Dengue Symptoms : বর্ষা নামতেই রাজ্যে ফের ডেঙ্গির থাবা, বারাসতে মৃত্যু নাবালিকার – minor girl lost life for dengue in barasat as monsoons come


বারাসতে ডেঙ্গির বলি হল এক নাবালিকা। এখনও জেলায় সেইভাবে বৃষ্টি শুরু হতে না হতেই ডেঙ্গিতে মৃত্যু হল বারাসত পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের প্রমোদ নগরের বছর ১৩ নাবালিকা সায়নিকা হালদারের। গত ৩-৪ দিন ধরে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল সায়নিকা। প্রথমে তাঁকে বারাসত হাসপাতালে ভর্তি করা হলেও তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তড়িঘড়ি আর জি কর হাসপাতালে স্থানান্তর করা হয় তাঁকে।

গতকাল আর জি কর হাসপাতালেই মৃত্যু হয় বছর ১৩-র সায়নিকা হালদারের। আর এই ঘটনার পরেই পুরসভার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন এলাকার মানুষ। তাঁদের দাবি, এলাকার নর্দমা মাঝেমধ্যে পরিষ্কার করা হলেও জল একাধিক জায়গায় জমে থাকে। তাঁর ফলেই ডেঙ্গি ছড়াচ্ছে এলাকায়।

Dengue In Kolkata : ৭ দিনের ডেঙ্গি-আক্রান্ত ১৩, দুর্ভাবনা ফের বিধাননগরে
সায়নিকার প্রথমে জ্বর হয় তারপর বমি এবং পেটে ব্যাথা শুরু হলে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে রক্তের নমুনা পরীক্ষা করা হলে ডেঙ্গি ধরা পরে। তারপর বারাসত হাসপাতালে চিকিৎসা শুরু হয়। কিন্ত শারীরিক অবস্থার অবনতি হয় তাঁর।

অবশেষে আর জি কর হাসপাতালে স্থানান্তরিত করা হলে গতকাল মৃত্যু হয় ছোট্ট সায়নিকার। এই ঘটনার পরেই তৎপর হতে দেখা যায় বারাসত পুরসভাকে। এলাকায় নর্দমাগুলিতে মশার লাভার মারার কীটনাশক স্প্রে করতে দেখা যায়।

Panchayat Election Results 2023 : থামল ৭ দিনের লড়াই, হাসপাতালে মৃত ভোট সন্ত্রাসে আহত মুর্শিদাবাসের বাসিন্দার
এই ঘটনা নিয়ে যথেষ্ট আতঙ্কে রয়েছেন এলাকার মানুষ। হালদার পরিবারের এক প্রতিবেশী বলেন, ‘ওই বাচ্চা মেয়েটাই এরকম পরিণতি হবে আমরা কেউই ভাবতে পারিনি পাড়ায়। বৃষ্টি হয়নি অনেকদিন। তা সত্ত্বেও যদি এখনই ডেঙ্গির এরকম অবস্থা হয়, তাহলে লাগাতার বৃষ্টি শুরু হলে ডেঙ্গির বাড়বাড়ন্ত কতটা হতে পারে, সেই ভেবেই আতঙ্ক লাগছে।’

যদিও এই বিষয়ে পুরসভার কোনও আধিকারিকের বক্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, সপ্তাহ দুয়েক আগে বিধাননগর এলাকাতেই ডেঙ্গির বাড়বাড়ন্ত চোখে পড়েছিল। বর্ষার শুরুতেই বিধানগর পুরনিগম এলাকায় ডেঙ্গির প্রকোপ বেড়েছে। সল্টলেক সংলগ্ন রাজারহাট, নারায়ণপুর ও দত্তবাদে ডেঙ্গি পরীক্ষা কেন্দ্রগুলিতে নতুন করে আক্রান্তের সংখ্যা বেড়েছে।

West Bengal Election 2023 : নির্দল সমর্থককে পিটিয়ে খুন! ভোট শুরুর আগেই কদম্বগাছিতে মৃত্যু নিয়ে ধোঁয়াশা
গত কয়েক সপ্তাহে বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের ৪১টি ওয়ার্ডে এক ডজনেরও বেশি নতুন ডেঙ্গি আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। অর্থাৎ শুধু বারাসত এলাকাই নয়, জেলার আশেপাশের অন্যান্য এলাকাগুলিও ধীরে ধীরে ডেঙ্গির থাবার কবলে যাচ্ছে। আর এর পরিপ্রেক্ষিতেই কপালে চিন্তার ভাঁজ পড়েছে জেলা প্রশাসনের।

সাধারণত ডেঙ্গির ঘটনা জুলাই মাসে বাড়তে শুরু করে। যা অব্যাহত থাকে অক্টোবর পর্যন্ত। আর এই কারণেই এই ভরা বর্ষায় আতঙ্কে রয়েছেন সাধারণ মানুষ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *