‘০.১% বুথে হিংসার ঘটনা ঘটেছে…’, নির্বাচনের পর মুখ খুললেন অভিষেক


West Bengal Panchayat Election Violence : পঞ্চায়েত নির্বাচনের হিংসার ঘটনা নিয়ে এবার মুখ খুললেন তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর কথায়, সারা বাংলায় সাত হাজার বুথে ভোট গ্রহণ হলেও মাত্র ৬০ – ৬২টি বুথে অশান্তি হয়েছে। সেটা গড়ে ১ শতাংশ নয়। এমনকি, বেশিরভাগ জায়গায় বিরোধীরা বিশেষত বিজেপি সন্ত্রাস গড়ে তুলেছে বলে মত তাঁর।

Abhishek Banerjee : &amp#39;…অনন্তকালের জন্য রক্ষাকবচ দিয়ে দিচ্ছে&amp#39;, বিচারব্যবস্থার একাংশকে তীব্র আক্রমণ অভিষেকের
অভিষেক এদিন কলকাতা পিজি হাসপাতালে নন্দীগ্রামে ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের দেখতে যান। এরপরেই বেরিয়ে সাংবাদিক বৈঠক করে পঞ্চায়েত নির্বাচনের হিংসা নিয়ে তিনি বলেন, ‘ ৭ হাজার বুথে একদিনে ভোট হয়েছে, সেখানে যদি ৬০-৬২টি বুথে যদি কোনও ঘটনা ঘটে, সেটা গড় ০.১%।’ আলিপুরদুয়ার, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া সহ এমন একাধিক জেলায় ভোটের দিন কোনও অভিযোগ উঠে আসেনি বলে মত অভিষেকের।

Suvendu Adhikari On Abhishek Banerjee : নাম না করে কিম জং উনের সঙ্গে অভিষেকের তুলনা! ধারাবাহিক &amp#39;গোলাবর্ষণ&amp#39; শুভেন্দুর
অভিষেকের কথায়, বিরোধীদের অভিযোগ মান্যতা দিয়ে নির্বাচনের দুদিন পরেই ৭০০টি বুথে পুনর্নির্বাচন হয়েছে। পুরো পঞ্চায়েত নির্বাচনে ১০০% বিরোধীরা মনোনয়ন জমা দিয়েছে। এর আগে কোনও দিন দেখেছেন। আমরা বলেছিলাম, বিরোধীদের দমন করার চিত্র আমরা বদলাতে পারব। আমরা সেটা পেরেছি। তবে হিংসার ঘটনায় বিজেপির দিকেই আঙুল তোলেন অভিষেক।

Abhishek Banerjee : &amp#39;বাংলা বলেছে নাও ভোট টু মমতা&amp#39;, জন-দাপটকে কুর্নিশ অভিষেকের
দুদিন আগেই তৃণমূলের তরফে শুভেন্দু অধিকারীর একটি কথোপকথনের ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল) তুলে ধরা হয়। সেখানে রাজ্যে ৩৫৫ ধারা কী করে করাতে হয়, সেই নিয়ে একটি মন্তব্য করতে শোনা যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। সেই প্রসঙ্গ টেনে অভিষেক বলেন, ‘ যা হিংসা হয়েছে তার জন্য দায়ী বিচার ব্যবস্থার একাংশ এবং শুভেন্দু অধিকারী।’

Amit Shah Tweets: অক্সিজেন দিল গ্রাম পঞ্চায়েতের ফল? লোকসভা-বিধানসভায় বাংলায় আশার আলো দেখছেন অমিত শাহ
নন্দীগ্রাম সহ পূর্ব মেদিনীপুর জেলার একাধিক বিজেপি নেতা কর্মীদের বিরুদ্ধে যাতে পুলিশ ব্যবস্থা না নিতে পারে, তার ছাড়পত্র নেওয়া রয়েছে হাইকোর্ট থেকে। প্রায় ৪২ জন বিজেপি কর্মী আদালতের এই রক্ষাকবচ পান। অভিষেক এই বিষয়টিকে তুলে ধরে বলেন, এই কারণেই বিজেপির নেতারা সন্ত্রাস চালানোর সাহস পেয়েছে।
নন্দীগ্রামের আহত তৃণমূল কর্মীদের সঙ্গে দেখা করে স্থানীয় কিছু বিজেপি নেতৃত্বের নাম সংগ্রহ করেন অভিষেক। তিনি বলেন, ‘২০ জনের নাম নিয়ে যাচ্ছি। মুখ্যমন্ত্রীকে নামগুলো দেব। বিজেপির যারা ব্লকের দায়িত্ব রয়েছে তার সবাই যুক্ত।’

Panchayat Election Result : কুুসুমবায় হারলেন মমতার ‘বৌমা’!

পাশাপাশি, বিচার ব্যবস্থার একাংশের প্রতিও ক্ষোভ প্রকাশ করেন অভিষেক। তিনি বলেন, ‘হাইকোর্ট প্রটেকশন দিয়ে রেখেছে। সমাজ বিরোধীদের বাঁচিয়ে হাইকোর্টের একাংশ এসের মদত দিচ্ছে…রাজ্যের মেশিনারি অকেজো পড়ার ব্যবস্থা করা হচ্ছে। দিল্লির অর্ডারে এসব করা হচ্ছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *