নতুন বাড়ির গৃহপ্রবেশ উপলক্ষে পার্টি দিয়েছিলেন লেখিকা কণিকা ধিল্লন এবং হিমাংশু শর্মা (Himanshu Sharma Housewarming Party)। পার্টিতে নিমন্ত্রিত ছিলেন আত্মীয়স্বজন থেকে শুরু করে বন্ধ বান্ধব। এদিনের পার্টিতে দেখা গিয়েছে বহু বলি তারকাকেও। পার্টিতে দেখা গিয়েছে তাপসি পানু থেকে শুরু করে হুমা কুরেশি। এছাড়া উপস্থিত ছিলেন আরও অনেকেই। কালো-সাদা স্ট্রাইপের শাড়ি পরে দেখা গিয়েছে তাপসিকে। অন্যদিকে, কালো-সাদা রঙের পোশাকে নজর কেড়েছেন হুমা কুরেশি। গেস্টদের নিজে দাঁড়িয়ে থেকে ওয়েলকাম জানিয়েছেন কণিকা। পার্টিতে সাদা অফ শোল্ডার গাউনে নজর কেড়েছেন কণিকা। দেখুন সেই ভিডিয়ো।