Bankura News : পাচারের আগেই বাঁকুড়ার উদ্ধার ৩ নাবালিকা, গ্রেফতার এক মহিলা – indas police rescued three minors from bankura before trafficked


West Bengal News : পাচারের আগেই নবম শ্রেণীর তিন নাবালিকা ছাত্রীকে উদ্ধার করল পুলিশ। একই সঙ্গে ওই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে লক্ষ্মী হেমব্রম নামে এক মহিলাকেও পুলিশ গ্রেফতার করে। এটি বাঁকুড়ার ইন্দাস থানা এলাকার ঘটনা বলে জানা গিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মোটা মাইনের চাকরি ও স্মার্ট ফোন দেওয়ার প্রলোভন দেখিয়ে স্থানীয় লক্ষ্মী হেমব্রম নামের ওই মহিলা গত ১২ জুলাই স্কুল পড়ুয়া তিন ছাত্রীকে ইন্দাস থানা এলাকা থেকে বর্ধমান স্টেশন হয়ে মালদা স্টেশনে নিয়ে যায়।

এদিকে ওই ছাত্রীরা স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে নির্দিষ্ট সময়ের পরেও না ফেরায় পরিবারের লোকেরা খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজ না পেয়ে বিষয়টি তাঁরা ইন্দাস থানায় জানান। ঘটনার তদন্তে নেমে মোবাইলের টাওয়ার লোকেশনের সূত্র ধরে উত্তর দিনাজপুরের কালিগয়াগঞ্জের এক ব্যক্তির বাড়ি থেকে স্থানীয় পুলিশের সহায়তায় ওই মহিলাকে গ্রেফতার করা হয়। সেই সঙ্গে তিন ছাত্রীকে উদ্ধার করে ইন্দাস থানার পুলিশ।

Cooch Behar Panchayat Nirbachan : ভোটের কয়েক ঘণ্টা আগেও হিংসা দিনহাটায়, গুলি-বোমায় আহত ৪ BJP কর্মী
গ্রেফতার মহিলা সহ উদ্ধার হওয়া তিন ছাত্রীকে নিয়ে বৃহস্পতিবার রাতেই ইন্দাসে পৌঁছন তদন্তকারী পুলিশ কর্মী ও আধিকারিকরা। শুক্রবার তাঁদের বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলে ইন্দাস থানার পুলিশ। ওই তিন ছাত্রীর পরিবারের তরফে দাবি করা হয়েছে, ‘অসৎ উদ্দেশ্যে’ই প্রলোভন দেখিয়ে অন্যত্র পাচারের জন্য তাঁদের মেয়েদের কালিয়াগঞ্জে নিয়ে যাওয়া হয়েছিল।’

North 24 Parganas News : দিনেদুপুরে বনগাঁয় শ্যুটআউট! রাস্তার ধারে পড়ে লাশ, নেপথ্যে জমির দালালি চক্র?
পুলিশের পক্ষ থেকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের পাশাপাশি এই ঘটনায় আরও কেউ যুক্ত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে। এই বিষয়ে উদ্ধার হওয়া এক ছাত্রীর পরিবারের সদস্য গোপাল পাত্র বলেন, ‘১২ জুলাই আমাদের বাড়ির মেয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল। পরে যখন খোঁজাখুঁজি শুরু করি, তখন জানতে পারি আরও দুজন মেয়ে নিখোঁজ হয়েছে। তখনই বুঝে যাই তাঁদেরকে অপহরণ করা হয়ে থাকতে পারে। তারপর লক্ষ্মী হেমব্রমের নিয়ে জানতে পারি যে তাঁকেও নাকি পাওয়া যাচ্ছে না। তখনই আমরা পুলিশের কাছে যাই। পুলিশকে অনেক ধন্যবাদ খুব তাড়াতাড়ি আমাদের বাড়ির মেয়েদের উদ্ধার করে দেওয়ার জন্য। বেশি দেরি হলে বিপদ হয়ে যেতে পারত।’

Siliguri News: প্রেমের টানে পাসপোর্ট ছাড়াই পেরিয়ে এসেছিলেন কাঁটাতার, তারপর প্রেমিকের গোপন কথা শুনে ফেলতেই উড়ল হুঁশ
স্থানীয় বাসিন্দা প্রভাস অধিকারী বলেন, ‘ওই মহিলার বিরুদ্ধে আগেও বেশ কিছু অভিযোগ উঠেছে। কিন্তু এবার যে মেয়ে পাচারের মতো ঘটনা ঘটিয়ে ফেলবে, একথা কেউই কল্পনা করেনি। উপযুক্ত শাস্তি দেওয়া হোক ওই মহিলাকে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *