Sukanta Majumdar : বাঘে-গোরুতে তত্ত্ব সুকান্তর! উড়িয়ে দিল বাম- তৃণমূল – the bjp wants to use the good relationship between the congress and the left front with the trinamool


এই সময়: পঞ্চায়েত নির্বাচনে ‘নো ভোট টু মমতা’ স্লোগান দাগ না কাটায় জাতীয় স্তরে এবার তৃণমূলের সঙ্গে কংগ্রেস-বামেদের দোস্তিকে হাতিয়ার করে জমি ফেরাতে চাইছে বিজেপি। ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপিকে ঠেকাতে পাটনায় বিরোধী দলগুলির বৈঠক হয়েছিল। আগামী সপ্তাহে বেঙ্গালুরুতে ফের বিরোধী বৈঠকে মুখোমুখি হতে পারেন রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, সীতারাম ইয়েচুরি। ২০২১-এর বিধানসভা ভোটের তুলনায় পঞ্চায়েত নির্বাচনে বিজেপির ভোট একধাক্কায় ১৫ শতাংশ কমে যাওয়ায় বাম-কংগ্রেসকে ভোট দেওয়া আদতে তৃণমূলকে ভোট দেওয়ারই সামিল-এই প্রচারকে আরও জোরদার করতে চাইছে বঙ্গ-বিজেপি।

Panchayat Election 2023 : পঞ্চায়েতের ট্রেন্ড ফিরবে লোকসভায়, আশা-অঙ্ক জোড়াফুলে
যদি লোকসভা নির্বাচনে হারানো বিরোধী ভোট ফেরে গেরুয়া শিবির। তাই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বৃহস্পতিবার বলেন, ‘আমরা চাইছি, প্রধান বিরোধী দল হিসেবে বিজেপির পতাকার তলায় সমস্ত বিরোধী ভোটার এক হোন। যাঁরা কংগ্রেস করেন, তাঁরা দেখছেন, কংগ্রেসকে ভোট দেওয়া মানে তৃণমূলকে ভোট দেওয়া। সিপিএমকে ভোট দেওয়া মানেও তৃণমূলকেই ভোট দেওয়া। তাই কংগ্রেস-সিপিএমকে ভোট না দিয়ে হয় সোজাসুজি তৃণমূলকে ভোট দিন। তৃণমূল করুন অথবা বিজেপির পতাকার তলায় আসুন।’

Mamata Banerjee : ভাণ্ডার ভরে আস্থা জানাল গ্রামবাংলা
যদিও বিজেপির এই কৌশলে চিঁড়ে ভিজবে না বলেই বাম নেতৃত্বের দাবি। অন্যদিকে, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের সাফ কথা, ‘বাংলায় বিজেপির দুই ভাই, সিপিএম ও কংগ্রেস (আই)।’ বাম-কংগ্রেস-আইএসএফ জোটের দাবি, পঞ্চায়েত নির্বাচনে তারা প্রায় ২১ শতাংশ ভোট পেয়েছে। বিজেপি পেয়েছে প্রায় ২৩ শতাংশ ভোট। বাম-কংগ্রেসকে ভোট দেওয়া মানে কেন তৃণমূলকে ভোট দেওয়া? বিজেপি নেতৃত্বের যুক্তি, তৃণমূলের বিরুদ্ধে বাংলায় বাম-কংগ্রেস ছদ্ম লড়াই করছে।

CPIM Congress Alliance : কংগ্রেস আর বামের জোট কিছু এগোল শূন্য থেকে
সেই কারণেই পাটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই ছিলেন রাহুল গান্ধী ও সীতারাম ইয়েচুরি। বেঙ্গালুরুতেও একই দৃশ্যের পুনরাবৃত্তি হতে চলছে বলে বিজেপি নেতাদের বক্তব্য। পশ্চিমবঙ্গে বাম-কংগ্রেস মুখে তৃণমূলের বিরোধিতা করলেও আসলে এই তিনপক্ষ হাতে হাত মিলিয়ে বিজেপির বিরোধিতা করেছে–এই যুক্তি খাড়া করে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির বিরুদ্ধে তৃণমূল-বাম-কংগ্রেস আনুষ্ঠানিক জোট করবে বলেও এদিন দাবি করেছেন সুকান্ত।

Mamata Banerjee : কুৎসা হলে পুজোর নৈবেদ্য দেবো: মমতা
বিজেপির রাজ্য সভাপতির কথায়, ‘২০২৬ সালে যদি তৃণমূল, সিপিএম, কংগ্রেস এক সঙ্গে লড়াই করে আমরা অবাক হব না। সেই দিকেই ঘটনাপ্রবাহ যাচ্ছে। ২০২৪ সালে কেন্দ্রে কী হয়, নজর রাখুন। দেখবেন, তারপর বাঘে-গোরুতে একঘাটেই জল খাবে।’ সুকান্তর এই পর্যবেক্ষণ অবশ্য উড়িয়ে দিয়েছেন তৃণমূল নেতৃত্ব। দলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেনের কথায়, ‘সুকান্তর কথার কোনও অর্থ নেই। কারণ, বামেদের ভোট ট্রান্সফার হয়েই এই রাজ্যে বিজেপি বেড়েছিল। এই পঞ্চায়েত নির্বাচনেও বাম-কংগ্রেস ভোট কাটুয়ার কাজ করে বিজেপিকে নন্দীগ্রাম সহ অনেক জায়গায় জয়ী হতে সাহায্য করেছে। সবাই দেখছে, তৃণমূলের ভোট শতাংশ ক্রমেই বাড়ছে।

WB Panchayat Result 2023 : পালস বোঝেননি নেতারাই! হারের কারণ নিয়ে ধন্দে বিজেপি
শুধু বাম-কংগ্রেস ও বিজেপির মধ্যেই ভোটের আদানপ্রদান হচ্ছে। এই তিন দলের অঘোষিত জোট রয়েছে রাজ্যে।’ তৃণমূল নেতৃত্বের বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে আপসহীন লড়াই করছেন বলেই বাংলায় বাম-কংগ্রেস জোড়াফুলের বিরোধিতা করলেও তৃণমূলনেত্রী উদার মনোভাব দেখিয়ে বিরোধী বৈঠকে যোগ দিয়েছেন। রাহুল, সীতারামের পাশে বসে কেন মমতা বৈঠক করেছেন– এই প্রশ্নে তৃণমূল তার যুক্তি সাজালেও বিজেপি মনে করছে, এই তাস খেলেই তৃণমূল বিরোধী ভোট ফের পদ্মফুলে জড়ো করা যাবে।

West Bengal Panchayat Election 2023 : পালানো ছেড়ে প্রতিরোধ, নয়া ট্রেন্ড বিরোধীর
অন্যদিকে, আলিমুদ্দিন স্ট্রিটের বক্তব্য, তৃণমূল বনাম বিজেপি— এই বাইনারি ভেঙে যাওয়ার কারণেই গেরুয়া ব্রিগেড মরিয়া হয়ে ফের মেরুকরণের তাস খেলতে চাইছে। সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য শমীক লাহিড়ির কথায়, ‘বিজেপির সাম্প্রদায়িক বিভাজনের, মেরুকরণের রাজনীতি মানুষ ধরে ফেলেছে। বিজেপির সঙ্গে সমঝোতার কারণেই সারদা, নারদ-সহ একাধিক কেলেঙ্কারির মূল মাথারা ছাড় পেয়েছে, এটাও মানুষ বুঝে গিয়েছে। বিজেপি ও তৃণমূলকে হারাতে মানুষ বাম-কংগ্রেস-আইএসএফের পাশে জড়ো হচ্ছে। বাইনারি ভেঙে গিয়েছে দেখেই রাতের ঘুম চলে গিয়ে বিজেপির।’ ২০২৬ সালে তৃণমূল-বাম-কংগ্রেস জোট তৈরি করবে–এ কথা রাজ্যের কোনও মানুষ বিশ্বাস করবে না বলেই সিপিএম নেতৃত্বের দাবি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *