পশ্চিম মেদিনীপুরে উদ্ধার ব্যালট
প্রসঙ্গত শুধু সাগরেই নয়, রাজ্যেপ বিভিন্ন জায়গায় চলছে এই ধরনের ঘটনা। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়েও উদ্ধার হয় ব্যালট। ওই ব্লকের নকুড়সেনী বিবেকানন্দ বিদ্যাভবন স্কুল চত্বরের আবর্জনার স্তুপে কিছু কাগজ পুড়তে দেখেন স্থানীয় কয়েকজন যুবক। এরপর কাছে গিয়ে তাঁরা দেখেন, পুড়ছে ব্যালট পেপার। তড়িঘড়ি আগুন নিভিয়ে সেখান থেকে প্রচুর ব্যালট পেপার উদ্ধার করেন তাঁরা। উদ্ধার হয় একটি ভোট দেওয়ার সিলও। ব্যালট পেপারগুলির প্রায় প্রতিটিতেও সিপিএম প্রার্থীকে ভোট দেওয়া হয়েছিল। তবে তৃণমূল ও বিজেপি প্রার্থীকে ভোট দেওয়া কিছু ব্যালট পেপারও পাওয়া গিয়েছে ওই জায়গা থেকে।
ব্যালট উদ্ধার মালদাতেও
অন্যদিকে মালদার মানিকচক ব্লকের ভোটগণনা হয়েছিল বিএসএস হাইস্কুলে। সেই গণনাকেন্দ্র থেকে ১০০ মিটার দূরে বোচাহি দিঘির পাশে বেশকিছু ব্যালট পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় সিপিআইএম, কংগ্রেস ও বিজেপি নেতারা। দেখা যায়, ২৭ নম্বর জেলা পরিষদ আসনের বিজেপি প্রার্থী গৌরচন্দ্র মণ্ডলের নামে ছাপ দেওয়া প্রায় ৫০০ ব্যালট পেপার সেখানে পড়ে রয়েছে। এই ঘটনার পরেই উত্তেজনা ছড়ায় এলাকায়। মানিকচক বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখান বিজেপি নেতা কর্মী সমর্থকেরা। বিজেপির অভিযোগ, তৃণমূল নেত্রী সাবিত্রী মিত্রের নির্দেশে ভোটগণনায় কারচুপি করেছেন প্রশাসনিক আধিকারিকরা।
ঘটনায় সরব হয়েছে সিপিএম-ও। জেলা পরিষদের ওই আসনে সিপিএম প্রার্থী দেবজ্যোতি সিংহের দাবি, গণনার সময়ই বোঝা গিয়েছিল কারচুপি হয়েছে। ব্যালট বাক্স বদল করেছে তৃণমূল। কিন্তু প্রমাণ না থাকায় অভিযোগ করা যায়নি। এবার গোটা বিষয়টা স্পষ্ট হল। এই বিষয়ে তাঁরা আদালতের দ্বারস্থ হবেন বলেও জানান দেবজ্যোতি সিংহ।