Panchayat Election Results 2023 : থামল ৭ দিনের লড়াই, হাসপাতালে মৃত ভোট সন্ত্রাসে আহত মুর্শিদাবাসের বাসিন্দার – one more died in murshidabad who was injured in panchayat election violence


ভোট পরবর্তী হিংসায় মুর্শিদাবাদে মৃত্যু হল আরও এক ব্যক্তির। পঞ্চায়েত ভোট পর্ব মেটার দু’দিন পরে মুর্শিদাবাদে ভোটের বলি হলেন আরও একজন। ভোটের দিন হামলায় জখম আরও এক ব্যক্তির মৃত্যু হল আজ। শুক্রবার সকালের এই ঘটনায় রঘুনাথগঞ্জের চর বাজিতপুরের চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম সইবুর রহমান (৬০)। বাড়ি মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বড়শিমূল গ্রাম পঞ্চায়েতের চর বাজিতপুরে। এদিন সকালেই কলকাতা এনআরএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

West Bengal Election 2023 : নির্দল সমর্থককে পিটিয়ে খুন! ভোট শুরুর আগেই কদম্বগাছিতে মৃত্যু নিয়ে ধোঁয়াশা
গত শনিবার ভোটের দিন কংগ্রেস, CPIM ও BJP-র আশ্রীত দুষ্কৃতীরা তাঁকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ ওঠে। ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কোপানো হয় বলে অভিযোগ। প্রসঙ্গত গত সোমবার মৃতের আরও এক ভাইয়ের মৃত্যু হয়েছে চিকিৎসাধীন অবস্থায়। তার নাম মইদুল শেখ। একই পরিবারের দুই ভাই হিংসার বলি হওয়ার ঘটনা এবারের পঞ্চায়েত নির্বাচনে এই প্রথম বলে জানা গিয়েছে।

Burdwan Panchayat Voting 2023 : গণতন্ত্রের উৎসবে সামিল হতে মুম্বই থেকে বাংলায়…পরিণতি মৃত্যু!
এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘শনিবার পঞ্চায়েত ভোটের দিন তাঁকে মারধর করা হয়। কিছু দুষ্কৃতী তাঁর উপর এলোপাথাড়ি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এরপর তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতাতে রেফার করা হয়।

WB Panchayat Election Violence : থামল ২ দিনের লড়াই, ভোটের হিংসায় বোমার আঘাতে জখম CPIM কর্মীর মৃত্যু নদিয়ায়
শুক্রবার সকালে সেখানেই তাঁর মৃত্যু হয়েছে’। সইবুর এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। বেশ কিছুদিন ধরে হাসপাতালে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শোক আরও গভীর হয়েছে, কারণ কয়েকদিন আগে তাঁর ভাইয়েরও মৃত্যু হয় চিকিৎসাধীন অবস্থায়। ভোট পরবর্তী হিংসায় তিনি আক্রান্ত হয়েছিলেন বলে জানা গিয়েছে।

West Bengal Panchayat Election 2023: দুপুর গড়াতেই বলি ১১! শাসক-বিরোধীর রক্তে রাঙা বাংলার ‘রেড স্যাটার্ডে’
আর এই ঘটনার পরেই ফের একবার মুর্শিদাবাদ জেলায় ভোটের আগে ও ভোতের পরে হওয়া হিংসা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। জেলার মানুষ প্রশ্ন তুলতে শুরু করেছেন, আর কত লাশ গুনতে হবে এই ভোটের আবহে? সব রাজনৈতিক দল মিলিয়ে ইতিমধ্যেই বেশ কিছু মৃত্যুর সাক্ষী থেকেছে মুর্শিদাবাদ জেলা।

West Bengal Election 2023 : রক্তমাখা পঞ্চায়েত! উত্তর দিনাজপুরে তৃণমূল প্রার্থীকে বুথেই কুপিয়ে খুন
পঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকেই লেগে রয়েছে মৃত্যু মিছিল। সইবুর রহমান সেই তালিকায় সর্বশেষ সংযোজন। কিন্তু মৃত্যু মিছিল এখানেই শেষ কিনা সেই নিয়ে কোনও প্রশ্নের উত্তর দিতে পারছেন না কেউই। এই পরিপ্রেক্ষিতে জেলা ও রাজ্য প্রশাসনকে আরও কড়া হাতে ভোট পরবর্তী হিংসা দমন করার বার্তা দিচ্ছেন সমাজের সকল স্তরের মানুষ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *