WB Panchayat Election : ভ্যাট থেকে উদ্ধার ভোটের ব্যালট! গণনার ৪ দিন পর কুমারগঞ্জে শোরগোল – ballot paper found from dakshin dinajpur kumarganj area


গণনাকেন্দ্রের পাশ থেকে ব্যালট পেপার উদ্ধারের গোটা রাজ্যে চাঞ্চল্য ছড়িয়েছিল। সেই রেশ কাটতে না কাটতেই ফের ব্যালট পেপার উদ্ধার হল কুমারগঞ্জে। শুক্রবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের ধাদলপাড়ায় অবস্থিত পঞ্চায়েতের ডাম্পিং গ্রাউন্ড থেকে একাধিক ব্যালট পেপার উদ্ধার হয়৷

বিষয়টি নজরে আসতেই ঘটনাস্থলে যায় জেলা বিজেপির দুই সহ সভাপতি জীবন রায় ও মানস সরকার, স্থানীয় বিজেপি নেতা রজত ঘোষ সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় কুমারগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। যায় কেন্দ্রীয় বাহিনীও। পুলিশ প্রশাসনের উপস্থিতিতে উদ্ধার হয় ৪০ টিরও বেশি ব্যালট পেপার। বিজেপির দাবি, উদ্ধার হওয়া ব্যালট পেপারগুলির অধিকাংশতেই বিজেপিতে ভোট দেওয়া ছিল। বিষয়টি জানাজানি হতেই ধাদলপাড়া ডাম্পিং গ্রাউন্ডের সামনে বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের।

Dakshin Dinajpur : গণনা কেন্দ্রের পাশ থেকে উদ্ধার ব্যালট পেপার! প্রতিবাদে BJP-র বিক্ষোভ, কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জে ধুন্ধুমার
বৃহস্পতিবার কুমারগঞ্জের আত্রেয়ী নদীর ধারে প্রচুর ব্যালট উদ্ধার হয়। এই নিয়ে জলঘোলা শুরু হতে না হতেই ফের এলাকায় চাঞ্চল্য। গোপন সূত্রে বিজেপি নেতৃত্বরা জানতে পারেন ধাদলপাড়া বর্জ্য নিষ্কাশন কেন্দ্রে ভোটের ব্যালট পেপার ফেলা হয়েছে। স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, ব্যালট পেপার গুলিতে ছাপ মারা রয়েছে। যার বেশিরভাগেতেই বিজেপির দলীয় চিহ্ন ছিল। কিছু বামেদের এবং সামান্য কিছু তৃণমূলের দলীয় চিহ্নে ছাপ রয়েছে। গণনা শেষ হওয়ার পরও কি করে এত ব্যালট পেপার উদ্ধার হচ্ছে তা নিয়ে বিজেপি প্রশ্ন তুলেছে।

Purulia Panchayat Election Result 2023 : শয়ে শয়ে ব্যালট পেপার ছড়িয়ে রয়েছে রাস্তায়! শোরগোল পুরুলিয়ায়
এবিষয়ে বিজেপি জেলা সহ সভাপতি মানস সরকার বলেন, ‘ভোটের নামে প্রহসন হয়েছে। গতকাল নদীর ধার থেকে ব্যালট উদ্ধারের পর আজ আবার ডাম্পিং গাউন্ড থেকে ব্যালট উদ্ধার হয়েছে। এভাবেই বিজেপি প্রার্থীদের হারানো হয়েছে। ব্যালট বাইরে থাকার কথা নয়৷ এর জবাব প্রশাসন কে দিতে হবে।’

এবিষয়ে তৃণমূলের জেলা সহ-সভাপতি সুভাষ চাকি বলেন, ‘ব্যালটের নমুনা প্রিন্ট করে বিজেপি চক্রান্ত করে করছে। কেউ চুরি করলে কি রাস্তায় ফেলে দেবে? বিজেপি একটা নাটক তৈরি করার চেষ্টা করছে। এই সব করে এলাকায় বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে।’

Calcutta High Court: CPIM-র পক্ষে ভোট পড়া কয়েকশো বৈধ ব্যালট রাস্তায়! বিচারপতি সিনহার এজলাসে দায়ের মামলা
এ বিষয়ে দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণা বলেন, ‘ ব্যালট পেপারগুলি পুলিশ সিজ করেছে। সেগুলি বৈধ কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে ওই যে বুথের ব্যালট পেপারগুলি পাওয়া গিয়েছে। সেগুলি সিল করে রাখা হয়েছে। কোথা থেকে এগুলি এল তা খতিয়ে দেখা হচ্ছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *