Murshidabad Bomb Blast : বল ভেবে খেলতে গিয়ে ফাটল বোমা! মুর্শিদাবাদ জখম ২ শিশু – the bomb exploded in murshidabad 2 children injured


রাজ্যে পঞ্চায়েত ভোট পর্ব শেষ। কিন্তু তাতেও থামছে না বোমা বিস্ফোরণ। ধারাবাহিকভাবে জায়গায় জায়গায় হয়ে চলেছে বোমা বিস্ফোরণ। এবার খেলনা ভেবে একটি কৌটো নিয়ে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে আহত হল দুই শিশু। সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার সালার থানার অন্তর্গত কাগ্রাম অঞ্চলের বাবলা গ্রামে। জানা গিয়েছে, শনিবার সকালে ওই গ্রামেরই বাসিন্দা সাহিল শেখ এবং সাকিব শেখ নামের দুই শিশু খেলনা ভেবে কৌটো বোমা নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণের জেরে গুরুতরভাবে জখম হয়।

Post Poll Violence : ১৪৪ ধারার মাঝেও ফাটল বোমা! ভাঙড়ে গুরুতর আহত চার ISF সমর্থক
আহত অবস্থায় ওই দুই শিশুকে চিকিৎসার জন্য সালার গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই ওই দুই শিশুর চিকিৎসা চলছে। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, বাবলা গ্রামে প্রায় পাঁচটি কৌটো বোমা পড়েছিল। আর সেই কৌটো বোমাকে খেলনা ভেবে খেলতে যায় দুই শিশু এবং একটি কৌটো বোমা ফেটে যায়। আর যার জেরে আহত সাহিল শেখ এবং সাকিব শেখ নামের ওই দুই শিশু। বোমা বিস্ফোরণের পর থেকে ওই এলাকায় আরও চারটি কৌট বোমা পড়ে আছে বলে অনুমান স্থানীয় বাসিন্দাদের। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায় এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা।

WB Panchayat Election 2023 : নির্বাচন পর্ব মিটলেও জারি হিংসা! ফের কলকাতার উপকণ্ঠে রাজারহাট থেকে ৮ টি তাজা বোমা উদ্ধার
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় সালার থানার পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু করে খতিয়ে দেখছে পুলিশ। কে বা কারা কি উদ্দেশ্যে ওই বোমাগুলি মজুদ করে রেখেছিল খতিয়ে দেখা হচ্ছে। এই বিষয়ে আহত সাহিলের মা বলেন, ‘আমার ছেলে ও আরেকজন শিশু সকালে বাড়ির বাইরে খেলছিল। খেলতে খেলতে একটু দূরে চলে যায়, আর ওই কৌটো নিয়ে খেলতে শুরু করে। হঠাৎ বিস্ফোরণ হয়। আওয়াজ পেয়ে আমি এবং আরও লোকজন ছুটে এসে দেখি দুজনেই আহত হয়ে পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাই’।

South 24 Parganas Panchayat Election : ভোটে বাধা! কাশীপুরে লাঠি হাতে পুলিশকে হটালেন ISF কর্মীরা
তিনি আরও বলেন,’পঞ্চায়েত ভোটের সময় থেকে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছে আমাদের গ্রাম। এখানে তাজা বোমাও পাওয়া গিয়েছে একটা সময়। তখন পুলিশ এসে অনেক আশ্বাস দিয়ে গিয়েছিল। কিন্তু কাজের কাজ হয়নি।

Post Poll Violence in West Bengal : TMC-CPIM সংঘর্ষে তুমুল উত্তেজনা-বোমাবাজি আমডাঙায়, আহত একাধিক
যার জেরে আমার ছেলেকে আজ আহত হতে হল। সম্পূর্ণ সুস্থ কবে হয়ে উঠবে, ডাক্তাররা কিছুই বলতে পারছেন না’। একাধিকবার বোমা উদ্ধার হওয়ার পরেও পুলিশ কেন কোনও পদক্ষেপ নেয়নি এই বিষয়ে, এই মুহূর্তে সেই প্রশ্নই তুলছেন গ্রামের মানুষ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *