Murshidabad News Today : মুর্শিদাবাদে ভোটের বলি আরও ১, ৮ দিন যমে মানুষে টানাটানির পর মৃত্যু বামকর্মীর – murshidabad left front cpim worker death at nrs hospital by panchayat election 2023 violence


পঞ্চায়েত নির্বাচনের হিংসায় আরও একজনের মৃত্যু। আটদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে হার মানলেন এক বামকর্মী। মুর্শিদাবাদে পঞ্চায়েত ভোটে হিংসার বলি বাড়ল আরও এক। রবিবার দুপুর দেড়টা নাগাদ কলকাতার এনআরএস-এ মৃত্যু হয় ওই বাম কর্মীর। মৃতের নাম রিন্টু শেখ। বাড়ি মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার নিয়ামতপুর। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে এই নিয়ে মুর্শিদাবাদে মৃতের সংখ্যা বেড়ে হল ৯।

অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনের দিন তৃণমূল আশ্রীত দুস্কৃতীদের হাতে জখম হন রিন্টু শেখ। সেই দিনই মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। অবস্থার অবনতি হওয়ায় ৯ জুলাই রিন্টু শেখকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। সেই দিন থেকে এনআরএস-এ চলছিল চিকিৎসা। অবশেষে ব্যর্থ হল চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টা। দুপুর দেড়টা নাগাদ মৃত্যু হয় তাঁর। মৃত্যুর খবর গ্রামে পৌঁছতেই এলাকায় নেমেছে শোকের ছায়া।

Arabul Islam : জারি ১৪৪ ধারা, ভাঙড়ে নিহত TMC কর্মীর শেষকৃত্যে যাওয়ার পথে সওকত-আরাবুলদের আটকাল পুলিশ
এদিকে এই ঘটনায় নতুন করে উত্তেজান জেলার রাজনৈতিকমহলে। এই প্রসঙ্গে, সিপিএম-এর জেলা সম্পাদক জামির মোল্লা বলেন, ‘তৃণমূলের সন্ত্রাসের শিকার রিন্টু শেখ। বাম কর্মীর মৃত্যুর প্রতিবাদে আমরা পথে নামব।’ প্রসঙ্গত, গত ৮ জুলাই পঞ্চায়েত নির্বাচনের দিনই মুর্শিদাবাদে মৃত্যু হয় পাঁচজনের। পাশাপাশি সেই দিন সংঘর্ষে জখম হন আরও প্রায় ত্রিশ জন। তাঁদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। তঁদের মধ্যে সামশেরগঞ্জের দুই ভাই ও সাগরদিঘির এক কংগ্রেস কর্মীর মৃত্যু হয় কলকাতায়। এরপর মৃত্যু হল রিন্টু শেখেরও।

Panchayat Election Results 2023 : থামল ৭ দিনের লড়াই, হাসপাতালে মৃত ভোট সন্ত্রাসে আহত মুর্শিদাবাসের বাসিন্দার
ক্যানিংয়ে তৃণমূল কর্মী খুনে গ্রেফতার আইএসএফ নেতা
প্রসঙ্গত, গোটা পঞ্চায়েত নির্বাচন পর্বেই রক্তে লাল হয়েছে বাংলার মাটি। মনোনয়ন যে যে হিংসার ধারা শুরু হয়েছে তা এখনও অব্যাহত। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে শুক্রবার গভীর রাত্রে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে খুন করা হয় নান্টু গাজি ওরফে নানু নামে এক তৃণমূল কর্মীকে। সেই ঘটনার তদন্তে নেমে শনিবার ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতরা হল শ্যায়াম গাজি, রমজান গাজি ও রশিদ জমাদার। তিন জনের মধ্যে রশিদ জমাদার আইএসএফ নেতা বলে জানা যাচ্ছে।

Dakshin 24 Pargana News : ক্যানিংয়ে TMC কর্মী কুপিয়ে খুনে গ্রেফতার ISF নেতা, ফাঁসানোর অভিযোগ পরিবারের
অন্যদিকে আবার ওই জেলারই ভাঙড়ের কাঠালিয়াতে পঞ্চায়েত নির্বাচনের আগের দিন শেখ মোসলেম নামে তৃণমূলের এক বুথ সভাপতির ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে আইএসএফ আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বেধড়ক মারধর করা হয় মোসলেমকে। মারধরের জেরে বুকের পাঁজরের হাড় ভেঙে যায় তাঁর, মাথায় পড়ে ১৪টি সেলাই। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন থাকার পর গতকাল মৃত্যু হয় তাঁর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *