Dakshin Dinajpur : গণনা কেন্দ্রের পাশ থেকে উদ্ধার ব্যালট পেপার! প্রতিবাদে BJP-র বিক্ষোভ, কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জে ধুন্ধুমার – central forces lathi charged on bjp who protest over recovery of ballot papers in dakshin dinajpur


Ballot Paper : গণনা কেন্দ্রের পাশ থেকে উদ্ধার হয়েছে একাধিক ব্যালট পেপার। আর সেই কারণে প্রতিবাদ জানিয়ে BJP-র পক্ষ থেকে প্রথমে কুমারগঞ্জ থানা পরে কুমারগঞ্জ BDO অফিসে বিক্ষোভ দেখানো হয়। এমনকি কুমারগঞ্জ BDO অফিসের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান শতাধিক BJP কর্মী সমর্থকরা। BJP-র অভিযোগ, হঠাৎই সেই শান্তিপূর্ণ অবরোধ বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের মদতে কেন্দ্রীয় বাহিনী দেদারে লাঠিচার্জ করে৷ একাধিক BJP কর্মীর পাশাপাশি স্থানীয় পথচলতি মানুষদের উপরও লাঠি চার্জ করা হয় বলে অভিযোগ৷

Purulia Panchayat Election Result 2023 : শয়ে শয়ে ব্যালট পেপার ছড়িয়ে রয়েছে রাস্তায়! শোরগোল পুরুলিয়ায়
এর ফলে প্রায় দশজন মতো BJP কর্মীর পাশাপাশি সাধারণ মানুষজন গুরুতর আহত হন। যার মধ্যে BJP প্রার্থী দুলাল চন্দ্র মহন্ত এবং এক পথচারী গুরুতর আহত হয়েছেন। তাঁদের চিকিৎসার জন্য স্থানীয় কুমারগঞ্জ গ্রামীণ হাসপাতাল নিয়ে আসা হয়েছে। এই খবর পেয়ে ঘটনাস্থলে আসেন BJP-র জেলা সভাপতি স্বরূপ চৌধুরী সহ অন্যান্য জেলা BJP নেতৃত্বরা। গুরুতর আহতদের কুমারগঞ্জ থেকে বালুরঘাট জেলা হাসপাতালে রেফার করা হয়। উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় কুমারগঞ্জে। ব্যালট পেপার গণনার ক্ষেত্রেও ব্যাপক কারচুপি করা হয়েছে বলে অভিযোগে।

Malda Panchayat Result : জয়ী প্রার্থীদের সার্টিফিকেট না দেওয়ার অভিযোগ, মালদায় বিক্ষোভে BJP
এই নিয়ে শুক্রবার কুমারগঞ্জ ব্লক অফিস ঘেরাও বিক্ষোভের ডাক দিয়েছে বামফ্রন্ট ও BJP। এদিকে BJP-র সেই বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন বামফ্রন্টের প্রার্থী থেকে অন্যান্য দলীয় কর্মী সমর্থকরা। পরে BJP ও বামফ্রন্ট এক যোগে BDO অফিস এবং থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকে।

WB Election Violence : স্ট্রং রুমে ঢুকে ব্যালট বক্সে কারচুপির অভিযোগ, পুলিশকে লক্ষ্য করে পাথর, লাঠিচার্জে ধুন্ধুমার
এলাকায় উত্তেজনা থাকায় পুলিশের পাশাপাশি BDO অফিস এবং থানা চত্বরের সামনে ঠায় দাঁড়িয়ে থাকেন বামফ্রন্ট ও BJP-র কর্মী সমর্থকরা। তাঁদের একটাই দাবি ফের ভোট করাতে হবে কুমারগঞ্জ ব্লক জুড়ে। পাশাপাশি গণনা কেন্দ্রের পাশে ব্যালট পেপার কোথা থেকে এল তা পরিষ্কারভাবে জানাতে হবে।

WB Panchayat Vote 2023 Live : যতকাণ্ড কোচবিহারে! BJP এজেন্টকে হত্যা-ব্যালটে জল, বোমাবাজিকে ঘিরে তুমুল অশান্তি
এছাড়াও পরে যে পুলিশ ব্যালট পেপার উদ্ধার করে নিয়ে গেল তার কোনও সিজার লিস্ট দেয়নি বলে অভিযোগ বাম ও BJP কর্মী সমর্থকদের। কারচুপির ঘটনা ধামাচাপা দিতেই শান্তিপূর্ণ আন্দোলনে লাঠিচার্জ করা হয়েছে বলে অভিযোগ BJP-র। আক্রান্ত BJP প্রার্থী দুলাল চন্দ্র মহন্ত বলেন, ‘BJP-র ছাপ মারা অনেক ব্যালট পেপার বাইরে রাস্তার ধারে পাওয়া গিয়েছে।

Panchayat Election Violence : ফের আক্রান্ত তৃণমূল, পাথরপ্রতিমায় ৯ কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ BJP-র বিরুদ্ধে
মানে আমাদের স্বপক্ষে অনেক ভোট পড়েছে, কিন্তু তৃণমূল চক্রান্ত করে সেগুলি বাইরে ফেলে দিয়েছে। সেই কারণেই বিক্ষোভ দেখানো হচ্ছিল। হঠাৎ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে। তাতে আমি ও বেশ কিছু মানুষ গুরুতর আহত হয়েছি’।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *