Panchayat Election Result : শ্যামপুরে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে ইঁট বৃষ্টির সঙ্গে চলল বোমাবাজি! পরিস্থিতি নিয়ন্ত্রণে র‍্যাফ – in shyampur the clash between two groups of trinamool continued with the bombardment


পঞ্চায়েত ভোট মিটতে না মিটতেই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে গণ্ডগোলকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠল শ্যামপুর ১ নং ব্লকের বেলাড়ী গ্রাম পঞ্চায়েতের বেতবেড়িয়া গ্রাম। বৃহস্পতিবার রাতের এই ঘটনায় বোমাবাজি, ইঁট বৃষ্টির পাশাপাশি বাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে উভয় পক্ষের বিরুদ্ধে। পরে শ্যামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। নামানো হয় র‍্যাফ। জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে হাওড়ার শ্যামপুরের বেতবেড়িয়া গ্রামে তৃণমূলের আদি ও নব্য দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। অভিযোগ সংঘর্ষ চলাকালীন ইঁট বৃষ্টির পাশাপাশি ব্যাপক বোমাবাজি করা হয়।

North 24 Parganas Panchayat Election : মুড়ি মুড়কির মতো বোমাবাজি থেকে ব্যালট চুরি, দিনভর গণতন্ত্রের লুঠ দেখল উত্তর ২৪ পরগনা
একাধিক বাড়ি ও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই এলাকার তৃণমূলের নতুন ও পুরাতন দুই গোষ্ঠীর দুই নেতা শেখ মইদুল ও শেখ বক্তিয়ারের মধ্যে ঝামেলা চলছিল। সেইরকম বৃহস্পতিবার রাতেও দুই গোষ্ঠীর মধ্যে গণ্ডগোল বেঁধে যায়।এলাকার মানুষ কিছু বুঝে ওঠার আগেই দুপক্ষের মধ্যে ব্যাপক বোমাবাজি ও পাথর বৃষ্টি শুরু হয়ে যায়। নির্বিচারে বাড়ি ভাঙচুর চলে। সংঘর্ষ চলাকালীন অ্যাসিডের বোতলও ছোঁড়া হয় বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উলুবেড়িয়ার SDPO রাঘব এস-এর নেতৃত্বে শ্যামপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়।

West Bengal Panchayat Election Post Poll Violence : টাঙির কোপ-বোমাবাজি-গুলি থেকে জয়ী প্রার্থীকে মারধর, ভোটের পরেও রক্তে লাল বাংলা
নামানো হয় র‍্যাফ। ঘটনার পর গভীর রাত পর্যন্ত ধড়পাকড় চালায় পুলিশ। সংঘর্ষের ঘটনায় ইতিমধ্যে ১৩ জনকে আটক করেছে শ্যামপুর থানার পুলিশ। এলাকা থমথমে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেছেন, ‘এই ঘটনা পুরোপুরি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে হয়েছে।

WB Panchayat Vote 2023 Live : হটস্পট ভাঙড়! দফায় দফায় সংঘর্ষ-বোমাবাজি, গুলিবিদ্ধ ISF কর্মী
শেখ মইদুল ও শেখ বক্তিয়ারের দলের মধ্যে ঝামেলা বেশ অনেকদিনের। বৃহস্পতিবার রাতে এই দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক ঝামেলা বাঁধে। তারপরই শুরু হয়ে যায় মারামারি, বোমাবাজি, পাথর ছোড়াছুঁড়ি। আমরা ভয়ে বাড়ির ভিতরে ঢুকে যাই সবাই। এমন আতঙ্ক ছড়িয়েছে এলাকায় যে আমরা কেউই বাড়ি থেকে আর বেরোনোর সাহস পাচ্ছি না’।

WB Post Poll Violence : ‘পুলিশ ভয়ে পালিয়ে গিয়েছে’, BJP প্রার্থীদের উপর হামলার ঘটনায় তোপ প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের
উল্লেখ্য, উলুবেড়িয়া মহকুমায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বহু বছরের পুরনো সমস্যা। জেলা স্তরের নেতারা অনেক চেষ্টা করেও এই গোষ্ঠীকোন্দল মেটাতে পারেননি। এই বিষয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

Post Poll Violence in West Bengal : TMC-CPIM সংঘর্ষে তুমুল উত্তেজনা-বোমাবাজি আমডাঙায়, আহত একাধিক
কিন্তু এতসব হুঁশিয়ারি বা চেষ্টাতেও যে কাজ হয়নি, বৃহস্পতিবার রাতের ঘটনাতেই তা প্রমাণিত হয়ে গিয়েছে বলে মোট দিচ্ছেন জেলার রাজনৈতিক নেতারা। তাই পঞ্চায়েত ভোটে ব্যাপক জয় পেলেও, তৃণমূলের মাথাব্যথা থেকেই যাচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *