শুনতে অবাক লাগলেও বাস্তব এটাই। সব থেকে অবাক করার মতো বিষয়, সুস্বাদু এই ব্যালট খেতে আপনার বিন্দুমাত্র কষ্ট হবে না। তবে আপনি যদি ডায়াবেটিসের রোগী হন, তবে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ এই ব্যালট তৈরি হয়েছে কড়া পাকের ক্ষীরের সন্দেশ দিয়ে।
সোশ্যাল মিডিয়ার দৌলতে অশোকনগরের মহাদেব এখন ‘ফেমাস’। তাঁকে নিয়েই ইতিমধ্যেই চলছে ট্রোল, ওয়ালে ওয়ালে মিমের ছড়াছড়ি। মহাদেবের এই অদ্ভূত কাণ্ড থেকে অনুপ্রাণিত হয়ে অশোকনগরেরই প্রসিদ্ধ মিষ্টির দোকান মিষ্টি মহল তৈরি করল ‘ব্যালট পেপার মিষ্টি’। সুস্বাদু এই মিষ্টি নিয়ে গোটা এলাকা জুড়ে শুরু হয়েছে তুমুল চর্চা। ভোটের ব্যালট পেপারের আকারে সন্দেশ বানিয়ে, সাধারণ মানুষকে তা চেখে দেখা সুযোগ করে দিচ্ছে এই মিষ্টির দোকান।
কড়াপাকে তৈরি এই সন্দেশ হুবহু পঞ্চায়েত নির্বাচনে ব্যবহৃত ভোট দেওয়ার ব্যালট পেপারের মতো দেখতে। এই বিশেষ ধরনের মিষ্টির কথা ছড়িয়ে পড়তে মিষ্টি মহলের বাইরে এখন তিল ধারণের জায়গা নেই। বিভিন্ন এলাকা থেকে মানুষ আসছেন এই ব্যালট পেপারের স্বাদ নিতে। অশোকনগর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের ওই মিষ্টির দোকান এখন রাতারাতি আগ্রহের কেন্দ্র বিন্দুতে।
অনেকেই এই ব্যালট পেপার মিষ্টি খেয়ে দেখার ইচ্ছা প্রকাশ করছেন। ফলে, চাইলে আপনিও মহাদেবের মতন খেয়ে দেখতে পারেন কেমন খেতে হয় এই ‘ব্যালট পেপার’। তবে এই ক্ষীরের তৈরি ব্যালট খেলে আপনার পেটের বা শারীরিক কোনও সমস্যা হবে না, তার গ্যারান্টি দিচ্ছে মিষ্টি প্রস্তুতকারক সুমন পাল।
মিষ্টি দোকানের মালিক বলেন, ‘গণনাকেন্দ্রে এক প্রার্থী আস্ত ব্যালট পেপার খেয়ে নিয়েছিলেন বলে শুনেছি। এই ঘটনা শোনার পর থেকে আমাদের মাথায় এই বিশেষ মিষ্টি তৈরির ভাবনা এসেছে। কারিগরের সঙ্গে আলোচনা করি। উনি সেই মিষ্টি বানিয়েছেন। এখন মানুষের মধ্যে এই মিষ্টির প্রচুর চাহিদা। অনেকেই মিষ্টি কেনার জন্য এখানে আসছেন। অনেকেই অর্ডারও দিয়ে যাচ্ছে। নতুনত্ব আনার ফলে আমাদের মিষ্টির বিক্রিও বেড়েছে।’