Bhangor:ঘটনাস্থলে ভাঙড় থানা, কাশীপুর থানার পুলিস ও কেন্দ্রীয় বাহিনী। পুলিসের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন শওকত মোল্লা। তার পরেই রাস্তায় বলে বিক্ষোভ দেখাতে শুরু করেন শওকতরা। তাঁদের দাবি, মৃত তৃণমূল কর্মীর বাড়ি যাওয়াতে কেন বাধা দেবে পুলিস?
Updated By: Jul 15, 2023, 10:24 PM IST