Tarapith Temple : ভক্তদের থেকে তোলাবাজি, মারধরের অভিযোগ! তারাপীঠে শোরগোল, ধৃত ৬ – six arrested for attempting extortion and assault to devotees near tarapith temple


তারপীঠে আসা ভিন রাজ্যের পূণ্যার্থীদের থেকে তোলাবাজির চেষ্টা। টাকা না দেওয়ায় মারধরের অভিযোগ ঘিরে চাঞ্চল্য বীরভূমে। বীরভূমের রামপুরহাট মনসুবা বাইপাস এলাকায় বিহারের মুজাফফরপুর থেকে আসা পূণ্যার্থীদের মারধরের অভিযোগ উঠেছে। শুক্রবার রাত ন’টা নাগাদ এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। মারধর করার কারণে পূণ্যার্থীদের অনেকেই আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

বিহার থেকে আসা পূণ্যার্থীদের অভিযোগ, তারাপীঠ মন্দিরে পুজো দেওয়ার জন্য বিহারের মুজাফফরনগর থেকে বাসে চেপে ৭০-৮০ জনের একটি দল এসেছিল। মা তারার মন্দিরে পুজো দেওয়ার পর বাসে চেপে মুজাফফরপুর ফিরে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। রামপুরহাটে জাতীয় সড়কের মনসুবা বাইপাস সংলগ্ন এলাকায় কয়েকজন ব্যক্তি রাস্তা থেকে বেআইনি টোল আদায়ের নামে পূণ্যার্থীদের থেকে টাকা চায়। অভিযোগ, তারাপীঠ যাওয়ার পথেও তাঁদের থেকে টাকা নেওয়া হয়েছিল। সেই কারণে ফেরার পথে টাকা দিতে অস্বীকার করেন তাঁরা।

West Bengal Panchayat Election Post Poll Violence : টাঙির কোপ-বোমাবাজি-গুলি থেকে জয়ী প্রার্থীকে মারধর, ভোটের পরেও রক্তে লাল বাংলা
টাকা দিতে অস্বীকার করায় একদল লোক এসে তাঁদের বাসের কাচ ভেঙে দেয় বলে অভিযোগ। বাসে ভাঙচুর চালানো হয় বলেও জানা গিয়েছে। মহিলাসহ বাসের সাত-আটজন পূণ্যার্থীকে মারধর করা হয় বলেও অভিযোগ। এরপর আহত যাত্রীদের উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁদের চিকিৎসা শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে স্থানীয় থানার পুলিশ।

এক পূণ্যার্থী বলেন, ‘টোল ট্যাক্সের নামে তারপীঠ যাওয়ার সময় আমাদের থেকে টাকা আদায় করা হয়। ফেরার সময়ও রাস্তায় বাস আটকে টাকা চাওয়া হয়। টাকা দিতে রাজি না হওয়ায় ২০-২৫ জন মিলে জড়ো হয়ে যায়। বাসে দেদার ভাঙচুর চালানো হয়। মহিলাদেরও মারধর করা হয়। পূণ্যার্থীদের বেশ কয়েকজন আহত হয়েছেন।’

Lake Town Shootout : খাস কলকাতায় শ্যুটআউট! লেকটাউনে দমকলকর্মীকে গুলি করে খুন
রামপুরহাট থানার তরফে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়। এই ঘটনায় জড়িত সন্দেহে ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতেদের আজ আদালতে তোলা হবে বলেই জানা গিয়েছে। এই ঘটনা আর কেউ জড়িত রয়েছেন কি না, তা খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা। যদি রাজ্যের অন্যতম জনপ্রিয় তীর্থস্থানে এই ধরনের ঘটনা ঘটায় ভক্তদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

Hooghly Post Poll Violence : মুহুর্মুহু বোমা, বাঁশ-শাবল দিয়ে মার! ভোট পরবর্তী সন্ত্রাসে টগবগিয়ে ফুটছে জাঙ্গিপাড়া
কলকাতা থেকে তারপীঠে আগত অমিত দাস এই ঘটনা প্রসঙ্গে বলেন, ‘প্রত্যেক বছরই আমার একাধিকবার তারাপীঠে মায়ের কাছে পুজো দিতে আসি। সেখানে যদি এই ধরনের তোলাবাজির ঘটনা ঘটে তবে কিছু বলার নেই। ভক্তদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠে গেল।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *