‘উনি ঘেরাটোপে আছেন…’, হিংসা কবলিত এলাকা ঘুরে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব TMC বিধায়ক


Panchayat Violence : ভোট পরবর্তী হিংসা অব্যাহত ইসলামপুরে। হিংসা নিয়ন্ত্রণ নিয়ে নিয়ে দুদিন আগেই সরব হয়েছিলেন তৃণমূলের ‘বিদ্রোহী’ বিধায়ক আব্দুল করিম চৌধুরী (Abdul Karim Chowdhury)। এবার সন্ত্রাস বিধ্বস্ত এলাকা ঘুরে দেখলেন ইসলামপুরের বিধায়ক। তাঁর অনুগামী অনেক নির্দল প্রার্থীর বাড়ি ভাঙচুর, হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ তাঁর। শনিবার বিকেলে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের আগডিমটিখুন্তি অঞ্চলের বুধাগছ, দিঘিরপাড় সহ অন্যান্য গ্রামের সন্ত্রাস বিধ্বস্ত এলাকা ঘুরে দেখেন তিনি।

Abdul Karim Chowdhury : রাজ্যসভা নির্বাচনে ভোট না দেওয়ার হুঁশিয়ারি, ফের চটলেন TMC বিধায়ক
পঞ্চায়েত ভোটে করিম চৌধুরীর অনুগামীরা নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দীতা করার অভিযোগে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুস্কৃতীরা করিম অনুগামীদের বাড়ি ভাঙচুর, মারধোর করার অভিযোগ উঠেছিল। তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুস্কৃতীদের ভয়ে পুরুষ শূন্য হয়ে পড়ে গ্রামগুলি বলে দাবি। তৃণমূল কংগ্রেস আশ্রিত দুস্কৃতীদের ভয়ে মহিলারা আতঙ্কিত। বিধায়ক আব্দুল করিম চৌধুরীর অভিযোগ, মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee) বারবার বলা সত্বেও তিনি কোনও পদক্ষেপ নিচ্ছেন না। এই অত্যাচার বন্ধ না হলে তিনি সরকারের কাজকর্মের বিরোধিতা চালিয়ে যাবেন।

Abdul Karim Chowdhury: অভিষেকের কড়া নিদানে বিদ্রোহ উধাও, নির্দলেরা তৃণমূলে ফিরতেই মুখ পুড়ল করিমের
তবে বিধায়কের তোলা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি জাকির হোসেনের দাবি, ‘যারা বাড়িঘর ছেড়ে বাইরে আছেন ভোটের দিন তারা এলাকায় গুলি চালিয়ে ভোট বন্ধ করে দিয়েছিল। সেই অভিযোগে পুলিশ তাদের খুঁজছে। গ্রেফতার এড়াতেই তারা বাড়ি ছেড়ে পালিয়ে আছেন।’

WB Panchayat Election : &amp#39;মমতাকে প্রার্থীতালিকা পাঠাবো, যদি না মানেন…&amp#39;, দলনেত্রীকে চ্যালেঞ্জ তৃণমূল বিধায়ক
তাঁর কথায়, বিধায়ক না জেনে এলাকায় অশান্তি তৈরি করতেই মিথ্যা অভিযোগ করছেন। এদিকে বিধায়ক করিম চৌধুরী ভুজাগছ গ্রামে পার্শ্ববর্তী গ্রামে যেতে চাইলে জাকির হোসেনের অনুগামীরা বাধা দিলে বিধায়ক সেখান থেকে ফিরে আসেন।
উল্লেখ্য, উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক আব্দুল করিম চৌধুরীর সঙ্গে জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের বিরোধ আজ সকলের জানা। উভয়ের বিরোধিতা আরও বাড়ে পঞ্চায়েত নির্বাচনে। জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বিধায়ক করিম অনুগামীকে প্রার্থী না করায় বিধায়ক তার অনুগামীদের নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দীতা করায়।

Panchayat Election : পঞ্চায়েতের মুখে বিদ্রোহের সুর চড়িয়ে মমতাকে নির্দল-বার্তা!

দলের প্রার্থীর বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দীতা করায় ভোট দিন থেকেই শুরু হয় মারধোর,বাড়িঘর ভাঙচুর। গননার পর এই অত্যাচার আরও বাড়ে। শনিবার অনুগামীদের দেখতে আগডিমটিখুন্তি এলাকায় গিয়েছিলেন বিধায়ক আব্দুল করিম চৌধুরী। তার কাছে আক্রান্তদের পরিবারের লোকেরা কষ্টের কথা বলেন।
করিম অনুগামী ফরিদা বানু বলেন, ‘আমাদের ঘর-বাড়ি ভাঙচুর করেছে। আমাদের এখনকার ১৫-২০ জনকে মারধর করেছে। আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে।’ তৃণমূল অনুগামীরাই এসব করছে বলে জানান তিনি। অনুগামীদের বাড়ি বাড়ি গিয়ে সমস্ত অভিযোগের কথা শোনেন ইসলামপুরের বিধায়ক।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *