের অন্তর্গত ৩০০ জন তপশিলি জাতি চাষি ভাই-বোনদের সংশোধিত উন্নত মানের ধান বীজ প্রদান করা হলো । মোট ১৬.৬ মেট্রিক টন ধানবীজ প্রদান করা হয় যার বাজার মূল্য প্রায় ১০ লক্ষের বেশি। আগামী দিনে কৃষকদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে এবং জেলায় উন্নত মানের ধান তৈরি করতে কৃষিবিজ্ঞান কেন্দ্রের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

Bankura Panchayat Election Result: কে হবেন বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি? পাঁচ নারীর জোর লড়াই
এ বিষয়ে সোনামুখী কৃষিবিজ্ঞান কেন্দ্রের কার্যকরী সঞ্চালক ডঃ মৌমিতা দে গুপ্তা জানান , আমরা দেখেছি কৃষকরা সবসময় সংশোধিত উন্নত মানের বীজ বাজারে পাননা আর পেলেও সেটা খুব চড়া দাম হয় । তাই আমরা যৌথভাবে সিদ্ধান্ত নিয়ে বাঁকুড়ার ৩০০ জন তপশিলি জাতি চাষি ভাই বোনদের সংশোধিত উন্নত মানের বীজ প্রদান করব এবং সেটা সম্পূর্ণ বিনামূল্যে । যাতে চাষিদের মধ্যে মোটিভেশন তৈরি হয় যে বাঁকুড়াতেও আমরা উন্নত মানের বীজ পেতে পারি এবং তৈরি করতে পারি ।

Bankura Panchayat Vote Boycott : রাস্তা হয়নি! ভোট দেবো না! বুথে নয় মাঠে ভোটার!

সোনামুখী কৃষিবিজ্ঞান কেন্দ্র থেকে এর আগেও চাষিদের জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বাঁকুড়া জেলার সোনামুখী, পাত্রসায়ের, বড়জোড়া ব্লকে সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতিতে রাসায়নিক সার ছাড়াই কৃষিকাজের জন্য উদ্যোগ নেওয়া হয় গত জানুয়ারি মাসে। ১০ হেক্টর জমিতে এই কৃষিকাজের ব্যবস্থা করা হয়। বিভিন্ন নিত্য নৈমিত্তিক সবজির চাষের জন্য উদ্যোগ নেওয়া হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *