Mamata Banerjee: ফুঁসছে নদী, বানভাসি উত্তরবঙ্গে উচ্চ পর্যায়ের বিশেষ বিপর্যয় মোকাবিলা দল পাঠাচ্ছেন মুখ্যমন্ত্রী – mamata banerjee sending special high level disaster management team for north bengal flood hit area


লাগাতার বৃষ্টিতে বেহাল উত্তরবঙ্গে একাধিক জেলা। বানভাসি পরিস্থিতি জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। এর মধ্যে ভুটানেও বৃষ্টির জেরে হরপা বান নেমেছে উত্তরের একাংশে। এর জেরে জলমগ্ন আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি। ভেঙে পড়েছে নদীর উপকূলের বাড়ি। জলমগ্ন অঞ্চলে আটকে পড়েছেন কয়েকশো বাসিন্দা। উত্তরের এই পরিস্থিতি নিয়ে উদ্বেগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাহায্যের জন্য পাঠালেন বিশেষ টিম।

WB Flood Situation: প্রবল বৃষ্টিতে বানভাসি আলিপুরদুয়ারে গুড়িয়ে গেল ICDS-এর ঘর, জলে আটকে পড়া মানুষকে উদ্ধারে বায়ুসেনা

উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি নিয়ে এদিন টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি জানিয়েছেন, ”উচ্চপর্যায়ের বিপর্যয় মোকাবিলায় দক্ষ টিমকে আগামীকাল (পাঠাচ্ছি) উত্তরবঙ্গে। সেচমন্ত্রী সাবিনা ইয়াসমিন এবং বিপর্যয় মোকাবিলা দফতরের সমস্ত আধিকারিকরা পরিস্থিতি উন্নত করার প্রচেষ্টা চালাচ্ছেন প্রতিমুহূর্তে। বৃষ্টিতে চাষের ক্ষতির বিষয়টিও দেখছে এগ্রিকালচার দফতর। আমি নিজেও বিষয়টির উপর নজর রাখছি।”

West Bengal Rainfall Update: বঙ্গোপসাগরে ঘনীভূত ঘূর্ণাবর্ত, বাংলার কপালে ঘোর দুর্যোগ!

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ”গত কয়েকদিনে উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে ফুলেফেঁপে উঠেছে নদীর জল। বিপদসীমার কাছাকাছি পৌঁছে গিয়েছে নদীর জল। রাস্তা ছাপিয়ে বইছে নদী। রাস্তা জলমগ্ন হওয়ায় কিছু কিছু অংশে বিছিন্ন যোগাযোগ ব্যবস্থা। সম্পত্তির ক্ষতি হচ্ছে ঘরছাড়া বহু মানুষ। বন্যা বিধ্বস্ত এলাকায় জেলা শাসক ও পুলিশ সুপার উদ্ধার কাজ চালাচ্ছেন। উদ্ধারে হাত লাগিয়েছে কেন্দ্র (NDRF) এবং রাজ্যের বিপর্যয় মোকাবিলা দল (SDRF)।”

পুরো বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পুরো পরিস্থিতিতে নজরদারি করার সঙ্গে সঙ্গে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকেও ২৪ ঘণ্টা পরিস্থিতি খতিয়ে দেখে তাঁকে জানানোর নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে তাঁর আশ্বাস। কোনও চেষ্টার বাকি রাখা হবে না । মানুষকে সুরক্ষিত রাখতে যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ চলছে বলে মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *