Panchayat Election Result 2023 : অশ্লীল অঙ্গভঙ্গি, চটুল নাচের আসর! তৃণমূলের বিজয় উৎসব ঘিরে বিতর্ক – trinamool congress victory rally after winning panchayat election arises controversy in uttar 24 pargan


Uttar 24 Pargana : পঞ্চায়েত নির্বাচনে দিকে দিকে ভালো ফল করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। তবে ভালো ফল করলেও শাসকদলের তরফে এখনই বিজয় উৎসব পালনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আর এরই মাঝে রীতিমতো চটুল নাচে, গানে বিজয় উৎসবে সামিল হলেন আমডাঙার এক এলাকার সকল বয়সের মানুষেরা। তবে সংস্কৃতি প্রেমী মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় রবীন্দ্রসংগীত বা বাংলা গানে নয়, চটুল গানে ও স্বল্পবসনা রূপান্তরিত তৃতীয় লিঙ্গের নর্তকীদের দেখা গেল হিন্দি গানের তালে তালে নানা অঙ্গভঙ্গির মাধ্যমে, কোমর দুলিয়ে নাচতে। আর সেই ভিডিয়োই সোশাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়ল সর্বত্র।

Uttar Dinajpur Panchayat Result : ভোটগণনার পরও উত্তপ্ত বাংলা, রায়গঞ্জে তৃণমূল-নির্দল সংঘর্ষে জখম ১০
এলাকার কচিকাঁচা থেকে বৃদ্ধ সকল বয়সের মানুষ তখন একবার উঁকি দিয়ে দেখার জন্য প্রস্তুত। এলাকায় জমে যায় ভিড়। বাড়ির ছাদ, আশপাশের পাঁচিল সব জায়গাতে তখন ভরে ওঠে এলাকার যুবকদের ভিড়ে। সাউন্ড সিস্টেমে তখন তারস্বরে বাজছে একের পর এক চটুল হিন্দি গান। আর সেই গানেই প্রথমে আমডাঙার শশিপুর গ্রামের শাসক দলের কর্মী সমর্থকদের দেখা যায় উদ্দাম নৃত্যের সঙ্গে আবির খেলতে।

Malda Panchayat Election Result 2023 : পরাজিত তৃণমূল প্রার্থীর বাড়িতে হামলা, ভাঙচুরের অভিযোগ জোটের সমর্থকের বিরুদ্ধে
ধীরে ধীরে জমে ওঠে বিজয় উৎসব। এরপরেই দেখা যায় চটুল গানে কোমর দুলিয়ে নাচতে দুই রূপান্তরিত তৃতীয় লিঙ্গের স্বল্পবসনা নর্তকীদের। বিভিন্ন কুরুচিকর অঙ্গভঙ্গির মধ্যে দিয়েই এলাকার যুবকদের মন জয় করতে একের পর এক হিন্দি গানে নাচতে দেখা যায় তাদের।

Post Poll Violence In West Bengal : মুড়ি মুড়কির মতো পড়ছে বোমা! ভোট পরবর্তী হিংসা অব্যাহত কুলপিতে
আর এভাবেই ভোটে জিতে এলাকাবাসীদের মনোরঞ্জন করতেই এই ব্যবস্থাপনা ছিল চণ্ডীগড় পঞ্চায়েতের ৭৫৭ নম্বর বুথের তৃণমূল কংগ্রেসের প্রার্থী আজমিরা খাতুনের। শাসক দলের এহেন বিজয় উৎসবকে ঘিরে উঠেছে প্রশ্ন। যদিও আজমিরা খাতুন বলেন, ‘ভোটে জেতার পর এলাকার কর্মীদের কিছু আবেদন ছিল।

West Bengal Panchayat Election Post Poll Violence : টাঙির কোপ-বোমাবাজি-গুলি থেকে জয়ী প্রার্থীকে মারধর, ভোটের পরেও রক্তে লাল বাংলা
সেটাই রাখার চেষ্টা করেছি। প্রত্যেকদিন এসব হয়না’। বিরোধীরা বিষয়টিকে নিয়ে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন। অপসংস্কৃতির ধারাকে বয়ে নিয়ে যাচ্ছে শাসক দল, বলেও মন্তব্য করেছেন স্থানীয় বিরোধী নেতৃত্বরা। মাত্র ১৯৯ ভোটে জয়লাভ করেছেন তৃণমূলের এই প্রার্থী।

Howrah Panchayat Result : তৃণমূলের বিজয় মিছিলে পাথর বৃষ্টির অভিযোগ! ভাঙল অ্যাম্বুল্যান্সের কাঁচ, উত্তপ্ত ডোমজুড়
আর তাই পরিবার-পরিজনসহ দলীয় কর্মী সমর্থকদের আনন্দ দিতেই এই আয়োজন বলে জানিয়েছেন তৃণমূলের টিকিটে এগিয়ে জয়ী হওয়া এই প্রার্থী। তবে ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় এই বিজয় উৎসবের ভিডিয়ো ছড়িয়ে পড়তেই উঠেছে সমালোচনার ঝড়। তবে ৫১ বছর পর শশীপুর গ্রামে ফুটল জোড়া ফুল।

Uttar 24 Parganas Panchayat Result : করোনাকালে অ্যাম্বুল্যান্স চালিয়ে মানুষের পাশে, BJP প্রার্থী হয়ে জয় মসিহা সমরজিতের
চণ্ডীগড় পঞ্চায়েতের ২৫ টি আসনের মধ্যে ২৪ টি তৃণমূলের দখলে থাকলেও, একটি আসন পেয়েছে বামেরা। তবে এভাবে দলীয় নির্দেশ অমান্য করে বিজয় উৎসব করার কারণে কি পদক্ষেপ গ্রহণ করে দল এখন সেদিকেই তাকিয়ে সকলে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *