Sharad Pawar Mamata Banerjee: বাংলায় খাতা খুলল শরদ পাওয়ারের NCP, রাজ্যে পঞ্চায়েতের একটি আসনে জয় – sharad pawar ncp win a seat in west bengal panchayat election23


মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে এবার খাতা খুলল শরদ পাওয়ারের এনসিপি। মহারাষ্ট্রে ক্ষমতার দাবা খেলায় দলের টালমাটাল অবস্থার মধ্যেই বাংলায় অভূতপূর্ব সাফল্য শরদ পাওয়ারের দলের। পঞ্চায়েত নির্বাচনের ৩৩১৭ গ্রাম পঞ্চায়েতে মধ্যে এগরা পঞ্চায়েতের একটি আসন জিতে বাংলায় সাফল্যের দৌড় শুরু NCP।

গত আট জুলাই বাংলায় পঞ্চায়েত নির্বাচনের পর মঙ্গলবার ১১ জুলাই শুরু হয় ভোট গণনা। প্রায় দু-দিন ব্যাপী গণনা শেষে মেলে রাজ্যে ২২ জেলায় পঞ্চায়েত নির্বাচনের চূড়ান্ত ফল। এরপরেই জানা যায়, এরাজ্যে এনসিপি-এর অভাবনীয় ফলের কথা। বাংলার পঞ্চায়েত নির্বাচনে নিজেদের ঝান্ডা ওড়াল শরদ পাওয়ারের দল। এনসিপি অর্থাৎ ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির প্রার্থী জয়ী হয়েছেন পূর্ব মেদিনীপুরের এগরা ২ ব্লকের বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতে একটি আসনে।

Alipurduar Panchayat Result: ফিকে একুশের উত্তুরে হাওয়া! পঞ্চায়েতে আলিপুরদুয়ারে জোর ফিরেছে তৃণমূলের, ১ ভোটে হার BJP জেলা সভাপতির

জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুরে বিভিন্ন আসনে প্রার্থী দিয়েছিল এনসিপি। জেলার এগরা বিধানসভাতেই ১৫টি ত্রিস্তরীয় আসনে প্রার্থী দিয়েছিল তারা। তার মধ্যে অনিতা বেরা প্রধান এনসিপি নেত্রী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের একটি আসনে জয়ী হন। বাংলায় এনসিপি প্রার্থী জয়ে খুশির হাওয়া দলে। এরাজ্যে এনসিপি-এর দায়িত্বে থাকা নেতা বরুণ গিরি ও সুজিত সিং এই জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। বলেন, বাংলায় এই জয় অভূতপূর্ব। তবে আরও কয়েকটি আসন জিতলে ভালো হত। তবে আগামীদিনে এভাবেই বাংলায় মাটি শক্ত করার দৌড়ে থাকব।

Bankura BJP Panchayat : তৃণমূলেকে কুপকাত করতে চাল! জয়ী নির্দলকে দলে নিয়ে শাসকের ঘাড়ে নিঃশ্বাস BJP-র

প্রসঙ্গত, জাতীয় রাজনীতিতে এনসিপি প্রধান শরদ পাওয়ারের সঙ্গে সৌর্হাদ্যপূর্ণ সম্পর্ক রয়েছে শাসক দল ও নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। জাতীয় স্তরে অবিজেপি জোটে তৃণমূস সুপ্রিমোর পাশাপাশি গুরুত্বপূর্ণ অবদান রয়েছে এনসিপি-এর প্রাণ পুরুষ শরদ পাওয়ারেরও। কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে সমস্ত আঞ্চলিক দলগুলিকে এক ছাতার নীচে আনার চেষ্টা চালাচ্ছে এই অ-বিজেপি জোট। সেই জোটের প্রথম সারিতেই রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও শরদ যাদব। সম্প্রতি মহারাষ্ট্রে অজিত পাওয়ারের বিদ্রোহে যে সমস্যার মুখে পড়েছিল এনসিপি, তখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে শরদ পাওয়ারকে ফোন করে পাশে থাকার বার্তা দেন তৃণমূল সুপ্রিমো। একইসঙ্গে টুইটেও বিজেপির এই দল ভাঙানোর খেলাকে তীব্র ধিক্কার দেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *