Panchayat Violence: ভোট পরবর্তী অশান্তিতে গুলি বাসন্তীতে! জখম ১ তৃণমূল কর্মী


প্রসেনজিৎ সর্দার ও অয়ন ঘোষাল: ভোট পরবর্তী অশান্তিতে ফের উত্তপ্ত বাসন্তী। গুলিবিদ্ধ তৃণমূল কর্মী। রাতের অন্ধকারের তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠলো আরএসপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।গুরুতর জখম হয়েছেন তৃণমূল কর্মী শামিম সর্দার। তাঁর বাম হাতের বাহুতে গুলি লেগেছে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার অন্তর্গত গরাণবোস এলাকায়। আরজিকর হাসপাতালে ভর্তি করা হয়েছে আহতকে।

আরও পড়ুন, Panchayat Violence: ভোটের পর অশান্ত ক্যানিং, তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন! অভিযোগ ISF-এর বিরুদ্ধে

এই ঘটনায় গুলি চালানোর অভিযোগ উঠেছে আরএসপির বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে আরএসপি। বাবার জন্য কাল রাত সাড়ে ১০ টায় ওষুধ কিনতে বেরিয়েছিল শামিম সর্দার। এটাই তার জীবনের প্রথম ভোট। সে বাবা-কাকার পথ ধরে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছিল। তাই তাকে আরএসপি আশ্রিত দুষ্কৃতীদের আক্রমণের শিকার হতে হল বলে অভিযোগ পরিবারের। 

আপাতত কিছুটা স্থিতিশীল বাসন্তীর গুলিবিদ্ধ তরুণ ২০ বছরের শামিম সর্দার। এলাকায় ফিরতে ভয় পাচ্ছেন মা মমতা সর্দার। আতঙ্কিত মা, মমতা সর্দার অ্যাম্বুলেন্সে কার্যত লুকিয়ে আছেন। কাঁপছেন থর থর করে। বলছেন, বাড়িতে স্বামী আছে, আরও এক সন্তান আছে। আহতের জামাইবাবু দাবি করছেন, বাড়ির চারপাশ এখনও ঘিরে আছে আরএসপি আশ্রিত দুষ্কৃতীরা। 

ঘটনার দিন, পাড়ার মুখে দাঁড়িয়ে ছিল ৫ থেকে ৬ জন। সকলেই সশস্ত্র অবস্থায় ছিল। সবার মুখ চেনা। তাদেরই একজন পিস্তল বের করলে দৌড়ে পালানোর চেষ্টা করে শামিম। কিন্তু তার পিঠ লক্ষ্য করে গুলি চালানো হয়। লক্ষ্যভ্রষ্ট হয়ে তা লাগে ডান দিকের কাঁধের নিচে। রাতেই তাকে নিয়ে আসা হয় এসএসকেএমের ট্রমা কেয়ারে। সকালে অবস্থা কিছুটা স্থিতিশীল দেখে বাড়ির লোক অ্যাম্বুলেন্সে বাসন্তী ফেরার পথে হাইওয়ের পাশে একটি গাড়ী সারানোর গ্যারাজে দাঁড়িয়ে যান। আর এগোনোর সাহস পাচ্ছেন না তারা। 

আরও পড়ুন, Bhangar Panchayat Violence: ভোটের আগের দিন বেদম মার, মৃত্যু হল ভাঙড়ের আহত তৃণমূল কর্মীর

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *