বিশ্বস্ত সূত্রের খবর অনুযায়ী, শুক্রবার রাতে মাথাভাঙা – ২ ব্লকের ৬ টি গ্রাম পঞ্চায়েতের জয়ী পঞ্চায়েত সদস্যদের গাড়ি করে BJP শাসিত অসমের ধুবড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে একাধিক ভবনে তাঁদের রাখা হয়। অর্থাৎ নিজেদের প্রার্থীদের ধরে রাখতে এবার ‘মহারাষ্ট্র মডেল’-এর শরণাপন্ন হয়েছে BJP, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।
যদিও BJP-র জয়ী পঞ্চায়েত সদস্যদের মধ্যে একজন বলেছেন, ‘আমরা পঞ্চায়েত দখল করেছি। কিন্তু শাসক দল তৃণমূল ক্রমাগত হুমকি দিচ্ছে। বোর্ড গঠনের ক্ষেত্রে ওরা আমাদের পঞ্চায়েত সদস্যদের অপহরণ করে নিতে পারে। তাই আমাদের অসমে নিয়ে এসে রাখা হয়েছে’।
কোচবিহার জেলার পঞ্চায়েত নির্বাচনের ফল বেরোলে দেখা যায় শতাধিক গ্রাম পঞ্চায়েত দখল করেছে তৃণমূল। ২২ টি গ্রাম পঞ্চায়েত BJP দখল করেছে। এর মধ্যে মাথাভাঙা – ২ ব্লকের ৬ টি গ্রাম পঞ্চায়েত দখল করেছে BJP। পঞ্চায়েতের ফল বেরোনোর পর থেকেই BJP-র পঞ্চায়েত সদস্যদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
তাই তাঁদের অসমের ধুবড়িতে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। BJP-র জয়ী পঞ্চায়েত সদস্যদের মধ্যে আরেকজন বলেছেন, ‘ভোটের আগে মনোনয়ন তোলার জন্য আমাকে হুমকি দেওয়া হচ্ছিল। আর ভোটের জেতার পরে তৃণমূলে যোগ দেওয়ার জন্য হুমকি দিতে শুরু করে গুণ্ডারা।
একথা আমি জেলা নেতৃত্বকে জানাই। তারপরেই এই ব্যবস্থা নেওয়া হয়’। যদিও এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছে BJP কোচবিহার জেলা নেতৃত্ব। এদিকে, তৃণমূল মুখপাত্র পার্থপ্রতীম রায় বলেছেন, ‘BJP আসলে নিজেদের কর্মীদের বিশ্বাস করে না।
দলের কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য নেতৃত্বকে বিশ্বাস করেনা। আবার রাজ্য নেতৃত্ব জেলা নেতৃত্ব ও কর্মীদের বিশ্বাস করে না। তাই ওরা পশ্চিমবঙ্গ তথা বিভিন্ন রাজ্যে এই কাণ্ড ঘটিয়ে থাকে। অসম মনে হয় তাঁদের কাছে সেফ জোন। তাই সবাইকেই অসমে নিয়ে যাওয়া হয়’।