‘আমি ব্যালট পেপার হামলে পড়ে খাই…!’ হাবড়ার ঘটনা নিয়ে এবার প্যারোডি, দেখুন ভিডিয়ো


ব্যালট ভক্ষণ কাণ্ড নিয়ে গোটা রাজ্য তোলপাড়। এক প্রার্থীর ব্যালট পেপার গিলে নেওয়ার ঘটনা পঞ্চায়েত নির্বাচনের ইতিহাসে ঘটেছে কিনা, তা নিয়ে সন্দিহান অনেকেই। বিষয়টি নিয়ে ব্যঙ্গাত্মক চিত্র, ভিডিয়ো ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায়। এর মধ্যেই বিষয়টি নিয়ে গান ধরলেন এক নাগরিক।

West Bengal Panchayat Election Result : &amp#39;পেটে ব্যালট আছে কিনা আল্ট্রাসোনোগ্রাফি করা হোক…&amp#39;, খোলা চ্যালেঞ্জ মহাদেবের
‘আমি ব্যালট গিলে খাই গো..’ বলে গান বেধেছেন তিনি। ফেসবুকে বিপ্লব বসাক নামে এক ব্যক্তির প্রোফাইল থেকে গানটি শেয়ার করা হয়েছে। প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে। মূলত, সত্যজিৎ রায়ের বিখ্যাত চলচ্চিত্র ‘হীরক রাজার দেশে’ বিখ্যাত গায়ক অমর পালের গান, ‘ আমি কতোই রঙ্গ দেখি দুনিয়ায়…’ গানের সুরে এই প্যারোডি গানটি তৈরি করা হয়েছে।

North 24 Parganas Panchayat Election Result : CPIM প্রার্থীকে হারাতে ব্যালট গিলে খেলেন TMC প্রার্থী, হইচই হাবরায়
ব্যাঙ্গ করে এই গানের মাঝে লেখা হয়েছে, ‘ দেখো কতজনে বালি পাথর খেলো/ আর দোষটা শুধুই আর বেলায় হলো..’, গোটা গানের মধ্যে উত্তর ২৪ পরগনা জেলার এক তৃণমূল প্রার্থীর ব্যালট পেপার গিলে খেয়ে নেওয়ার বিষয়টি নিয়ে নানা মজাদার কথা উঠে এসেছে। বিষয়টি খবরে আসার পর থেকেই নেট দুনিয়ায় মিম, ব্যঙ্গচিত্রের পর এবার জায়গা করে নিল প্যারোডি গানও।

Ballot Paper Mishti : ব্যালট পেপার &amp#39;গিলে খাওয়া&amp#39;-র বাম্পার সুযোগ! অশোকনগরের দোকানে লম্বা লাইন
প্রসঙ্গত, উত্তর ২৪ পরগনা জেলার হাবরার ভুরকুণ্ডা গ্রাম পঞ্চায়েতে এক প্রার্থীর বিরুদ্ধে ব্যালট পেপার গিলে খেয়ে নেওয়ার অভিযোগ ওঠে। স্থানীয় পঞ্চায়েতের সিপিএম প্রার্থী রবীন্দ্রনাথ মজুমদারের অভিযোগ করেন এক তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে। তৃণমূল প্রার্থী মহাদেব মাটির বিরুদ্ধে অভিযোগ করেন সিপিএমের প্রার্থী রবীন্দ্রনাথ মজুমদার।

গোটা ঘটনা জানাজানি হওয়ার পর শোরগোল পরে যায় রাজ্য জুড়ে। যদিও এই ঘটনার কথা সম্পূর্ণ অস্বীকার করেছেন ওই তৃণমূল প্রার্থী। তাঁর সম্বন্ধে ভুল রটানো হয়েছে বলে দাবি করেন তিনি। এমনকি তিনি যদি সত্যিই ব্যালট পেপার খেয়ে থাকেন, তার জন্য তাঁর পেটের আল্ট্রাসনোগ্রফি করা হোক বলেও দাবি করেছেন তিনি। বিষয়টি নিয়ে অস্বস্তির মুখে পড়তে হয়েছে তৃণমূল কংগ্রেসকেও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *