TMC Party Office : রাতের অন্ধকারে তৃণমূলের পার্টি অফিসে আগুন, উত্তেজনা ডেবরায় – fire incident at trinamool congress party office in debra


Paschim Medinipur : থামার নাম নেই ভোট পরবর্তী হিংসার। এবার ডেবরায় তৃণমূলের পার্টি অফিসে আগুন লাগানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৬ নম্বর জলিমান্দ অঞ্চলের রঘুনাথপুর এলাকায়। সূত্র মারফৎ জানা যায়, বৃহস্পতিবার গভীর রাত প্রায় ১ টা ৩০ মিনিট নাগাদ হঠাৎই পার্টি অফিস থেকে দাউ দাউ করে আগুন জ্বলে উঠতে দেখেন স্থানীয় বাসিন্দারা।

পার্টি অফিসটি ঘন জনবসতিপূর্ণ এলাকায় হওয়ায় অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় পাশে থাকা কয়েকটি দোকান এবং বসত বাড়ি। ঘটনাটি কে ঘিরে গতকাল রাত থেকেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অনুমান পার্টি অফিসে আগুন লাগার ঘটনায় স্থানীয় কিছু দুষ্কৃতীর হাত রয়েছে।

Post Poll Violence in Howrah : ভোট পরবর্তী হিংসায় উত্তেজনা হাওড়ায়, জ্বালিয়ে দেওয়া হল নির্দল প্রার্থীর আত্মীয়ের বাড়ি
ইতিমধ্যেই স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফে ডেবরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ পাওয়ার পরে পুরো ঘটনাটি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে ডেবরা থানার পুলিশ। তবে ভোটের ফলাফল ঘোষণা হওয়ার কয়েকদিনের মধ্যেই ডেবরায় তৃণমূলের পার্টি অফিসে আগুন লাগার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

রাতেই আগুন নেভানোর কাজে সকলে মিলে ঝাঁপিয়ে পড়েন। আগুন নিয়ন্ত্রণে আসে। জানা গিয়েছে, তৃণমূলের দলীয় কার্যালয়ের এক প্রান্ত পুড়ে গিয়েছে। ওই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন লাগানোর ঘটনায় জড়িত দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন তৃণমূল নেতৃত্ব।

West Bengal Election 2023 : উত্তপ্ত পটাশপুর, তৃণমূল কর্মীর বাড়িতে আগুন লাগানোর ঘটনায় চাঞ্চল্য
ডেবরার স্থানীয় এক তৃণমূল নেতা বলেছেন, ‘দলীয় কার্যালয়ে আগুন লাগানোর ঘটনায় জড়িতদের অবিলম্বে চিহ্নিত করে গ্রেফতারের দাবি আমরা জানাচ্ছি।পঞ্চায়েত ভোট শেষ হওয়ার পর আমরা বড় জয় পেয়েছি দেখে বিরোধী দলগুলি চক্রান্ত করছে আমাদের বিরুদ্ধে। এলাকা অশান্ত করতে চাইছে। তাই এই ধরনের আগুন লাগানোর ঘটনা ঘটছে।’

Digha Fire Update: দিঘা মোহনায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই কয়েক লাখ টাকার জিনিস
যদিও কোন বিরোধী দল এই কাজের সঙ্গে যুক্ত থাকতে পারে, এই বিষয়ে তিনি কিছু বলেননি। এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘আমরা ছুটে এসে আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়ি। তৃণমূলের পার্টি অফিসের একদিকটা পুড়ে গিয়েছে। সময় মতো আগুন নেভাতে না পারলে ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটত। কারণ এই এলাকা খুব ঘনবসতিপূর্ণ। এখানে অনেক বাড়ি ও দোকান রয়েছে। আগুন ছড়িয়ে গেলে বড় বিপদ হয়ে যেত।’

সবমিলিয়ে শাসক দল তৃণমূলের পার্টি অফিসে আগুন লাগায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা ডেবরা এলাকা জুড়ে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *