Panchayat Election Result 2023 : ১৫ বছরের সাম্রাজ্যের দখল! তৃণমূলকে হারানোয় মাথা ন্যাড়া করে ‘সেলিব্রেশন’ বিজেপির – bjp won 12 out of 18 seats in the panchayat elections in krishnaganj block defeating tmc after 15 years


তৃণমূলকে হারিয়ে মাথা ন্যাড়া করে শুদ্ধিকরণ ও পাপমুক্ত করলেন BJP কর্মী সমর্থকেরা। একই সঙ্গে আনন্দ উৎসবে মাতলেন গ্রামবাসীরা। নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জ ব্লকের ১৮ আসন বিশিষ্ট ভাজন ঘাট টুঙ্গী গ্রাম পঞ্চায়েত দীর্ঘ ১৫ বছর ধরে নিজেদের দখলে রেখেছিল শাসক দল তৃণমূল। সদ্য সমাপ্ত ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে ১৮ টি আসনের মধ্যে ১২টি তে জয় লাভ করেছে BJP। তৃণমূল পেয়েছে ৬টি আসন। ১৫ বছরের ঘাসফুল দুর্গে ধস নামিয়ে বিপুল সংখ্যক ভোটের ব্যবধানে জয়লাভ করার পর পঞ্চায়েতের বোর্ড গঠন করতে ইতিমধ্যেই নিজেদের ঘর গোছাতে শুরু করে দিয়েছে BJP।

Hooghly Panchayat Election: লালে লাল পাণ্ডুয়ার জামনা, হুগলির সবুজ ঝড়ের মাঝে CPIM-এর চমক
তৃণমূলের হাত থেকে পঞ্চায়েত মুক্ত হওয়ার আনন্দে বৃহস্পতিবার ভাজনঘাট টুঙ্গী গ্রাম পঞ্চায়েত ভবনের সামনে মাথা ন্যাড়া করে আনন্দ উৎসবে মাতলেন এলাকার স্থানীয় গ্রামবাসীরা। তাঁদের দাবি, দীর্ঘ এতগুলো বছর ক্ষমতায় থাকা সত্ত্বেও এলাকার সাধারণ মানুষের উন্নয়নের স্বার্থে কোনও কাজ করেনি তৃণমূল পরিচালিত পঞ্চায়েত।

Kurmi News: ঝাড়গ্রামে বিজেপিকে মুছে মাথা তুলল কুড়মিরা
মাথা ন্যাড়া করার ব্যাখ্যায় তারা বলছেন, এত দিন তারা যে তৃণমূলকে ভোট দিয়েছেন, তার প্রায়শ্চিত্ত করতেই এই সিদ্ধান্ত। অন্যদিকে শাসক দল কটাক্ষ করে বলছে, লোকসভা ভোটের আগেই BJP-র ‘শেষকৃত্য’ সম্পন্ন হয়েছে। মাথা ন্যাড়া করার পর এক BJP সমর্থক বলেন, ‘এত বছর ধরে ক্ষমতায় থাকা সত্ত্বেও এলাকার সাধারণ মানুষের উন্নয়নের স্বার্থে কোনও কাজ করেনি তৃণমূল পরিচালিত পঞ্চায়েত। ওদের ভোট দিয়ে এত দিন খুব ভুল করেছি। তাই প্রায়শ্চিত্ত করলাম’।

Howrah Panchayat Result: সবুজে সবুজ হাওড়া, BJP-কে মুছে পঞ্চায়েতে খাতা খুলল বাম-ISF
একই কথা বলেন BJP নেতা সন্দীপ মজুমদারও। তাঁর কথায়, ‘মানুষ এতদিন তৃণমূলকে ভোট দিয়ে যে পাপ করেছেন, মাথা ন্যাড়া করে সেই পাপের প্রায়শ্চিত্ত করা হল। এটা করছেন এলাকার মানুষ নিজেদের ইচ্ছেতেই। কারণ তৃণমূলকে আর কেউই পছন্দ করছেন না’।

Malda Panchayat Result : নিজের বুথেই গো-হারান হারলেন মন্ত্রী, পঞ্চায়েত দখল করে চমক কংগ্রেসের
এই ঘটনা প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস বলেন, ‘পঞ্চায়েতে যেভাবে পর্যুদস্ত হয়েছে তাঁরা, তাতে আগামী লোকসভা নির্বাচনে নিজেদের দলের শেষকৃত্য করে রাখল BJP। কারণ আগামী লোকসভা নির্বাচনে রাজ্যে একটাও আসন পাবেনা BJP’। নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জ ব্লকের ১৮টি আসন বিশিষ্ট ভাজনঘাট টুঙ্গি গ্রাম পঞ্চায়েত ছিল তৃণমূলের ঘাঁটি।

Panchayat Result : নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল-শান্তনুর এলাকায় জয়ী কোন দল?
১৫ বছর পর সেই পঞ্চায়েত তাদের হাতছাড়া হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর তৃণমূলের দুর্গ ভেঙেছে BJP। এমন জয়ের পর আনন্দে একে একে মাথা ন্যাড়া করেন এক ডজন BJP সমর্থক। বৃহস্পতিবার পঞ্চায়েত ভবনের সামনে মাথা ন্যাড়া করতে দেখা যায় তাদের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *