চূড়ান্ত বোল্ড ভিডিয়ো, লজ্জায় ঢাকতে হবে চোখ, লাস্যের রানিকে সতর্ক করল ইনস্টাও!


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রাক্তন মিস ক্রোয়েশিয়া ইভানা নলের (Miss Croatia Ivana Knoll) আর নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার দরকার নেই। কাতার বিশ্বকাপে (FIFA World Cup 2022) প্রতিপক্ষ দেশের সমর্থকদেরও নিজের ফ্যান বানিয়েছেন তিনি। সম্প্রতি ইভানা বিকিনিতে এমন এক ভিডিয়ো শ্যুট করিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন, যার জন্য় ইনস্টাও তাঁকে সতর্ক করল। যদিও ইভানা সেবস নিয়ে বিন্দুমাত্র ভাবিত নন! উল্টে তিনি লিখেছেন যে, তিনি ইনস্টার জন্য ‘টু হট’! তাই সামলাতে পারেনি এই জনপ্রিয় সোশ্যাল মিডিয়া সাইট। প্রতি সপ্তাহে ‘শ্যাডোব্যানড’ হচ্ছেন তিনি। সম্প্রতি ইভানার সঙ্গে ম্যান সিটি-র ম্যাজিশিয়ান আর্লিং হাল্যান্ডের ছবিও ভাইরাল হয়েছিল নেট দুনিয়ায়

আরও পড়ুন: বর্ষবরণের রাতে আগুনে ইভানা, পোল ধরে দাঁড়িয়ে …

ফুটবল বিশ্বকাপ মানেই গ্যালারিতে স্বল্পবসনা ললনাদের সারি। ফুটবলের এরকম রঙিন ছবি দেখেই অভ্যস্ত ফ্যানরা। কিন্তু এবার বিশ্বযুদ্ধের আসর বসছিল কাতারে। মধ্যপ্রাচ্যের এই দেশ ফতোয়ার নাগপাশে জড়ানো। নিষেধের বেড়াজালে বাঁধা এখানকার সংস্কৃতি থেকে সমপ্রেম। পোশাক থেকে শুরু করে মদ্যপান! স্বাধীনতা শব্দটাই এখানে বেমানান। কিন্তু এসব নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে মিস ক্রোয়েশিয়া ঝোড়ো মেজাজেই ব্যাট করছেন লুকা মদরিচদের প্রতি ম্যাচে। ক্লিভেজ দেখিয়ে কাতারি দর্শকদেরও নিজের ফ্যান বানিয়ে ফেলেছেন তিনি। বাচ্চা থেকে বুড়ো, গ্যালারিতে তাঁকে সকলেই দেখছেন হাঁ করে। সেই ছবিও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে বারবার। 

গুগলে হটেস্ট ফুটবল ফ্যান বা হটেস্ট ফ্যান বলে সার্চ দিলেও চলে আসছে সবার ইভানার নাম। তাঁর নতুন নাম হয়েছে ‘ওয়ার্ল্ড কাপ’স সেক্সিয়েস্ট ফ্যান’। এমনকী আর্জেন্টিনার ফ্যানরাও তুলেছেন তাঁর সঙ্গে সেলফি। ইভানাকে ভালোবেসে ফ্যানরা নাম দিয়েছেন  ‘বিশ্বকাপের গার্লফ্রেন্ড’। ২০১৪, ২০১৮-র পর এবার ২০২২ বিশ্বকাপেও গ্যালারিতে আগুন জ্বেলেছেন ইভানা। বিশ্বকাপের পর ইভানার জনপ্রিয়তা আকাশ ছুঁয়েছে। তাঁর এখন ৩.৩ মিলিয়ন ফলোয়ার্স। ইভানা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান। সুইমস্যুটে বা রিভিলিং পোশাকে ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় আগুন জ্বালান। তবে এরপর থেকে ইভানাকে একটু সতর্ক হতে হবে। হতে পারে লাস্যের লাভাস্রোতে কামের আগুন মেশানোর জন্য, তাঁকে ইনস্টা ব্যানও করে দিল!

আরও পড়ুন: খেলা দেখতে এসেছিলেন বিশ্ববিখ্যাত ক্লাবে, তবে …

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *