DA Case In Supreme Court Update : ‘দীর্ঘ শুনানির প্রয়োজন’, সুপ্রিম কোর্টে ফের পিছল DA মামলা – da case hearing postpone in supreme court again


সুপ্রিম কোর্টে আবারও পিছল DA মামলার শুনানি। এদিন বিচারপতি হৃষিকেশ রায় এবং পঙ্কজ মিথালের বেঞ্চে মামলাটি ওঠে। বিচারপতি হৃষিকেশ রায় জানান, DA মামলায় দীর্ঘ শুনানির প্রয়োজন রয়েছে। পরে শুনানির দিন জানানো হবে। অর্থাৎ নতুন করে DA মামলার শুনানির দিন ধার্য করা হবে।

উল্লেখ্য, ২৮ এপ্রিলের পর নতুন করে DA মামলা উঠেছিল ১৪ জুলাই। কেন্দ্রীয় হারে DA-র দাবিতে আইনি লড়াই চালাচ্ছিল একাধিক রাজ্য সরকারি কর্মচারিদের সংগঠন। রাজ্যের দায়ের করা SLP খারিজের পক্ষে এদিন বড় নির্দেশ দিতে পারে, এমনটাই আশা করা হচ্ছিল। কিন্তু, ফের সুপ্রিম কোর্টে পিছল DA মামলা।

DA Case: সুপ্রিম কোর্টে DA মামলা, বড় সুখবরের আশায় রাজ্য সরকারি কর্মীরা
প্রসঙ্গত, কেন্দ্রীয় হারে DA-র দাবিতে দীর্ঘদিন ধরেই আইনি লড়াই লড়ছেন রাজ্য সরকারি কর্মীরা। গত বছর কলকাতা হাইকোর্ট তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের DA মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল। যদিও রাজ্য ফের একবার এই নির্দেশ পুনর্বিবেচনার আবেদন জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল।

যদিও তা খারিজ হয়ে যায়। মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। সুপ্রিম শুনানি যতদিন না হচ্ছে DA প্রসঙ্গে স্বস্তি পাওয়া যাবে না বলেই দাবি রাজ্য সরকারি কর্মীদের একাংশ।

DA Hike: কেন্দ্রের সমান ডিএ রাজ্য সরকারের কর্মচারীদের? বেতন বাড়বে কতটা!
চলতি বছরের বাজেট অধিবেশনে রাজ্যের DA তিন শতাংশ বৃদ্ধি করার কথা ঘোষণা করেছিলেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কিন্তু, এই ঘোষণার পরেও কমেনি রাজ্য সরকারি কর্মীদের ক্ষোভ। তাঁদের দাবি, বিপুল পরিমাণ DA বাকি। এই পরিস্থিতিতে মাত্র তিন শতাংশ ডিএ দেওয়া তাঁদের ভিক্ষে দেওয়ার সমান।

Salary Increment: রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য বাম্পার সুখবর! জুলাই থেকেই বাড়ছে বেতন
অন্যদিকে, ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মীদের একাধিক সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের আওতায় আন্দোলন করছে। শহিদ মিনারের সামনে ধরনায় বসেছেন অনেকেই। রাজ্যে একাধিকবার কর্মবিরতি, পেন ডাউনের ডাক দিয়েছিলেন রাজ্য সরকারি কর্মীরা। দিন দিন আন্দোলনের ঝাঁঝ বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

West Bengal Government : শিক্ষক-শিক্ষাকর্মীদের জন্য বড় সিদ্ধান্ত! পিএফ গ্রাহকদের WBIFMS-এর আওতায় আনছে নবান্ন
এদিকে DA আন্দোলনকারীদের ভূমিকা নিয়ে এর আগে একাধিকবার ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের আন্দোলনের নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে, এই ইঙ্গিতও দিয়েছেন রাজ্য শাসক দলের একাংশ। ইতিমধ্যেই DA আন্দোলনকারীরা সরকারের সঙ্গে আলোচনায় গেলেও কোনও সমাধান সূত্র বার হয়নি।

Digha Sea Beach: ডিএ-র দাবিতে ঢেউ আছড়ে পড়লো সমুদ্র সৈকতে

এই মুহূর্তে রাজ্যের সরকারি কর্মীরা ছয় শতাংশ হারে DA পেয়ে থাকেন। অন্যদিকে, কেন্দ্রীয় সরকারি কর্মীরা DA পান ৪২ শতাংশ হারে। রাজ্য সরকারি কর্মীরা সেই দিক থেকে ৩৬ শতাংশ DA কম পাচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *