Sougata Roy : ‘অভিষেক বলেছিলেন ভোট শান্তিপূর্ণ হবে কিন্তু…’, বিস্ফোরক সৌগত রায় – trinamool congress mp sougata roy opens mouth on panchayat vote violence


পঞ্চায়েত ভোটে শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলেছে বিরোধীরা। যদিও তৃণমূলের শীর্ষ নেতৃত্ব সেই অভিযোগ অস্বীকার করেছেন। শাসকদলের শীর্ষনেতৃত্বের দাবি বাংলাকে বদনাম করার জন্য বিরোধী ও এক শ্রেণির সংবাদমাধ্যম বাংলাকে গোটা বিশ্বের কাছে বদনামের চেষ্টা করছে। সন্ত্রাসের অভিযোগ নিয়ে শাসক-বিরোধী তরজার মধ্যেই এবার বোমা ফাটালেন দমদমের তৃণমূল সাংসদ ও প্রবীণ নেতা সৌগত রায়। দলের শীর্ষনেতৃত্বের ‘স্ট্যান্ডপয়েন্ট’ থেকে খানিক সরে গিয়ে সন্ত্রাসের কথা কার্যত স্বীকার করে নিয়েছেন এই প্রবীণ সাংসদ।

West Bengal Panchayat Election 2023 : পালানো ছেড়ে প্রতিরোধ, নয়া ট্রেন্ড বিরোধীর
বৃহস্পতিবার বরানগরে ২১ জুলাই শহিদ সমাবেশের প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছিল। মঞ্চে উপস্থিত ছিলেন দমদম-ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি ও বিধায়ক তাপস রায়সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। তাঁদের সামনেই ভোটের সন্ত্রাস নিয়ে সমালোচনার কথা শোনা যায় প্রবীণ সাংসদের গলায়।

সৌগত বলেন, ‘আমাদের দল ও অভিষেক বন্দ্যোপাধ্যয়া প্রথম থেকে বলেছিলেন বিরোধীদের প্রার্থী দিতে কোনও বাধা দেওয়া হবে না। বিরোধীদের লড়তে দেওয়াা হয়েছে। মনোনয়ন জমা দেওয়ায় কোনও বাধা দেওয়া হয়নি। অভিষেক বলেছিলেন, ভোট শান্তিপূর্ণ হবে। কিন্তু সেটা হয়নি। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই নিয়ে আমি এখন আর কোনও কথা বলে চাই না। তবে হিংসার ঘটনায় বিরোধীদের তুলনায় তৃণমূলের লোক বেশি মারা গিয়েছে।’

Paschim Medinipur Panchayat Result: ৬০ এ ৬০! ‘বড়’ অভিযোগ ছাড়াই পশ্চিম মেদিনীপুরে বাজিমাত জোড়াফুলের
অভিষেকের প্রশংসাও শোনা গিয়েছে প্রবীণ সাংসদের গলায়। সৌগত বলেন, ‘তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল। কিন্তু অভিষেকের নবজোয়ার যাত্রা সব ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। আমি এত জায়গায় প্রচারে গিয়েছি, কিন্তু কোথাও দুর্নীতির অভিযোগ শুনিনি। অনেক জায়গায় লোকসভা বিধানসভার তুলনায়ও তৃণমূল ভালো ফল করেছে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ির পাশাপাশি রানাঘাট নদিয়াতেও তৃণমূল খারাপ ফল করেছিল। কিন্তু এবার সেখানে দল দুর্দান্ত ফলাফল করেছে। এই কৃতিত্ব শুধুমাত্র তৃণমূলের কর্মীদের।’

Saugata Roy : সৌগতর ‘নিরপেক্ষ ফোর্স’ মন্তব্যে সহমত হচ্ছে না জোড়াফুল
তৃণমূল সাংসদের এই মন্তব্য নিঃসন্দেহে তাৎপর্যপূ্র্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। যদিও শুক্রবার এসএসকেএম হাসপাতালে দাঁড়িয়ে ভোটে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের যাবতীয় অভিযোগ খারিজ করেছেন অভিষেক। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কথায়, ‘রাজ্যে ৬০ হাজার বুথের মধ্যে হয়তো ৬০টি বুথে অশান্তি হয়েছে। বাংলাকে বদনাম করার জন্য সেইসব বাড়িয়ে দেখানো হচ্ছে। ৭০ শতাংশ ক্ষেত্রেই সন্ত্রাসের ঘটনায় তৃণমূল কংগ্রেসের কর্মীর মৃত্যু হয়েছে। আমি প্রথম দিন থেকে এই কথা বলে আসছি যে, তৃণমূল সন্ত্রাসে বিশ্বাসী নয়।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *