Debangshu Bhattacharya : ‘আগে বুথ সামলা, তারপর ভাবিস বাংলা’, নাম না করে সুকান্ত-শান্তনুকে জবাব দেবাংশুর – debangshu bhattacharya replied sukanta majumdar and shantanu thakur on social media


রাজ্যের সরকার পড়ে যাওয়া নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর। এবার নাম না করে পালটা জবাব দিলেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি লেখেন, ‘যে নিজের বুথে জিততে পারে না, সে রাজ্য থেকে সরকার ফেলার গল্প শোনায়! আগে সরকার ফেলার গল্প শোনাত এমনই একজন। সেও শেষ দুটি ভোটে নিজের বুথে হেরেছে। আর আরেকজন তো লোডশেডিং করে বিধানসভায় জেতার পর পঞ্চায়েতে ১০,৫০০-তে হেরে ভূত। আগে বুথ আর বিধানসভা সামলা, তারপর ভাবিস বাংলা।’

প্রসঙ্গত, আগামী ৫ মাসের মধ্যে বাংলার সরকার পড়ে যাবে বলে ভবিষ্যদ্বাণী করেছেন বনগাঁর সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। তিনি বলে, ‘এরা (তৃণমূল) ভেবে নিয়েছে এরা চিরস্থায়ী, কখনওই এরা চিরস্থায়ী নয়, আগামী ৫ মাসের মধ্যে এদের সরকার পরে যাবে, আমি গ্যারান্টি দিয়ে বলে যাচ্ছি।’ এক্ষেত্রে মনে রাখতে হবে সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে ধস নেমেছে বিজেপির মতুয়া ভোটব্যাঙ্কে। উত্তর ২৪ পরগনা, নদিয়া-সহ বাকি প্রায় সমস্ত জেলাতেই কমেছে মতুয়াদের আশীর্বাদ। এমনকী তাঁর বুথেও হারের মুখ দেখেছে গেরুয়া শিবির। আর তাতেই সিঁদূরে মেঘ দেখে শান্তনু ঠাকুর পালটা আক্রমণের পথে হাঁটছেন বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের কারও কারও। যদিও পঞ্চায়েত ভোটের ফলফলকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ এই বিজেপি সাংসদ।

Matua Community : মতুয়া ভোটে ধস, চিন্তা বাড়ল গেরুয়া শিবিরের
এদিকে আবার প্রায় একই ধরনের কথা শোনা গিয়েছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মুখেও। তিনি বলেন, ‘পাঁচ মাস কেন যে কোনও দিনই পড়ে যেতে পারে সরকার। হঠাৎ করেই বিধায়করা মনে করতে পারেন যে আমরা আর সমর্থন করব না। সমর্থন সরিয়ে নিতে পারেন। আবার তাঁরা মনে করতে পারেন, অন্য কাউকে সমর্থন করব। অথবা এমন গণআন্দোলন শুরু হল যে এমএলএ-রা বলে বসলেন আমরা বিধায়ক পদে থাকব না, বিধায়ক পদ ছেড়ে দিলেন। এমন না হওয়ার তো কিছুই নেই। রাজনীতিতে কোনও কিছুই অসম্ভব নয়, সব সম্ভাবনাই রয়েছে।’ সুকান্ত মজুমদারের এই মন্তব্যের পরেই ব্যাপক জল্পনা শুরু হয়েছে রাজনৈতিকমহলে। তবে কি বাংলাতেও মহারাষ্ট্রের মতো পরিস্থিতি তৈরি হতে পারে? যদিও সেই বিষয়ে অবশ্য সময়ই জবাব দেবে। কিন্তু এরই মাঝে নাম না করে পালটা জবাব দিলেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *